ETV Bharat / state

Madan's Controversial Comments: তৃণমূল কর্মীদের জন্য বারবার চাকরির সুপারিশ করবেন, ফের বিতর্কিত মন্তব্য মদনের

প্রয়োজনে আবারও তৃণমূলের যোগ্য কর্মীদের চাকরির জন্য সুপারিশ করবেন (Madan's Controversial Statement) ৷ কামারহাটিতে একটি কর্মিসভায় এমনই বিতর্কিত মন্তব্য করলেন মদন মিত্র ৷ সেই সঙ্গে তৃণমূলের একাংশ কাউন্সিলরদেরও হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি ৷

Madan's Controversial Statement ETV BHARAT
Madan's Controversial Statement
author img

By

Published : Mar 28, 2023, 9:45 PM IST

ফের বিতর্কিত মন্তব্য মদনের

কলকাতা, 28 মার্চ: নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই কোণঠাসা তৃণমূল ৷ তারই মধ্যে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন মদন মিত্র ৷ তাঁর মন্তব্য, বিধায়ক হয়েছেন মানুষের কাজ করার জন্য ৷ প্রয়োজনে আবারও তৃণমূলের যোগ্য কর্মীদের চাকরির জন্য সুপারিশ করবেন (Again Recommend TMC Workers for Jobs) ৷ বারবার একই কাজ করবেন তিনি ৷ প্রয়োজনে এলাকার লোকেদের বাঁচাতে লাঠি ধরার কথাও বলেন কামারহাটির বিধায়ক ৷ অন্যদিকে, কামারহাটি পৌরসভার একাংশ কাউন্সিলরকে হুঁশিয়ারিও দিলেন তিনি ৷ পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের ডাকে শহিদ মিনার অভিযানের প্রস্তুতি সভায় হাজির না হওয়ায়, তাঁদের দল থেকে বের করে দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে মদনকে ৷

এদিন মদন মিত্র ওই প্রস্তুতি সভা থেকে রীতিমতো সুর চড়িয়েছেন দলীয় কর্মীদের চাকরি দেওয়ার পক্ষে ৷ এমনিতেই তাঁর মন্তব্যের জেরে একাধিকবার অস্বস্তিতে পড়েছে শীর্ষ নেতত্ব ৷ কালীঘাটে দলীয় সভায় তার থেকেও বেশিবার মদনকে সতর্ক করেছেন তৃণমূল সুপ্রিমো ৷ কিন্তু, মদন আছে মদনেই ৷ এদিন প্রকাশ্য সভামঞ্চে তিনি জানান, বিধায়ক হয়েছেন নিজের দলের যোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য ৷ এমনকি বারবার তিনি সুপারিশ করবেন বলে জানিয়েছেন ৷

এদিন কামারহাটি পৌরসভার একাংশ কাউন্সিলরদের হুমকিও দিলেন মদন ৷ তাঁর হুঁশিয়ারি, নামের পাশ থেকে তৃণমূলের সিম্বল সরিয়ে নিলে পাড়ার চায়ের দোকানেও ধার পাবেন না ৷ কামারহাটি পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের রীতিমত হুঁশিয়ারি দিলেন বিধায়ক মদন মিত্র ৷ কিন্তু, কেন ? আজ কামারহাটি নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের ডাকে শহিদ মিনার অভিযানের প্রস্তুতি সভা ছিল ৷ সেই সভায় কয়েকজন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন ৷ আর তাতেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন কামারহাটির বিধায়ক ৷

দলীয় কাউন্সিলরদের উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি, ‘‘কাউন্সিলর হয়ে নিজেদের হরিদাস পাল ভাবছেন ৷ নামের পাশ থেকে তৃণমূলের সিম্বল সরিয়ে নেওয়া হলে পাড়ার চায়ের দোকানও ধার দেবে না ৷’’ এমনকি তাঁর বিরুদ্ধে কেউ অভিযোগ করতে চাইলেও করতে পারে বলে মন্তব্য করেন মদন ৷ এমনকি কেউ চাইলে অন্য দলেও চলে যেতে পারেন বলেও জানান বিধায়ক ৷

আরও পড়ুন: নিজেকে হনুমানের মত শক্তিশালী বলে তুলনা মদনের

এরপরেই একাংশ দলীয় কাউন্সিলরকে 'বিষ' বলে উল্লেখ করেন মদন মিত্র ৷ তিনি অভিযোগ করেছেন, কিছু কিছু কাউন্সিলর কাজ করছেন না ৷ বরং নিজেদের সর্বেসর্বা ভাবছেন ৷ সেই সব কাউন্সিলরদের সরিয়ে দিতে তিনি দ্বিতীয়বার ভাববেন না ৷ এর জন্য প্রয়োজনে চেয়ারম্যানের থেকে রিপোর্ট চাইবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন মদন ৷ প্রয়োজনে তৃণমূলের জেলা সভাপতিকে আবেদন করবেন, যাঁরা এতদিন দায়িত্ব পাননি তাঁদের কাজে লাগাতে ৷ এরপরেই নাম না-করে অনুপস্থিত সেই কাউন্সিলরদের ‘দলের বিষ’ বলে উল্লেখ করেন কামারহাটির বিধায়ক ৷

ফের বিতর্কিত মন্তব্য মদনের

কলকাতা, 28 মার্চ: নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই কোণঠাসা তৃণমূল ৷ তারই মধ্যে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন মদন মিত্র ৷ তাঁর মন্তব্য, বিধায়ক হয়েছেন মানুষের কাজ করার জন্য ৷ প্রয়োজনে আবারও তৃণমূলের যোগ্য কর্মীদের চাকরির জন্য সুপারিশ করবেন (Again Recommend TMC Workers for Jobs) ৷ বারবার একই কাজ করবেন তিনি ৷ প্রয়োজনে এলাকার লোকেদের বাঁচাতে লাঠি ধরার কথাও বলেন কামারহাটির বিধায়ক ৷ অন্যদিকে, কামারহাটি পৌরসভার একাংশ কাউন্সিলরকে হুঁশিয়ারিও দিলেন তিনি ৷ পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের ডাকে শহিদ মিনার অভিযানের প্রস্তুতি সভায় হাজির না হওয়ায়, তাঁদের দল থেকে বের করে দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে মদনকে ৷

এদিন মদন মিত্র ওই প্রস্তুতি সভা থেকে রীতিমতো সুর চড়িয়েছেন দলীয় কর্মীদের চাকরি দেওয়ার পক্ষে ৷ এমনিতেই তাঁর মন্তব্যের জেরে একাধিকবার অস্বস্তিতে পড়েছে শীর্ষ নেতত্ব ৷ কালীঘাটে দলীয় সভায় তার থেকেও বেশিবার মদনকে সতর্ক করেছেন তৃণমূল সুপ্রিমো ৷ কিন্তু, মদন আছে মদনেই ৷ এদিন প্রকাশ্য সভামঞ্চে তিনি জানান, বিধায়ক হয়েছেন নিজের দলের যোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য ৷ এমনকি বারবার তিনি সুপারিশ করবেন বলে জানিয়েছেন ৷

এদিন কামারহাটি পৌরসভার একাংশ কাউন্সিলরদের হুমকিও দিলেন মদন ৷ তাঁর হুঁশিয়ারি, নামের পাশ থেকে তৃণমূলের সিম্বল সরিয়ে নিলে পাড়ার চায়ের দোকানেও ধার পাবেন না ৷ কামারহাটি পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের রীতিমত হুঁশিয়ারি দিলেন বিধায়ক মদন মিত্র ৷ কিন্তু, কেন ? আজ কামারহাটি নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের ডাকে শহিদ মিনার অভিযানের প্রস্তুতি সভা ছিল ৷ সেই সভায় কয়েকজন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন ৷ আর তাতেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন কামারহাটির বিধায়ক ৷

দলীয় কাউন্সিলরদের উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি, ‘‘কাউন্সিলর হয়ে নিজেদের হরিদাস পাল ভাবছেন ৷ নামের পাশ থেকে তৃণমূলের সিম্বল সরিয়ে নেওয়া হলে পাড়ার চায়ের দোকানও ধার দেবে না ৷’’ এমনকি তাঁর বিরুদ্ধে কেউ অভিযোগ করতে চাইলেও করতে পারে বলে মন্তব্য করেন মদন ৷ এমনকি কেউ চাইলে অন্য দলেও চলে যেতে পারেন বলেও জানান বিধায়ক ৷

আরও পড়ুন: নিজেকে হনুমানের মত শক্তিশালী বলে তুলনা মদনের

এরপরেই একাংশ দলীয় কাউন্সিলরকে 'বিষ' বলে উল্লেখ করেন মদন মিত্র ৷ তিনি অভিযোগ করেছেন, কিছু কিছু কাউন্সিলর কাজ করছেন না ৷ বরং নিজেদের সর্বেসর্বা ভাবছেন ৷ সেই সব কাউন্সিলরদের সরিয়ে দিতে তিনি দ্বিতীয়বার ভাববেন না ৷ এর জন্য প্রয়োজনে চেয়ারম্যানের থেকে রিপোর্ট চাইবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন মদন ৷ প্রয়োজনে তৃণমূলের জেলা সভাপতিকে আবেদন করবেন, যাঁরা এতদিন দায়িত্ব পাননি তাঁদের কাজে লাগাতে ৷ এরপরেই নাম না-করে অনুপস্থিত সেই কাউন্সিলরদের ‘দলের বিষ’ বলে উল্লেখ করেন কামারহাটির বিধায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.