ETV Bharat / state

Madan Mitra Slammed Suvendu: 'মমতাকে প্রাক্তন করার আগে শুভেন্দু মমি হয়ে যাবেন', হুঁশিয়ারি মদনের

বেলঘড়িয়ার একটি অনুষ্ঠান থেকে বিরোধী দলনেতাকে নিশানা করলেন মদন । তাঁর কথায়,"মমতাকে প্রাক্তন করতে চাইলে শুভেন্দু মমি হয়ে যাবে" (Madan Mitra) । রাজ্য রাজনীতি মদন-শুভেন্দুর তরজা নতুন কিছু নয়। সেই তরজাকেই নয়া মাত্রা দিলেন কামারহাটির বিধায়ক ।

Madan Mitra
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মদন মিত্র
author img

By

Published : Dec 24, 2022, 6:59 AM IST

Updated : Dec 24, 2022, 7:23 AM IST

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মদন মিত্র

বেলঘড়িয়া, 24 ডিসেম্বর: তিনি মদন মিত্র । তিনি মানেই বিতর্ক । আবারও স্বভাবসিদ্ধ ঢঙে বিতর্কিত মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র । এবার তাঁর নিশানায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বেলঘড়িয়ার একটি অনুষ্ঠান থেকে নেতা বললেন, "মমতাকে প্রাক্তন করতে চাইলে শুভেন্দু মমি হয়ে যাবে!" এই প্রথম নয় বিরোধী দলনেতা সম্পর্কে আগেও একাধিকবার লাগামছাড়া মন্তব্য করেছেন মদন । পালটা দিয়েছেন শুভেন্দুও । সংবাদিকরা মদনের নাম উল্লেখ করলেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, "উনি রেজিস্ট্রার্ড মাতাল ।" মদনের নয়া আক্রমণের পর এই তরজা যে আরও বড় আকার নেবে তাতে সন্দেহের বিশেষ কোনও অবকাশ নেই ৷

বেলঘড়িয়ায় শুক্রবার থেকে শুরু হল বিদেশি পাখির মেলা । পাখির পাশাপাশি মাছ এবং ফুলেরও প্রদর্শনী হবে মেলায় । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র (Madan Mitra), কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা-সহ কামারহাটি পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধি (Madan Mitra at Belghoria) ৷

পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মদন বলেন, "কবে পঞ্চায়েত নির্বাচন তার ঠিক নেই কিন্তু তার আগেই মেডিক্যাল ক্যাম্প তৈরি করা হয়ে গিয়েছে ! কারণ বিজেপি নোংরামি করছে, অসভ্যতামি করছে, শুভেন্দু যেভাবে নোংরা-অকথ্য কথা বলছে তাতে মানুষ যে কোনও সময় আক্রান্ত হতে পারে । তাই আমরা আগে থেকেই ডাক্তারের ব্যবস্থা রাখছি । পঞ্চায়েত নির্বাচনের সময় ব্যান্ডেজ খুব কাজে লাগবে ।"

এরপরই শুভেন্দুকে কড়া ভাষায় আক্রমণ করেন মদন । তাঁর কথায়, "শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবে বলছে কিন্তু তার আগে শুভেন্দু মিশরের মমি হয়ে যাবে । পঞ্চায়েতে আমাকে যেখানে পাঠানো হবে, সেখানে যাব । নন্দীগ্রামে যেতে চাই । কারণ ওখানে গতবার নোংরামি করে জিতেছিল শুভেন্দু । এবার আমরা সেটা হতে দেব না । কুণাল ঘোষকে দল দায়িত্ব দিয়েছে । ও ভালো কাজ করছে । তবে আমি চাই নন্দীগ্রামে দুটো মিটিং করতে । শুভেন্দু অধিকারীর মানসিক বিকার কেন্দ্রে যাওয়া উচিত ৷"

আরও পড়ুন: ডিম উৎপাদনে আত্মনির্ভরতার পথে বাংলা, জানালেন অমিত মিত্র

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মদন মিত্র

বেলঘড়িয়া, 24 ডিসেম্বর: তিনি মদন মিত্র । তিনি মানেই বিতর্ক । আবারও স্বভাবসিদ্ধ ঢঙে বিতর্কিত মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র । এবার তাঁর নিশানায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বেলঘড়িয়ার একটি অনুষ্ঠান থেকে নেতা বললেন, "মমতাকে প্রাক্তন করতে চাইলে শুভেন্দু মমি হয়ে যাবে!" এই প্রথম নয় বিরোধী দলনেতা সম্পর্কে আগেও একাধিকবার লাগামছাড়া মন্তব্য করেছেন মদন । পালটা দিয়েছেন শুভেন্দুও । সংবাদিকরা মদনের নাম উল্লেখ করলেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, "উনি রেজিস্ট্রার্ড মাতাল ।" মদনের নয়া আক্রমণের পর এই তরজা যে আরও বড় আকার নেবে তাতে সন্দেহের বিশেষ কোনও অবকাশ নেই ৷

বেলঘড়িয়ায় শুক্রবার থেকে শুরু হল বিদেশি পাখির মেলা । পাখির পাশাপাশি মাছ এবং ফুলেরও প্রদর্শনী হবে মেলায় । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র (Madan Mitra), কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা-সহ কামারহাটি পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধি (Madan Mitra at Belghoria) ৷

পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মদন বলেন, "কবে পঞ্চায়েত নির্বাচন তার ঠিক নেই কিন্তু তার আগেই মেডিক্যাল ক্যাম্প তৈরি করা হয়ে গিয়েছে ! কারণ বিজেপি নোংরামি করছে, অসভ্যতামি করছে, শুভেন্দু যেভাবে নোংরা-অকথ্য কথা বলছে তাতে মানুষ যে কোনও সময় আক্রান্ত হতে পারে । তাই আমরা আগে থেকেই ডাক্তারের ব্যবস্থা রাখছি । পঞ্চায়েত নির্বাচনের সময় ব্যান্ডেজ খুব কাজে লাগবে ।"

এরপরই শুভেন্দুকে কড়া ভাষায় আক্রমণ করেন মদন । তাঁর কথায়, "শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবে বলছে কিন্তু তার আগে শুভেন্দু মিশরের মমি হয়ে যাবে । পঞ্চায়েতে আমাকে যেখানে পাঠানো হবে, সেখানে যাব । নন্দীগ্রামে যেতে চাই । কারণ ওখানে গতবার নোংরামি করে জিতেছিল শুভেন্দু । এবার আমরা সেটা হতে দেব না । কুণাল ঘোষকে দল দায়িত্ব দিয়েছে । ও ভালো কাজ করছে । তবে আমি চাই নন্দীগ্রামে দুটো মিটিং করতে । শুভেন্দু অধিকারীর মানসিক বিকার কেন্দ্রে যাওয়া উচিত ৷"

আরও পড়ুন: ডিম উৎপাদনে আত্মনির্ভরতার পথে বাংলা, জানালেন অমিত মিত্র

Last Updated : Dec 24, 2022, 7:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.