ভাটপাড়া, 20 মে : "মদন মিত্র বাইরে থেকে লোক এনে বোমাবাজি করিয়েছে । কাঁকিনাড়ায় পুলিশের ভূমিকা ন্যক্কারজনক ।" কাঁকিনাড়ার বোমাবাজির ঘটনা প্রসঙ্গে বললেন BJP নেতা অর্জুন সিং । তিনি ব্যারাকপুরের CP ও এক অফিসারের "অওকত" নিয়েও প্রশ্ন করেন ।
গতকাল কাঁকিনাড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় । ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন চলাকালীন তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে সংঘর্ষ হয় । এলাকায় ব্যাপক বোমাবাজি হয় । এবিষয়ে অর্জুন সিং বলেন, "কাঁকিনাড়া অঞ্চল একেবারে অস্বাভাবিক হয়ে গেছে । পুলিশের ভূমিকা ন্যক্কারজনক । তৃণমূলের গুন্ডারা একদিকে বোমাবাজি করছে আর পুলিশ অন্য জায়গায় গিয়ে মহিলাদের মারধর করছে । আধা সেনাকে ব্যবহার করা হচ্ছে না । যেখানে গন্ডগোল হচ্ছে সেখানে আধা সেনাকে নিয়ে যাওয়া হচ্ছে না । যেখানে গন্ডগোল নেই সেখানে রুট মার্চ করানো হচ্ছে । আমাদের দাবি, জগদ্দল থানা এলাকায় মিলিটারি নামানো হোক । এবিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছি । এই মিলিটারি যাতে পুলিশের অধীনে না থাকে তাও দেখাতে হবে । আইনশৃঙ্খলা দেখার জন্য একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হোক । এবিষয়ে দলের তরফে নির্বাচন কমিশনে ডেপুটেশন জমা পড়েছে । কেন্দ্রীয় নেত্রী নির্মলা সীতারমনও বলেছেন যে ভোটের পরেও পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী রাখা উচিত । "
তিনি আরও বলেন, "রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের সঙ্গে শান্তি বৈঠক করা যায় । কিন্তু গুন্ডাদের সঙ্গে কী শান্তি বৈঠক করব ? এখানে BJP-র নেতা-কর্মীদের গ্রেপ্তার করার চক্রান্ত চলছে । ব্যারাকপুরের CP ও রাজু মুখার্জি নামে এক অফিসার আমার হাত ধরে টানাটানি করছে । দু'পয়সার অওকত নেই ওঁদের । নির্বাচন কমিশনকে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে । গতকাল দুপুর দুটো থেকে সাড়া রাত বোমাবাজি হয়েছে । অনেকে জখম হয়েছে । এত বোমা এলাকায় এল কী করে ? আমরা একমাস আগে থেকে অভিযোগ করছি যে মদন মিত্র বাইরে থেকে লোক নিয়ে এসে আগ্নেয়াস্ত্র আমদানি করছে ।"