বনগাঁ, 30 এপ্রিল : ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল জ়িরো পয়েন্টে আজ থেকে আবার শুরু হল পণ্য আমদানি-রপ্তানি । কোরোনা সংক্রমণের আশঙ্কায় 13 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াত বন্ধ করার কথা ঘোষণা করা হয়। পরে লকডাউন জারি হতেই সীমান্ত বাণিজ্যও বন্ধ হয়ে যায়। আজ থেকে সেখান দিয়ে ফের শুরু হল ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য ।
পেট্রাপোল সীমান্ত নিয়ে সম্প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধি দলের বৈঠক হয়েছিল। গতকাল পেট্রাপোলের জ়িরো পয়েন্টে দেশের ক্লিয়ারিং এজেন্ট ও ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের বেনাপোলের ক্লিয়ারিং এজেন্ট ও ব্যবসায়ীদের বৈঠক হয়। সেই বৈঠক থেকেই প্রস্তাব দেওয়া হয়, দু'দেশের মধ্যবর্তী জ়িরো পয়েন্টে ট্রাক থেকে পণ্য ওঠানো ও নামানো হবে। বাংলাদেশ সহমত হতেই আজ দুপুরের পর দু'দেশের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ডে পণ্য ওঠানো নামানোর কাজ শুরু হয়।
এবিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সংগঠনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, "লকডাউনের জেরে দীর্ঘদিন ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য বন্ধ ছিল। আজ থেকে ফের চালু হল। তবে দু'দেশের গাড়ি ঢুকবে না। চালকরাও যাওয়া-আসা করতে পারবে না। সংক্রমণ এড়াতে নো ম্যানস ল্যান্ডের একটি ফাঁকা জায়গায় গাড়ি থেকে পণ্য নামানো-ওঠানো হবে। সামাজিক দূরত্ব বজায় রেখেই সব কাজ চলবে।"
পেট্রাপোল আমদানি-রপ্তানিকারক সংস্থার সম্পাদক পরিতোষ বিশ্বাস বলেন, "লকডাউনে দীর্ঘদিন সীমান্ত বাণিজ্য বন্ধ ছিল। আজ থেকে ফের চালু হয়েছে । সরকারি নিয়মনীতি মেনেই দু'দেশের মধ্যে বাণিজ্য করব আমরা ।"