হাবড়া, 21 এপ্রিল : সংক্রমণ প্রতিরোধ বেড়েছে লকডাউনের সময়সীমা । এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে রেড জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে উত্তর 24 পরগনাকে । কিন্তু তাও বাজারে ভিড় জমছিল । এবার ভিড় কমাতে নতুন উদ্যোগ হাবড়া প্রশাসনের । এখন থেকে আর রোজ বাজার নয়। পৌরসভার দেওয়া ছাড়পত্র দেখিয়ে সপ্তাহে মাত্র দু'দিন যাওয়া যাবে বাজারে। ছাড়পত্র ছাড়া বাজারে গেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
উত্তর 24 পরগনা রেড জ়োন হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেড জ়োন থেকে অরেঞ্জ জ়োনে আনতে 14 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি । এদিকে বারবার প্রচার সত্ত্বেও হাবড়ার বাজারগুলিতে ভিড় কমানো যাচ্ছিল না । শেষমেশ আজ সর্বদলীয় বৈঠক ডাকা হয় প্রশাসনের তরফে । সেখানেই সিদ্ধান্ত হয়, হাবড়া শহরের 47 হাজার ও পঞ্চায়েতের 50 হাজার পরিবারকে সপ্তাহে দু'দিনের বেশি বাজারে যেতে দেওয়া হবে না। এজন্য প্রতিটি পরিবারকে একটি বিশেয ছাড়পত্র দেওয়া হয়েছে ।
পরিবার পিছু একটি করে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই ছাড়পত্রে পরিবারের কর্তা বা কর্ত্রীর নাম লেখা থাকবে। পরিবারের পছন্দমতো সপ্তাহের দু'টি বারে টিক চিহ্ন দেওয়া হবে । বাজারে যেতে হলে ওই ছাড়পত্র নিয়ে যেতে হবে। বাজার গিয়ে ভলান্টিয়ার বা পুলিশকর্মীদের তা দেখাতে হবে । এক্ষেত্রে নির্ধারিত দিনের বাইরে কেউ বাজারে গেলে লকডাউন ভাঙার অপরাধে পুলিশ তাঁকে গ্রেপ্তারও করতে পারে।
হাবড়া 1 নম্বর ব্লকের BDO শুভ্র নন্দী বলেন, "কোরোনা মোকাবিলায় সরকার লকডাউন জারি করেছে। সবাইকে তা মানার জন্য বারবার আবেদন করা হয়েছে। কিন্তু তেমন কোনও লাভ হয়নি । এবার বাজারগুলিতে ভিড় কমানোর জন্য পরিবার পিছু একটি করে ছাড়পত্র দেওয়া হয়েছে। বলা হয়েছে, সপ্তাহে দু'দিন করে বাজারে যাওয়া যাবে। যদি কেউ না মানেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"