ETV Bharat / state

লকডাউন : আড্ডার প্রতিবাদ করায় মহিলাদের মারধর, গ্রেপ্তার 2 - বারাসতের নবপল্লিতে মহিলাকে চুলের মুঠি ধরে মারধর

আড্ডার প্রতিবাদ করায় বারাসতের নবপল্লিতে মহিলাকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ । ঘটনার তদন্তে পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে ।

Barasat
বারাসত
author img

By

Published : Apr 13, 2020, 9:01 AM IST

বারাসত, 13 এপ্রিল : লকডাউন অমান্য করে রাস্তায় আড্ডা । প্রতিবাদ করায় মহিলাকে মারধরের অভিযোগ উঠল বারাসতে । বাদ গেলেন না মহিলার মা-ও । ঘটনায় বারাসত থানায় অভিযোগ দায়ের করা হয়। দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

লকডাউন অমান্য করে গতকাল দুপুরে রবিবাসরীয় আড্ডা জমে বারাসত নবপল্লির কানাপুকুর এলাকায় । রাস্তার মাঝেই আড্ডা দিচ্ছিল এলাকার পাঁচ যুবক । সেই সময় তাদের সেখান থেকে চলে যেতে বলেন স্থানীয় মহিলা অঞ্জলি দাস । শুরু হয় বচসা । অভিযোগ, তর্কাতর্কি চলতে চলতেই বিশ্ব সরদার নামে স্থানীয় একজন এসে হঠাৎ-ই মহিলাকে চড় মারে । এরপর, ওই ব্যক্তির ছেলে বিট্টুও তাঁর হাত চেপে ও চুলের মুঠি ধরে মারধর করতে থাকে । সঙ্গ দেয় বাকিরাও । মেয়েকে এভাবে মারছে দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁর মা । তাঁকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ । স্থানীয়রা এসে অঞ্জলি দাস ও তাঁর মা-কে উদ্ধার করেন ।

এরপরই অঞ্জলি দাস ওই যুবকদের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন । ঘটনার তদন্তে নামে পুলিশ । জিজ্ঞাসাবাদ চলে স্থানীয়দের । পরে বিশ্ব সরদার ও তার ছেলে বিট্টু সরদারকে গ্রেপ্তার করা হয় ।

এবিষয়ে অঞ্জলিদেবী বলেন, "আমি কাজে বেরিয়েছিলাম । বাড়ি ফেরার সময় দেখি লকডাউন অমান্য করে আড্ডা মারছে পাঁচ যুবক । তাদের রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলতেই আমার সঙ্গে প্রথমে অভব্য আচরণ করতে শুরু করে । এরই মধ্যে ওই পাঁচজনের মধ্যে একজনের বাবা বিশ্ব সরদার এসে আমাকে সপাটে চড় মারে । শুরু হয়ে যায় চুলের মুঠি ধরে মারধর । আমাকে বাঁচাতে এলে মা-কেও মারধর করে ওরা । পুলিশে অভিযোগ দায়ের করেছি । আমি চাই, সকলের শাস্তি হোক ।"

পুলিশ জানিয়েছে, "বিশ্ব সরদার ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে । বাকিরা এলাকা ছেড়ে পালিয়েছে । তাদের ধরার চেষ্টা চলছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

বারাসত, 13 এপ্রিল : লকডাউন অমান্য করে রাস্তায় আড্ডা । প্রতিবাদ করায় মহিলাকে মারধরের অভিযোগ উঠল বারাসতে । বাদ গেলেন না মহিলার মা-ও । ঘটনায় বারাসত থানায় অভিযোগ দায়ের করা হয়। দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

লকডাউন অমান্য করে গতকাল দুপুরে রবিবাসরীয় আড্ডা জমে বারাসত নবপল্লির কানাপুকুর এলাকায় । রাস্তার মাঝেই আড্ডা দিচ্ছিল এলাকার পাঁচ যুবক । সেই সময় তাদের সেখান থেকে চলে যেতে বলেন স্থানীয় মহিলা অঞ্জলি দাস । শুরু হয় বচসা । অভিযোগ, তর্কাতর্কি চলতে চলতেই বিশ্ব সরদার নামে স্থানীয় একজন এসে হঠাৎ-ই মহিলাকে চড় মারে । এরপর, ওই ব্যক্তির ছেলে বিট্টুও তাঁর হাত চেপে ও চুলের মুঠি ধরে মারধর করতে থাকে । সঙ্গ দেয় বাকিরাও । মেয়েকে এভাবে মারছে দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁর মা । তাঁকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ । স্থানীয়রা এসে অঞ্জলি দাস ও তাঁর মা-কে উদ্ধার করেন ।

এরপরই অঞ্জলি দাস ওই যুবকদের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন । ঘটনার তদন্তে নামে পুলিশ । জিজ্ঞাসাবাদ চলে স্থানীয়দের । পরে বিশ্ব সরদার ও তার ছেলে বিট্টু সরদারকে গ্রেপ্তার করা হয় ।

এবিষয়ে অঞ্জলিদেবী বলেন, "আমি কাজে বেরিয়েছিলাম । বাড়ি ফেরার সময় দেখি লকডাউন অমান্য করে আড্ডা মারছে পাঁচ যুবক । তাদের রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলতেই আমার সঙ্গে প্রথমে অভব্য আচরণ করতে শুরু করে । এরই মধ্যে ওই পাঁচজনের মধ্যে একজনের বাবা বিশ্ব সরদার এসে আমাকে সপাটে চড় মারে । শুরু হয়ে যায় চুলের মুঠি ধরে মারধর । আমাকে বাঁচাতে এলে মা-কেও মারধর করে ওরা । পুলিশে অভিযোগ দায়ের করেছি । আমি চাই, সকলের শাস্তি হোক ।"

পুলিশ জানিয়েছে, "বিশ্ব সরদার ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে । বাকিরা এলাকা ছেড়ে পালিয়েছে । তাদের ধরার চেষ্টা চলছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.