আজমপুর(উত্তর 24 পরগনা), 10 ডিসেম্বর : আমফান ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া সেতু নির্মাণের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয়রা ৷ উত্তর 24 পরগনার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের আজমপুর মোড় অবরোধ করেন তাঁরা ৷ অভিযোগ, আমফানের সময় ভেঙেছিল গ্রামের একমাত্র কংক্রিটের সেই সেতু ৷ প্রশাসনের তরফে সেই সময় অস্থায়ীভাবে সেতু তৈরি করে দেওয়া হয়েছিল ৷ তখন বলা হয়েছিল, দ্রুত আগের মতো কংক্রিটের সেতু তৈরি করে দেওয়া হবে ৷ আজ প্রায় এক ঘণ্টা ধরে পথ অবরোধ করেন স্থানীয়রা ৷
বকজুড়ি পঞ্চায়েতে এলাকার বাসিন্দাদের যাতায়াতের অন্যতম মাধ্যম বারোমাসিয়া সেতু। সেতুর দু'পাড়ের গ্রামগুলোর কয়েক হাজার বাসিন্দা প্রতিদিন সেতু দিয়ে যাতায়াত করেন। গ্রামে কয়েকটি ইটভাটা রয়েছে । ভাটার ইট ও অন্য ইমারতি দ্রব্য নিয়ে বিভিন্ন যানবাহন সেতুটি দিয়ে যাতায়াত করে ৷ যা খুবই বিপজ্জনক ৷ দীর্ঘদিন ধরে সেতুটি জরাজীর্ণ হয়েছিল। মে মাসে আমফান ঝড়ের সময় সেই সেতু ভেঙে পড়ে। তারপর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছিল। কিন্তু তাতে সমস্যার স্থায়ী সমাধান হয়নি। কংক্রিটের সেতু না থাকায় জরুরি প্রয়োজনে বড় গাড়ি নিয়ে কয়েক কিলোমিটার ঘুরে যেতে বাধ্য হচ্ছেন কয়েকজন ।
আরও পড়ুন : মোবাইলে গেম খেলা নিয়ে বিবাদের জেরে উত্তপ্ত রহড়া, জখম পুলিশকর্মী
আজ সকালে কংক্রিটের সেতুটি পুনরায় নির্মাণের দাবিতে শতাধিক গ্রামবাসী রাস্তায় বসে পড়েন । প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয় ইট ভাটার শ্রমিক ও পড়ুয়ারাও । ক্ষুব্ধ আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান । প্রায় একঘণ্টা অবরোধ চলার পরে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। তাদের আশ্বাসে অবরোধ উঠে যায়। হাড়োয়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত কংক্রিটের সেতু নির্মাণের কাজ শুরু হবে।