ETV Bharat / state

বেআইনি পুকুর ভরাটের প্রতিবাদ স্থানীয়দের, নির্মাণকারী সংস্থার পাশে তৃণমূল কাউন্সিলর

Illegal Pond Filling in Barasat: পুকুর বুজিয়ে বহুতল নির্মাণের অভিযোগ । পথে নেমে গর্জে উঠলেন স্থানীয়রা । নির্মাণকারী সংস্থার হয়েই ব‍্যাট ধরলেন তৃণমূল কাউন্সিলর । ঘটনাকে ঘিরে সরগরম বারাসত পৌরসভার 11 নম্বর ওয়ার্ড ৷

Illegal Pond Filling in Barasat
পুকুর বুজিয়ে বহুতল নির্মাণের অভিযোগ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 8:19 PM IST

বেআইনিভাবে পুকুর ভরাটের প্রতিবাদ

বারাসত, 3 ডিসেম্বর: পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ তুলে পথে নামলেন এলাকার লোকজন । বেআইনি কাজ বন্ধ করার দাবিতে পোস্টার হাতে চলল বিক্ষোভ-স্লোগানও । যা ঘিরে রবিবার ব‍্যাপক উত্তেজনা ছড়াল উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসতের 11 নম্বর ওয়ার্ডে । আন্দোলনের মাঝেই নির্মাণ সংস্থার জমিতে জোর করে ঢুকে পড়ে একদল বিক্ষোভকারী । এর জেরে দু'পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা । ফলে সাময়িক উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি । যদিও পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ মানতে চাননি নির্মাণকারী সংস্থা ।

বরং এ নিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধেই বিশৃঙ্খলা সৃষ্টি করে কাজ বন্ধের চক্রান্ত করার পালটা অভিযোগ এনেছেন তারা। এ নিয়ে নির্মাণকারী সংস্থার পক্ষেই জোরালো সওয়াল করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিশ। এমনকী পালটা তিনিও পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ উড়িয়ে বিক্ষোভকারীদের আন্দোলন নিয়েই প্রশ্ন তুলেছেন ।

সম্প্রতি এ নিয়ে বারাসত পৌরসভারও দ্বারস্থ হয়েছে 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । তারই মধ্যে রবিবার পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ তুলে পথে নামলেন এলাকার লোকজন । নাগরিক সমাজের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হলেও আন্দোলনের নেপথ্যে মূলত ছিলেন তৃণমূলেরই একটা বড় অংশ । যদিও দলীয় কর্মীরা পথে নামলেও এ নিয়ে তাঁদের ব‍্যক্তিগত স্বার্থ রয়েছে বলেই মনে করছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিশ । যা নিয়ে শাসকদলের কোন্দলও সামনে চলে এসেছে । এদিকে পুকুর বুজিয়ে বহুতল নির্মাণের বিরুদ্ধে ইতিমধ্যে স্থানীয় লোকজন জোটবদ্ধ হয়ে পোস্টারও দিয়েছে ন'পাড়ার বিবেকানন্দ রোডে ।

এই বিষয়ে দেবু চৌধুরী নামে এক আন্দোলনকারী বলেন, "2020 সাল থেকেই এই বেআইনি কাজের প্রতিবাদ করে আসছি আমরা । বিশ্ব উষ্ণায়নের যূ্গে যেখানে পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে । সেখানে পুকুর বুজিয়ে বহুতল নির্মাণের কাজ চলছে এখানে । এখানেই আমাদের প্রতিবাদ । আমরা চাই এই বেআইনি কাজ বন্ধ করতে প্রশাসন তৎপর হোক । তা না হলে আমরা বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হব ৷"

যদিও এলাকাবাসীর অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্মাণকারী সংস্থা । সংস্থার তরফে পার্থ কর বলেন,"কোনও পুকুর ভরাট হয়নি । পুকুর পুকুরের জায়গাতেই রয়েছে । তার যাবতীয় কাগজপত্রও রয়েছে আমাদের কাছে । পৌরসভা ও প্রশাসনের অনুমোদন পাওয়ার পরই বহুতল নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে । আসলে সমস্যা অন্য জায়গায় । লেনাদেনা ঠিকমতো না-হওয়াতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ কাজ বন্ধ করার চেষ্টা করছে । সেই চেষ্টা সফল হবে না তাঁদের ।"

অন‍্যদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিশের কথায়, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পর থেকে কিছু লোকের করে-কম্মে খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে । তার জন্য হয়তো নিজেদের স্বার্থে ঘা লাগায় এই ধরনের আন্দোলন করতে হচ্ছে তাঁদের । এখানে কোথাও কোনও পুকুর ভরাট এখনও পর্যন্ত হয়নি । পরিবেশ রক্ষার দিকে যথেষ্ট সচেতন পৌরসভা । ফলে,কারা কি অভিযোগ করছে সেটা তাঁদের সম্পূর্ণ একান্ত বিষয় । পুকুর ভরাট তো দূরের কথা, কোনও বেআইনি কাজ হয় না এখানে ।

আরও পড়ুন:

  1. তৃণমূলের মদতে বেহালায় পুকুর ভরাটের অভিযোগ, কিছুই জানেন না বিধায়ক
  2. বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলের ওয়ার্ডে বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ
  3. কাউন্সিলরের ওয়ার্ডেই মাটি ফেলে চলছে পুকুর ভরাট ! অস্বস্তিতে তৃণমূল

বেআইনিভাবে পুকুর ভরাটের প্রতিবাদ

বারাসত, 3 ডিসেম্বর: পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ তুলে পথে নামলেন এলাকার লোকজন । বেআইনি কাজ বন্ধ করার দাবিতে পোস্টার হাতে চলল বিক্ষোভ-স্লোগানও । যা ঘিরে রবিবার ব‍্যাপক উত্তেজনা ছড়াল উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসতের 11 নম্বর ওয়ার্ডে । আন্দোলনের মাঝেই নির্মাণ সংস্থার জমিতে জোর করে ঢুকে পড়ে একদল বিক্ষোভকারী । এর জেরে দু'পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা । ফলে সাময়িক উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি । যদিও পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ মানতে চাননি নির্মাণকারী সংস্থা ।

বরং এ নিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধেই বিশৃঙ্খলা সৃষ্টি করে কাজ বন্ধের চক্রান্ত করার পালটা অভিযোগ এনেছেন তারা। এ নিয়ে নির্মাণকারী সংস্থার পক্ষেই জোরালো সওয়াল করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিশ। এমনকী পালটা তিনিও পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ উড়িয়ে বিক্ষোভকারীদের আন্দোলন নিয়েই প্রশ্ন তুলেছেন ।

সম্প্রতি এ নিয়ে বারাসত পৌরসভারও দ্বারস্থ হয়েছে 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । তারই মধ্যে রবিবার পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ তুলে পথে নামলেন এলাকার লোকজন । নাগরিক সমাজের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হলেও আন্দোলনের নেপথ্যে মূলত ছিলেন তৃণমূলেরই একটা বড় অংশ । যদিও দলীয় কর্মীরা পথে নামলেও এ নিয়ে তাঁদের ব‍্যক্তিগত স্বার্থ রয়েছে বলেই মনে করছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিশ । যা নিয়ে শাসকদলের কোন্দলও সামনে চলে এসেছে । এদিকে পুকুর বুজিয়ে বহুতল নির্মাণের বিরুদ্ধে ইতিমধ্যে স্থানীয় লোকজন জোটবদ্ধ হয়ে পোস্টারও দিয়েছে ন'পাড়ার বিবেকানন্দ রোডে ।

এই বিষয়ে দেবু চৌধুরী নামে এক আন্দোলনকারী বলেন, "2020 সাল থেকেই এই বেআইনি কাজের প্রতিবাদ করে আসছি আমরা । বিশ্ব উষ্ণায়নের যূ্গে যেখানে পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে । সেখানে পুকুর বুজিয়ে বহুতল নির্মাণের কাজ চলছে এখানে । এখানেই আমাদের প্রতিবাদ । আমরা চাই এই বেআইনি কাজ বন্ধ করতে প্রশাসন তৎপর হোক । তা না হলে আমরা বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হব ৷"

যদিও এলাকাবাসীর অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্মাণকারী সংস্থা । সংস্থার তরফে পার্থ কর বলেন,"কোনও পুকুর ভরাট হয়নি । পুকুর পুকুরের জায়গাতেই রয়েছে । তার যাবতীয় কাগজপত্রও রয়েছে আমাদের কাছে । পৌরসভা ও প্রশাসনের অনুমোদন পাওয়ার পরই বহুতল নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে । আসলে সমস্যা অন্য জায়গায় । লেনাদেনা ঠিকমতো না-হওয়াতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ কাজ বন্ধ করার চেষ্টা করছে । সেই চেষ্টা সফল হবে না তাঁদের ।"

অন‍্যদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিশের কথায়, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পর থেকে কিছু লোকের করে-কম্মে খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে । তার জন্য হয়তো নিজেদের স্বার্থে ঘা লাগায় এই ধরনের আন্দোলন করতে হচ্ছে তাঁদের । এখানে কোথাও কোনও পুকুর ভরাট এখনও পর্যন্ত হয়নি । পরিবেশ রক্ষার দিকে যথেষ্ট সচেতন পৌরসভা । ফলে,কারা কি অভিযোগ করছে সেটা তাঁদের সম্পূর্ণ একান্ত বিষয় । পুকুর ভরাট তো দূরের কথা, কোনও বেআইনি কাজ হয় না এখানে ।

আরও পড়ুন:

  1. তৃণমূলের মদতে বেহালায় পুকুর ভরাটের অভিযোগ, কিছুই জানেন না বিধায়ক
  2. বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলের ওয়ার্ডে বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ
  3. কাউন্সিলরের ওয়ার্ডেই মাটি ফেলে চলছে পুকুর ভরাট ! অস্বস্তিতে তৃণমূল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.