ETV Bharat / state

আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিক্ষোভ

author img

By

Published : Jun 26, 2020, 8:40 AM IST

আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ ৷ বনগাঁর ঘটনা ৷ ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের ৷

allegations-of-corruption-in-amfans-relief-compensation-protests-at-tmc-panchayat-member-house-in-bangaon
আমফানের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিক্ষোভ

বনগাঁ , 26 জুন : আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ ৷ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ঝাঁটা, জুতো নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা ৷ বনগাঁর ধর্মপুকুরিয়া পঞ্চায়েতের শুকপুকুরিয়া গ্রামের ঘটনা । অভিযোগ, পঞ্চায়েত সদস্যের ছেলেকেও মারধর করেন বাসিন্দারা ৷ এরপর ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷

শুকপুকুরিয়া গ্রামের পঞ্চায়েত সদস্য গোপাল দে ৷ স্থানীয়দের অভিযোগ, গোপালবাবুর পরিবারের দু'জন ক্ষতিপূরণের টাকা পেয়েছেন । অসংখ্য পরিবার এভাবে টাকা পেয়েছেন । আবার ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও অনেকে ক্ষতিপূরণের টাকা পাননি ৷ তাই গতকাল দুর্নীতির অভিযোগ তুলে গ্রামের মহিলারা ঝাঁটা-জুতো নিয়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ গোপাল দের পরিবারের অভিযোগ, গোপালবাবুকে না পেয়ে তার ছেলে উত্তম দেকে মারধর করে BJP কর্মীরা ৷ গোপাল দে বলেন, তিনি কোনওরকম দুর্নীতির সঙ্গে জড়িত নন । রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে । গ্রামের বাসিন্দারা তাঁর ছেলেকে মারধর করেছে ৷

গ্রামবাসীদের অভিযোগ, যাদের ঘর ভাঙেনি তাদেরও তিন-চার জন টাকা পেয়েছে ৷ যাদের সত্যিই ঘর ভেঙেছে তারা টাকা পাচ্ছে না ৷ তাদের দাবি, গ্রামের প্রতিটি পরিবারকে টাকা দিতে হবে ৷ না হলে যারা টাকা নিয়ে দুর্নীতি করছে তাদের থেকে টাকা ফেরত নিয়ে ক্ষতিগ্রস্তদের দিতে হবে ৷

এবিষয়ে পঞ্চায়েত সদস্য গোপাল দে বলেন, " আমি জন্মলগ্ন থেকে তৃণমূল করি ৷ আমি দুর্নীতি করেছি যদি কেউ সেটা প্রমাণ করতে পারে তাহলে আমি তাকে ধন্যবাদ করব ৷ ওদের ভুল ধারণা ৷ ওরা ভাবছে ওরা ক্ষতিপূরণের পুরো টাকা পাবে না ৷ কাল সর্বদলীয় বৈঠক হয়েছে ৷ তারপর BDO সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে, ভুল করে একই বাড়িতে যদি দু'জনের টাকা চলে যায় তা ফেরত নেওয়ার ব্যবস্থা করবে দল ৷ দলেরই ভুল হয়েছে ৷ পঞ্চায়েতের ভুল ৷ ভুল করে একই বাড়িতে দু'জনের টাকা ঢুকে গেছে ৷ আমি সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করছি ৷ আমার ছেলেকে BJP-র লোকজন মারধর করেছে ৷ "

বনগাঁ , 26 জুন : আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ ৷ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ঝাঁটা, জুতো নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা ৷ বনগাঁর ধর্মপুকুরিয়া পঞ্চায়েতের শুকপুকুরিয়া গ্রামের ঘটনা । অভিযোগ, পঞ্চায়েত সদস্যের ছেলেকেও মারধর করেন বাসিন্দারা ৷ এরপর ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷

শুকপুকুরিয়া গ্রামের পঞ্চায়েত সদস্য গোপাল দে ৷ স্থানীয়দের অভিযোগ, গোপালবাবুর পরিবারের দু'জন ক্ষতিপূরণের টাকা পেয়েছেন । অসংখ্য পরিবার এভাবে টাকা পেয়েছেন । আবার ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও অনেকে ক্ষতিপূরণের টাকা পাননি ৷ তাই গতকাল দুর্নীতির অভিযোগ তুলে গ্রামের মহিলারা ঝাঁটা-জুতো নিয়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ গোপাল দের পরিবারের অভিযোগ, গোপালবাবুকে না পেয়ে তার ছেলে উত্তম দেকে মারধর করে BJP কর্মীরা ৷ গোপাল দে বলেন, তিনি কোনওরকম দুর্নীতির সঙ্গে জড়িত নন । রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে । গ্রামের বাসিন্দারা তাঁর ছেলেকে মারধর করেছে ৷

গ্রামবাসীদের অভিযোগ, যাদের ঘর ভাঙেনি তাদেরও তিন-চার জন টাকা পেয়েছে ৷ যাদের সত্যিই ঘর ভেঙেছে তারা টাকা পাচ্ছে না ৷ তাদের দাবি, গ্রামের প্রতিটি পরিবারকে টাকা দিতে হবে ৷ না হলে যারা টাকা নিয়ে দুর্নীতি করছে তাদের থেকে টাকা ফেরত নিয়ে ক্ষতিগ্রস্তদের দিতে হবে ৷

এবিষয়ে পঞ্চায়েত সদস্য গোপাল দে বলেন, " আমি জন্মলগ্ন থেকে তৃণমূল করি ৷ আমি দুর্নীতি করেছি যদি কেউ সেটা প্রমাণ করতে পারে তাহলে আমি তাকে ধন্যবাদ করব ৷ ওদের ভুল ধারণা ৷ ওরা ভাবছে ওরা ক্ষতিপূরণের পুরো টাকা পাবে না ৷ কাল সর্বদলীয় বৈঠক হয়েছে ৷ তারপর BDO সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে, ভুল করে একই বাড়িতে যদি দু'জনের টাকা চলে যায় তা ফেরত নেওয়ার ব্যবস্থা করবে দল ৷ দলেরই ভুল হয়েছে ৷ পঞ্চায়েতের ভুল ৷ ভুল করে একই বাড়িতে দু'জনের টাকা ঢুকে গেছে ৷ আমি সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করছি ৷ আমার ছেলেকে BJP-র লোকজন মারধর করেছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.