ETV Bharat / state

স্থানীয়ভাবে তৈরি টর্নেডোয় লন্ডভন্ড হিঙ্গলগঞ্জের সাহাপুর

কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল হিঙ্গলগঞ্জের সাহাপুর এলাকা ৷ মঙ্গলবার রাত 8টা নাগাদ প্রবল গতিতে ঝড়ের তাণ্ডব শুরু হয় ৷ যার জেরে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় জেলা প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানানো হয়েছে ৷

Locally made Tornado Hits Sahapur of Hingalganj in North 24 Pargana
স্থানীয়ভাবে তৈরি হওয়া টর্নেডোয় লন্ডভন্ড হিঙ্গলগঞ্জের সাহাপুর
author img

By

Published : Jul 28, 2021, 8:10 PM IST

হিঙ্গলগঞ্জ (উত্তর 24 পরগনা), 28 জুলাই : আচমকা এক মিনিটের প্রবল গতির ঝড় । আর তাতেই লন্ডভন্ড হয়ে গেল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সাহাপুর এলাকা । ঝড়ের তাণ্ডবে কারও বাড়ির এসবেস্টারের ছাদ উড়ে গিয়েছে ৷ তো কারও বাড়ির টিনের চাল উড়ে গিয়ে পড়েছে অন্য কোনও জায়গায় । ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর কাঁচা বাড়িও । মঙ্গলবার রাতের মিনিট খানেকের ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ও বড় গাছও উপড়ে গিয়েছে ৷ যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে হাসনাবাদ-লেবুখালি রাজ্য সড়ক ৷ গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ময়দানে নামতে হয় জয়েন্ট বিডিও ওমপ্রকাশ গুপ্তাকে ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে বাহিনী নিয়ে ছুটে যান হিঙ্গলগঞ্জ থানার ওসি ৷ প্রশাসন এবং স্থানীয়দের মিলিত চেষ্টায় রাজ্য সড়কের উপর থেকে গাছ সরানো হয় ৷ আজ সকালে জনবসতি এলাকায় উপড়ে যাওয়া বিদ্যুতের খুঁটি ও গাছ সরানোর কাজ শুরু হয় ৷

ঘূর্ণিঝড় যশ এবং ভরা কোটালের ক্ষত এখনও শুকোয়নি‌ সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ এবং সন্দেশখালির বিস্তীর্ণ অঞ্চলে ৷ দগদগে ঘা নিয়ে যখন সুন্দরবনের বানভাসিরা ঘুরে দাঁড়াতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন ৷ ঠিক তখনই আচমকা প্রবল গতিতে আসা কয়েক মিনিটের ঝড়ে দিশেহারা অবস্থা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের একাংশের । যা নিয়ে বিন্দুমাত্র আভাস ছিল না তাঁদের কাছে । এমনকি এই মিনিট খানেকের ঝড়ের কোনও আভাস ছিল না আবহাওয়া দফতরের কাছেও ৷

প্রসঙ্গত, 27 জুলাই থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের জেরে ভারীবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ সেই মতো গতকাল থেকেই দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়েছে সুন্দরবন ও তার আশেপাশের বেশকিছু অঞ্চলে । সন্ধ্যা থেকেই বৃষ্টিপাত চলছিল হিঙ্গলগঞ্জের সাহাপুর এলাকাতেও । কিন্তু, রাত আটটা নাগাদ আচমকাই ওই এলাকার উপর দিয়ে প্রবল গতিতে ঝড় বইতে শুরু করে ৷ আবহাওয়া দফতরের অনুমান সেটি একটি টর্নেডো ছিল । ঝড়ের গতি স্থায়ী ছিল মাত্র এক মিনিট । আধ কিলোমিটার এলাকাজুড়ে রীতিমতো তাণ্ডব চালায় টর্নেডোটি ৷ বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি উপড়ে গিয়েছে অসংখ্য গাছ এবং বিদ্যুতের খুঁটি-ও । থানার সামনে বেশকিছু গাছ উপড়ে গিয়ে রাস্তা আটকে যায় ৷ যুদ্ধকালীন তৎপরতায় রাতভর কাজ চললেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি । আজ সকাল থেকে ফের জোরকদমে কাজ শুরু হয়েছে ৷

আরও পড়ুন : ব্যান্ডেলে মিনি টর্নেডোতে ক্ষতিগ্রস্ত মানুষদের দুয়ারে ত্রাণ

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে সকাল থেকেই জোরকদমে কাজ করেছে বিদ্যুৎ দফতরের কর্মীরা । এ নিয়ে হিঙ্গলগঞ্জ সাব স্টেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বৃন্দাবন কর্মকার বলেন, ‘‘যেভাবে বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে তাতে পরিষেবা স্বাভাবিক করতে সময় লাগবে । তা সত্ত্বেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে ৷’’ অন্যদিকে, টর্নেডো’র ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষতিগ্রস্ত বাসিন্দারা চাইছেন, এই বিপদের সময়ে প্রশাসন তাঁদের পাশে এসে দাঁড়াক ৷ তাঁদের সহযোগিতার দিকেই এখন মুখ চেয়ে রয়েছেন ক্ষতিগ্রস্তরা ৷

হিঙ্গলগঞ্জ (উত্তর 24 পরগনা), 28 জুলাই : আচমকা এক মিনিটের প্রবল গতির ঝড় । আর তাতেই লন্ডভন্ড হয়ে গেল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সাহাপুর এলাকা । ঝড়ের তাণ্ডবে কারও বাড়ির এসবেস্টারের ছাদ উড়ে গিয়েছে ৷ তো কারও বাড়ির টিনের চাল উড়ে গিয়ে পড়েছে অন্য কোনও জায়গায় । ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর কাঁচা বাড়িও । মঙ্গলবার রাতের মিনিট খানেকের ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ও বড় গাছও উপড়ে গিয়েছে ৷ যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে হাসনাবাদ-লেবুখালি রাজ্য সড়ক ৷ গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ময়দানে নামতে হয় জয়েন্ট বিডিও ওমপ্রকাশ গুপ্তাকে ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে বাহিনী নিয়ে ছুটে যান হিঙ্গলগঞ্জ থানার ওসি ৷ প্রশাসন এবং স্থানীয়দের মিলিত চেষ্টায় রাজ্য সড়কের উপর থেকে গাছ সরানো হয় ৷ আজ সকালে জনবসতি এলাকায় উপড়ে যাওয়া বিদ্যুতের খুঁটি ও গাছ সরানোর কাজ শুরু হয় ৷

ঘূর্ণিঝড় যশ এবং ভরা কোটালের ক্ষত এখনও শুকোয়নি‌ সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ এবং সন্দেশখালির বিস্তীর্ণ অঞ্চলে ৷ দগদগে ঘা নিয়ে যখন সুন্দরবনের বানভাসিরা ঘুরে দাঁড়াতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন ৷ ঠিক তখনই আচমকা প্রবল গতিতে আসা কয়েক মিনিটের ঝড়ে দিশেহারা অবস্থা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের একাংশের । যা নিয়ে বিন্দুমাত্র আভাস ছিল না তাঁদের কাছে । এমনকি এই মিনিট খানেকের ঝড়ের কোনও আভাস ছিল না আবহাওয়া দফতরের কাছেও ৷

প্রসঙ্গত, 27 জুলাই থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের জেরে ভারীবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ সেই মতো গতকাল থেকেই দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়েছে সুন্দরবন ও তার আশেপাশের বেশকিছু অঞ্চলে । সন্ধ্যা থেকেই বৃষ্টিপাত চলছিল হিঙ্গলগঞ্জের সাহাপুর এলাকাতেও । কিন্তু, রাত আটটা নাগাদ আচমকাই ওই এলাকার উপর দিয়ে প্রবল গতিতে ঝড় বইতে শুরু করে ৷ আবহাওয়া দফতরের অনুমান সেটি একটি টর্নেডো ছিল । ঝড়ের গতি স্থায়ী ছিল মাত্র এক মিনিট । আধ কিলোমিটার এলাকাজুড়ে রীতিমতো তাণ্ডব চালায় টর্নেডোটি ৷ বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি উপড়ে গিয়েছে অসংখ্য গাছ এবং বিদ্যুতের খুঁটি-ও । থানার সামনে বেশকিছু গাছ উপড়ে গিয়ে রাস্তা আটকে যায় ৷ যুদ্ধকালীন তৎপরতায় রাতভর কাজ চললেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি । আজ সকাল থেকে ফের জোরকদমে কাজ শুরু হয়েছে ৷

আরও পড়ুন : ব্যান্ডেলে মিনি টর্নেডোতে ক্ষতিগ্রস্ত মানুষদের দুয়ারে ত্রাণ

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে সকাল থেকেই জোরকদমে কাজ করেছে বিদ্যুৎ দফতরের কর্মীরা । এ নিয়ে হিঙ্গলগঞ্জ সাব স্টেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বৃন্দাবন কর্মকার বলেন, ‘‘যেভাবে বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে তাতে পরিষেবা স্বাভাবিক করতে সময় লাগবে । তা সত্ত্বেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে ৷’’ অন্যদিকে, টর্নেডো’র ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষতিগ্রস্ত বাসিন্দারা চাইছেন, এই বিপদের সময়ে প্রশাসন তাঁদের পাশে এসে দাঁড়াক ৷ তাঁদের সহযোগিতার দিকেই এখন মুখ চেয়ে রয়েছেন ক্ষতিগ্রস্তরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.