ভাঙড় ৪ জুলাই : পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল । প্রতিবাদে স্থানীয় গ্রামবাসীরা এদিন রাস্তা অবরোধ করেন । ঘটনাটি ঘটেছে ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার চিনিপুকুর কলবেরিয়া পাড়ায় ।
স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে অভিযোগ, যে কোনও পরিষেবা পেতে গেলেই তাঁকে কাটমানি দিতে হয় ৷ রাস্তাঘাট ভেঙে গেলেও তা সারানো হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের ৷
এরই প্রতিবাদে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ।
অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার স্বামী মহম্মদ মদুত লস্কর অবশ্য সমস্ত অস্বীকার করেছেন তাঁর অভিযোগ, যাঁরা প্রতিবাদ করছেন তাঁরা সকলেই আইএসএফ-এর সঙ্গে যুক্ত ।
আরও পড়ুন...বেলঘরিয়ায় তৃণমূলের পার্টি অফিসে চলল গুলি, জখম দুই কর্মী
যদিও আন্দোলনকারীদের বক্তব্য, তাঁরা সকলেই আরাবুল ইসলামের অনুগামী ।