ETV Bharat / state

একাধিক অভিযোগে বারাসত পৌরসভায় বিক্ষোভ বাম ও কংগ্রেসের - বারাসত পৌরসভায় বিক্ষোভ বাম ও কংগ্রেসের

বারাসত পৌরসভায় বিক্ষোভ দেখালেন বাম ও কংগ্রেস কর্মীরা। বিক্ষোভের পর বাম ও কংগ্রেসের এক প্রতিনিধি দল 28 দফা দাবিতে স্মারকলিপি জমা দেয় পৌরসভার প্রশাসকের কাছে।

left front & cong agitation
বারাসত পৌরসভায় বিক্ষোভ বাম ও কংগ্রেসের
author img

By

Published : Oct 13, 2020, 10:57 PM IST

বারাসত, 13 অক্টোবর : দুর্নীতি, স্বজনপোষণ, কর্মী নিয়োগে বেনিয়ম সহ একাধিক অভিযোগে বারাসত পৌরসভায় বিক্ষোভ দেখালেন বাম ও কংগ্রেস কর্মীরা । বিক্ষোভ সামাল দিতে পৌরসভার সামনে আগেই পুলিশ মোতায়েন করা হয়েছিল । খোদ বারাসত থানার IC দীপংকর ভট্টাচার্য হাজির ছিলেন সেখানে । বেশ কিছুক্ষণ ধরে চলে সেই বিক্ষোভ ।

বারাসত পৌরসভায় বিগত দশ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে শাসকদল । পৌরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও বর্তমানে প্রশাসক বোর্ড পৌরসভা চালাচ্ছে । যাঁর মাথায় রয়েছেন প্রাক্তন পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায়। এই দশ বছরে ক্ষমতায় থাকার সুবাদে পৌরসভার বিভিন্ন স্তরে দুর্নীতিতে ভরে গেছে বলে অভিযোগ । মিড-ডে মিলের টাকা সঠিকভাবে খরচ হচ্ছে না। কর্মী নিয়োগেও চলছে স্বজনপোষণ । পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী । এই অভিযোগ তুলে আজ দুপুরে বারাসত স্টেশন চত্বর থেকে মিছিল করে পৌরসভার সামনে জড়ো হন বাম ও কংগ্রেস নেতা-কর্মীরা। এরপর সেখানে বিক্ষোভ দেকানো হয় । তবে বিক্ষোভকারীরা যাতে পৌরসভার ভিতর প্রবেশ করতে না পারে তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল । তবে শান্তিপূর্ণভাবেই বাম ও কংগ্রেসের এক প্রতিনিধি দল 28 দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয় পৌরসভার প্রশাসকের কাছে।

বারাসত পৌরসভায় বিক্ষোভ বাম ও কংগ্রেসের
এই বিষয়ে জেলা বামফ্রন্টের নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, "বারাসত পৌরসভায় বাম ও কংগ্রেসও একসময় ক্ষমতায় ছিল । কিন্তু তৃণমূলের আমলে এমন পৌরসভা আগে কখনও দেখা যায়নি। পৌরসভার সমস্ত স্তরে দুর্নীতিতে ভরে গেছে । চলছে কর্মী নিয়োগের স্বজনপোষণ। পৌরসভায় দুর্নীতি ও স্বজনপোষণ রুখতেই বাধ্য হয়ে পথে নামতে হয়েছে আমাদের" । পৌরসভার সামনে পুলিশ মোতায়েন নিয়ে তিনি বলেন,"কামদুনিতে 19 বছরের যুবতিকে যখন ধর্ষণ করে খুন করা হয় তখন এই পুলিশের দেখা মেলে না । অথচ আমরা শান্তিপূর্ণভাবে যখন আন্দোলন করছি তখন পুলিশে ছয়লাপ করে দেওয়া হয়েছে পৌরসভার সামনে । মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যোগী আদিত্যনাথের মতোই আচরণ করছে। সরকারের মাথায় যদি পচন ধরে যায় তাঁর হাত-পাগুলো তো একরকম হবেই"। একই সুর শোনা গিয়েছে জেলা কংগ্রেস নেতা স্বপন বোসের গলাতেও। তিনি বলেন,"বাম ও কংগ্রেসের পাশাপাশি সাধারণ মানুষকেও বলব দুর্নীতিগ্রস্ত বারাসত পৌরসভার বিরুদ্ধে পথে নামতে । জনজাগরণ তৈরি করতে হবে তৃণমূলের এই পৌরসভার বিরুদ্ধে"।এদিকে বাম ও কংগ্রেসের এই আন্দোলনকে কটাক্ষ করে বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন,"নিজেদের অস্তিত্ব বাঁচাতেই তাঁরা পথে নেমেছেন। ওঁদের অভিযোগের কোনও সারবত্তা নেই। মানুষ বাম ও কংগ্রেসের কথা বিশ্বাস করে না । আন্দোলন করতে হয় বলে করা। এছাড়া এর পিছনে কোনও কারণ নেই। পৌরসভায় পদ্ধতি মেনেই সমস্ত কর্মী নিয়োগ হয়। সেখানে আমরা ওরা দেখার কোনও প্রশ্নই ওঠে না । তা ছাড়া প্রতিবছর পৌরসভার অডিট হয় । তা জেনেও এমন অভিযোগ করছে বাম ও কংগ্রেস নেতৃত্ব"।

বারাসত, 13 অক্টোবর : দুর্নীতি, স্বজনপোষণ, কর্মী নিয়োগে বেনিয়ম সহ একাধিক অভিযোগে বারাসত পৌরসভায় বিক্ষোভ দেখালেন বাম ও কংগ্রেস কর্মীরা । বিক্ষোভ সামাল দিতে পৌরসভার সামনে আগেই পুলিশ মোতায়েন করা হয়েছিল । খোদ বারাসত থানার IC দীপংকর ভট্টাচার্য হাজির ছিলেন সেখানে । বেশ কিছুক্ষণ ধরে চলে সেই বিক্ষোভ ।

বারাসত পৌরসভায় বিগত দশ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে শাসকদল । পৌরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও বর্তমানে প্রশাসক বোর্ড পৌরসভা চালাচ্ছে । যাঁর মাথায় রয়েছেন প্রাক্তন পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায়। এই দশ বছরে ক্ষমতায় থাকার সুবাদে পৌরসভার বিভিন্ন স্তরে দুর্নীতিতে ভরে গেছে বলে অভিযোগ । মিড-ডে মিলের টাকা সঠিকভাবে খরচ হচ্ছে না। কর্মী নিয়োগেও চলছে স্বজনপোষণ । পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী । এই অভিযোগ তুলে আজ দুপুরে বারাসত স্টেশন চত্বর থেকে মিছিল করে পৌরসভার সামনে জড়ো হন বাম ও কংগ্রেস নেতা-কর্মীরা। এরপর সেখানে বিক্ষোভ দেকানো হয় । তবে বিক্ষোভকারীরা যাতে পৌরসভার ভিতর প্রবেশ করতে না পারে তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল । তবে শান্তিপূর্ণভাবেই বাম ও কংগ্রেসের এক প্রতিনিধি দল 28 দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয় পৌরসভার প্রশাসকের কাছে।

বারাসত পৌরসভায় বিক্ষোভ বাম ও কংগ্রেসের
এই বিষয়ে জেলা বামফ্রন্টের নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, "বারাসত পৌরসভায় বাম ও কংগ্রেসও একসময় ক্ষমতায় ছিল । কিন্তু তৃণমূলের আমলে এমন পৌরসভা আগে কখনও দেখা যায়নি। পৌরসভার সমস্ত স্তরে দুর্নীতিতে ভরে গেছে । চলছে কর্মী নিয়োগের স্বজনপোষণ। পৌরসভায় দুর্নীতি ও স্বজনপোষণ রুখতেই বাধ্য হয়ে পথে নামতে হয়েছে আমাদের" । পৌরসভার সামনে পুলিশ মোতায়েন নিয়ে তিনি বলেন,"কামদুনিতে 19 বছরের যুবতিকে যখন ধর্ষণ করে খুন করা হয় তখন এই পুলিশের দেখা মেলে না । অথচ আমরা শান্তিপূর্ণভাবে যখন আন্দোলন করছি তখন পুলিশে ছয়লাপ করে দেওয়া হয়েছে পৌরসভার সামনে । মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যোগী আদিত্যনাথের মতোই আচরণ করছে। সরকারের মাথায় যদি পচন ধরে যায় তাঁর হাত-পাগুলো তো একরকম হবেই"। একই সুর শোনা গিয়েছে জেলা কংগ্রেস নেতা স্বপন বোসের গলাতেও। তিনি বলেন,"বাম ও কংগ্রেসের পাশাপাশি সাধারণ মানুষকেও বলব দুর্নীতিগ্রস্ত বারাসত পৌরসভার বিরুদ্ধে পথে নামতে । জনজাগরণ তৈরি করতে হবে তৃণমূলের এই পৌরসভার বিরুদ্ধে"।এদিকে বাম ও কংগ্রেসের এই আন্দোলনকে কটাক্ষ করে বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন,"নিজেদের অস্তিত্ব বাঁচাতেই তাঁরা পথে নেমেছেন। ওঁদের অভিযোগের কোনও সারবত্তা নেই। মানুষ বাম ও কংগ্রেসের কথা বিশ্বাস করে না । আন্দোলন করতে হয় বলে করা। এছাড়া এর পিছনে কোনও কারণ নেই। পৌরসভায় পদ্ধতি মেনেই সমস্ত কর্মী নিয়োগ হয়। সেখানে আমরা ওরা দেখার কোনও প্রশ্নই ওঠে না । তা ছাড়া প্রতিবছর পৌরসভার অডিট হয় । তা জেনেও এমন অভিযোগ করছে বাম ও কংগ্রেস নেতৃত্ব"।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.