বারাসত, 13 অক্টোবর : দুর্নীতি, স্বজনপোষণ, কর্মী নিয়োগে বেনিয়ম সহ একাধিক অভিযোগে বারাসত পৌরসভায় বিক্ষোভ দেখালেন বাম ও কংগ্রেস কর্মীরা । বিক্ষোভ সামাল দিতে পৌরসভার সামনে আগেই পুলিশ মোতায়েন করা হয়েছিল । খোদ বারাসত থানার IC দীপংকর ভট্টাচার্য হাজির ছিলেন সেখানে । বেশ কিছুক্ষণ ধরে চলে সেই বিক্ষোভ ।
বারাসত পৌরসভায় বিগত দশ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে শাসকদল । পৌরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও বর্তমানে প্রশাসক বোর্ড পৌরসভা চালাচ্ছে । যাঁর মাথায় রয়েছেন প্রাক্তন পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায়। এই দশ বছরে ক্ষমতায় থাকার সুবাদে পৌরসভার বিভিন্ন স্তরে দুর্নীতিতে ভরে গেছে বলে অভিযোগ । মিড-ডে মিলের টাকা সঠিকভাবে খরচ হচ্ছে না। কর্মী নিয়োগেও চলছে স্বজনপোষণ । পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী । এই অভিযোগ তুলে আজ দুপুরে বারাসত স্টেশন চত্বর থেকে মিছিল করে পৌরসভার সামনে জড়ো হন বাম ও কংগ্রেস নেতা-কর্মীরা। এরপর সেখানে বিক্ষোভ দেকানো হয় । তবে বিক্ষোভকারীরা যাতে পৌরসভার ভিতর প্রবেশ করতে না পারে তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল । তবে শান্তিপূর্ণভাবেই বাম ও কংগ্রেসের এক প্রতিনিধি দল 28 দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয় পৌরসভার প্রশাসকের কাছে।
একাধিক অভিযোগে বারাসত পৌরসভায় বিক্ষোভ বাম ও কংগ্রেসের - বারাসত পৌরসভায় বিক্ষোভ বাম ও কংগ্রেসের
বারাসত পৌরসভায় বিক্ষোভ দেখালেন বাম ও কংগ্রেস কর্মীরা। বিক্ষোভের পর বাম ও কংগ্রেসের এক প্রতিনিধি দল 28 দফা দাবিতে স্মারকলিপি জমা দেয় পৌরসভার প্রশাসকের কাছে।
বারাসত, 13 অক্টোবর : দুর্নীতি, স্বজনপোষণ, কর্মী নিয়োগে বেনিয়ম সহ একাধিক অভিযোগে বারাসত পৌরসভায় বিক্ষোভ দেখালেন বাম ও কংগ্রেস কর্মীরা । বিক্ষোভ সামাল দিতে পৌরসভার সামনে আগেই পুলিশ মোতায়েন করা হয়েছিল । খোদ বারাসত থানার IC দীপংকর ভট্টাচার্য হাজির ছিলেন সেখানে । বেশ কিছুক্ষণ ধরে চলে সেই বিক্ষোভ ।
বারাসত পৌরসভায় বিগত দশ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে শাসকদল । পৌরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও বর্তমানে প্রশাসক বোর্ড পৌরসভা চালাচ্ছে । যাঁর মাথায় রয়েছেন প্রাক্তন পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায়। এই দশ বছরে ক্ষমতায় থাকার সুবাদে পৌরসভার বিভিন্ন স্তরে দুর্নীতিতে ভরে গেছে বলে অভিযোগ । মিড-ডে মিলের টাকা সঠিকভাবে খরচ হচ্ছে না। কর্মী নিয়োগেও চলছে স্বজনপোষণ । পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী । এই অভিযোগ তুলে আজ দুপুরে বারাসত স্টেশন চত্বর থেকে মিছিল করে পৌরসভার সামনে জড়ো হন বাম ও কংগ্রেস নেতা-কর্মীরা। এরপর সেখানে বিক্ষোভ দেকানো হয় । তবে বিক্ষোভকারীরা যাতে পৌরসভার ভিতর প্রবেশ করতে না পারে তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল । তবে শান্তিপূর্ণভাবেই বাম ও কংগ্রেসের এক প্রতিনিধি দল 28 দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয় পৌরসভার প্রশাসকের কাছে।