অশোকনগর, 29 এপ্রিল : কোরোনা সংক্রমণের আতঙ্ক ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়ে রয়েছে । এরই মধ্যে রহস্যজনকভাবে উত্তর 24 পরগনার অশোকনগরে একটি এলাকায় 30টি নিমগাছের পাতা শুকিয়ে যায় । তাতে নতুন করে আতঙ্ক ছড়ায় এলাকায় ।
জানা গিয়েছে, অশোকনগর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের PL ক্যাম্প এলাকার গোটা তিরিশেক নিম গাছের পাতা এক সপ্তাহের মধ্যে শুকিয়ে যায় । স্থানীয় সূত্রে খবর, সপ্তাহ দুয়েক আগে এলাকার লোকজন লক্ষ্য করে, নিমগাছের পাতা হলদে হয়ে যাচ্ছে । প্রথম অবস্থায় তারা তেমন গুরুত্ব দেয়নি । তবে, ওই এলাকার প্রায় 30টি গাছের একই রকম অবস্থা । এরপরই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে । তবে, এলাকার অন্য গাছ সব ঠিক রয়েছে । শুধু নিমগাছের ক্ষেত্রেই এমন ঘটনা চোখে পড়েছে । স্থানীয়রা জানায়, কী কারণে এমন ঘটল, তা উদ্ভিদ বিশেষজ্ঞরা বা পৌরসভার তরফে দেখা হোক ।
স্থানীয় কাউন্সিলর চিরঞ্জীব সরকার বলেন, "পৌরসভাকে ঘটনাটি জানানো হয়েছে । উদ্ভিদ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হবে ।" অশোকনগরের পৌরপ্রধান প্রবোধ সরকার বলেন, "আমি শুনেছি PL ক্যাম্প এলাকার কয়েকটি নিমগাছের পাতা শুকিয়ে গিয়েছে । আমি ওই এলাকায় যাব । তারপর বিভাগীয় বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলব ।" উত্তর 24 পরগনার উদ্যানপালন বিভাগের উপ-অধিকর্তা ঋষিকেশ খাড়া বলেন, "একসঙ্গে এতগুলো নিমগাছের পাতা শুকিয়ে যাওয়ার পিছনে নিশ্চয়ই কোনও কারণ থাকবে । পরীক্ষা না করে তা বলা সম্ভব নয় । তবে অলৌকিক কিছু নেই ।"