ETV Bharat / state

ব্যারাকপুরে উদ্ধার বিপুল সংখ্যক কচ্ছপ - ব্যারাকপুরে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

ব্যারাকপুর এলাকায় নাকা চেকিংয়ের সময় সন্দেহভাজন একটি গাড়িকে তল্লাশি করে উদ্ধার বিপুল সংখ্যক কচ্ছপ । পাকড়াও গাড়ির চালক ও খালাশি । তদন্তে পুলিশ ।

কচ্ছপ
কচ্ছপ
author img

By

Published : Jan 6, 2021, 10:15 PM IST

ব্যারাকপুর, 6 ডিসেম্বর : ট্রাফিক পুলিশের তৎপরতায় উদ্ধার হল বিপুল সংখ্যক বিরল প্রজাতির কচ্ছপ । আজ ব্যারাকপুর চিড়িয়ামোড় সংলগ্ন এলাকা থেকে ওই কচ্ছপগুলি উদ্ধার হয় । উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে ।

আজ সকালে চিড়িয়ামোড়ে ট্রাফিক পুলিশকর্মীরা প্রতিদিনের মতো নাকা চেকিং করছিলেন । সেই সময় একটি গাড়ি জিটি রোড ধরে যাচ্ছিল । গাড়িতে নম্বর ছিল উত্তর প্রদেশের মোটর ভেহিকালের । সন্দেহ হতেই পুলিশ গাড়িটি দাঁড় করায় । সেই সময় চালক ও খালাসি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ বেড়ে যায় । পুলিশ, চালক ও খালাসি দুজনকেই পাকড়াও করে । গাড়ি তল্লাশি শুরু হয় । গাড়ির সামনের দিকে আলুর বস্তা থাকলেও ভিতরের মুখবন্ধ বস্তার ভিতরে কিছু নড়ছিল । ওই বস্তাগুলির মুখ খুলতেই ভিতরে দেখা যায় কচ্ছপ । সঙ্গে সঙ্গে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মীরা গাড়িটিকে আটক করেন ।

আরও পড়ুন : ধানখেত থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ

গাড়িটি টিটাগড় থানার হেপাজতে তুলে দেওয়া হয় । পাকড়াও করা হয় গাড়ির চালক ও খালাশিকে । এই বিপুল সংখ্যক কচ্ছপ কোথা থেকে আনা হয়েছিল বা কোথায় পাঠানো হচ্ছিল, পুলিশ সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে ।

ব্যারাকপুর, 6 ডিসেম্বর : ট্রাফিক পুলিশের তৎপরতায় উদ্ধার হল বিপুল সংখ্যক বিরল প্রজাতির কচ্ছপ । আজ ব্যারাকপুর চিড়িয়ামোড় সংলগ্ন এলাকা থেকে ওই কচ্ছপগুলি উদ্ধার হয় । উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে ।

আজ সকালে চিড়িয়ামোড়ে ট্রাফিক পুলিশকর্মীরা প্রতিদিনের মতো নাকা চেকিং করছিলেন । সেই সময় একটি গাড়ি জিটি রোড ধরে যাচ্ছিল । গাড়িতে নম্বর ছিল উত্তর প্রদেশের মোটর ভেহিকালের । সন্দেহ হতেই পুলিশ গাড়িটি দাঁড় করায় । সেই সময় চালক ও খালাসি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ বেড়ে যায় । পুলিশ, চালক ও খালাসি দুজনকেই পাকড়াও করে । গাড়ি তল্লাশি শুরু হয় । গাড়ির সামনের দিকে আলুর বস্তা থাকলেও ভিতরের মুখবন্ধ বস্তার ভিতরে কিছু নড়ছিল । ওই বস্তাগুলির মুখ খুলতেই ভিতরে দেখা যায় কচ্ছপ । সঙ্গে সঙ্গে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মীরা গাড়িটিকে আটক করেন ।

আরও পড়ুন : ধানখেত থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ

গাড়িটি টিটাগড় থানার হেপাজতে তুলে দেওয়া হয় । পাকড়াও করা হয় গাড়ির চালক ও খালাশিকে । এই বিপুল সংখ্যক কচ্ছপ কোথা থেকে আনা হয়েছিল বা কোথায় পাঠানো হচ্ছিল, পুলিশ সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.