ETV Bharat / state

রাজীব কুমারকে সারদার মূল মামলার আওতায় আনতে আবেদন কুণালের - calcutta highcourt

সারদা সংক্রান্ত মূল মামলার বিচারের আওতায় নিয়ে আসা হোক কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে। এই আবেদন জানিয়ে গতকাল বারাসতের বিশেষ আদালতে মামলা করলেন সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ।

কুণাল ঘোষ
author img

By

Published : Mar 27, 2019, 6:03 AM IST

বারাসত, ২৭ মার্চ : সারদা সংক্রান্ত মূল মামলার বিচারের আওতায় নিয়ে আসা হোক কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে। এই আবেদন জানিয়ে গতকাল বারাসতের বিশেষ আদালতে মামলা করলেন সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ। তাঁর আইনজীবী রজনীশ মৌলিক মারফত এই আবেদন করেন তিনি। সাংবাদিকদের কুণাল জানান, তাঁর আবেদন মঞ্জুর করেছেন বিচারক।

শুনুন কুণাল ঘোষের বক্তব্য

কুণাল ঘোষ বলেন, "CBI সুপ্রিকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল সারদা সংক্রান্ত মামলায় রাজীব কুমার নেতিবাচক ভূমিকা নিয়েছেন। সেই হলফনামার প্রতিলিপি সহ বিশেষ আদালতে আমার করা পিটিশনটি মূল মামলায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছি। রাজীব কুমারকে সারদা সংক্রান্ত মূল মামলার বিচারের আওতায় আনার জন্য আমার এই আবেদন"

১১ ফেব্রুয়ারি শিলংয়ে সারদা মামলায় রাজীব কুমার ও কুণাল ঘোষেকে মুখোমুখি বসিয়ে জেরা করে CBI। তারপরই রাজীব কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন কুণাল। তাঁর অভিযোগ, CBI-এর জেরায় যে পুলিশ অফিসারদের নাম উঠে এসেছে, তাদের কারও কারও সঙ্গে যোগাযোগ করেছেন রাজীব কুমার। যদিও রাজীব কুমার সেই অভিযোগ অস্বীকার করেন।

কুণালের আইনজীবী রজনীশ মৌলিক গতকাল বলেন, "সারদা মামলায় CBI রাজীবের বিরুদ্ধে যে হলফনামা জমা দিয়েছে, তার কপি আজ আমরা আদালতে জমা দিয়েছি। এতদিন সারদার মূল মামলায় রাজীব কুমারের নাম নথিভুক্ত ছিল না। বারাসতের বিশেষ আদালতে আজ রাজীব কুমারকে এই মামলায় বিচারের আওতায় আনতে আমরা আবেদন করলাম। বিচারক আমাদের সেই আবেদন মঞ্জুর করেছেন। এরপর শুনানির দিনক্ষণ স্থির হবে। CBI-কে জানানো হবে বিষয়টি। মামলার পরবর্তী শুনানি ২৯ এপ্রিল।"

বারাসত, ২৭ মার্চ : সারদা সংক্রান্ত মূল মামলার বিচারের আওতায় নিয়ে আসা হোক কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে। এই আবেদন জানিয়ে গতকাল বারাসতের বিশেষ আদালতে মামলা করলেন সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ। তাঁর আইনজীবী রজনীশ মৌলিক মারফত এই আবেদন করেন তিনি। সাংবাদিকদের কুণাল জানান, তাঁর আবেদন মঞ্জুর করেছেন বিচারক।

শুনুন কুণাল ঘোষের বক্তব্য

কুণাল ঘোষ বলেন, "CBI সুপ্রিকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল সারদা সংক্রান্ত মামলায় রাজীব কুমার নেতিবাচক ভূমিকা নিয়েছেন। সেই হলফনামার প্রতিলিপি সহ বিশেষ আদালতে আমার করা পিটিশনটি মূল মামলায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছি। রাজীব কুমারকে সারদা সংক্রান্ত মূল মামলার বিচারের আওতায় আনার জন্য আমার এই আবেদন"

১১ ফেব্রুয়ারি শিলংয়ে সারদা মামলায় রাজীব কুমার ও কুণাল ঘোষেকে মুখোমুখি বসিয়ে জেরা করে CBI। তারপরই রাজীব কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন কুণাল। তাঁর অভিযোগ, CBI-এর জেরায় যে পুলিশ অফিসারদের নাম উঠে এসেছে, তাদের কারও কারও সঙ্গে যোগাযোগ করেছেন রাজীব কুমার। যদিও রাজীব কুমার সেই অভিযোগ অস্বীকার করেন।

কুণালের আইনজীবী রজনীশ মৌলিক গতকাল বলেন, "সারদা মামলায় CBI রাজীবের বিরুদ্ধে যে হলফনামা জমা দিয়েছে, তার কপি আজ আমরা আদালতে জমা দিয়েছি। এতদিন সারদার মূল মামলায় রাজীব কুমারের নাম নথিভুক্ত ছিল না। বারাসতের বিশেষ আদালতে আজ রাজীব কুমারকে এই মামলায় বিচারের আওতায় আনতে আমরা আবেদন করলাম। বিচারক আমাদের সেই আবেদন মঞ্জুর করেছেন। এরপর শুনানির দিনক্ষণ স্থির হবে। CBI-কে জানানো হবে বিষয়টি। মামলার পরবর্তী শুনানি ২৯ এপ্রিল।"

Raju biswas,barasat.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.