ETV Bharat / state

Israel-Hamas Conflict: '7 অক্টোবরের দিনটা ভয়ানক ছিল,' যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে ফিরে বললেন দিব্য

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 7:39 PM IST

যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে বাড়ি ফিরলেন খড়দার বাসিন্দা দিব্য মুখ্যোপাধ্যায় ৷ তার আগে কলকাতা বিমানমন্দরে দাঁড়িয়ে শোনালেন সেখানকার অভিজ্ঞতার কথা ৷

Israel Hamas Conflict
দিব্য মুখ্যোপাধ্যায়
যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে বাড়ি ফিরলেন দিব্য মুখ্যোপাধ্যায়

দমদম, 14 অক্টোবর: ছেলে আটকে যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলে ৷ চিন্তার ভাঁজ পড়েছিল পরিবারের কপালে ৷ অবশেষে দুঃস্বপ্নের দিন শেষ ৷ শনিবার বাড়ি ফিরলেন উত্তর 24 পরগনার খড়দার বাসিন্দা দিব্য মুখোপাধ্যায় । এ দিন ইজরায়েল থেকে প্রথমে দিল্লি ৷ তারপর সেখান থেকে কলকাতায় ফিরলেন তিনি ৷ বিমানবন্দরে দাঁড়িয়ে যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলে থাকাকালীন নিজের অভিজ্ঞতার কথা শোনালেন দিব্য । কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দিব্য বলেন, "7 অক্টোবরের দিনটা ভয়ানক ছিল ৷ কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছিল ৷ তবে একের পর এক হামলার পর ভারত সরকার ঠিক করল আমাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে ৷ তখন আমি বিন্দুমাত্র দেরি না করে ঠিক করলাম ভারতে ফিরে আসব ৷"

তাঁর কথায়, তিনি সেন্ট্রাল ইজরায়েলে থাকেন ৷ ভোর সাড়ে 6টা নাগাদ সাইরেন আওয়াজ শুনে দিব্যর ঘুম ভাঙে ৷ ইজরায়েলে সাইরেন বাজা মানে আপনি যেখানেই থাকুন দেড় মিনিটের মধ্যে কাছের কোনও সেল্টার সেন্টারে পৌঁছে যেতে হবে ৷ সাড়ে 6 টা থেকে 9টা 40 পর্যন্ত সাইরেন বাজে ৷ তারপরেই একের পর এক মৃত্যুর খবর আস্তে শুরু করে ৷ তিনি বলেন, "যে কয়েকদিন আমরা ইজরায়েলে ছিলাম কোনওভাবে ইন্টারনেট, জল বা খাবার নিয়ে কোন সমস্যা হয়নি আমাদের ।"

খড়দার বাসিন্দা দিব্য মুখোপাধ্যায় 2022 সালের ফেব্রুয়ারি মাসে পোস্ট ডক্টরেট রিসার্চ করতে ইজরায়েলে যান । 2023 -এর জানুয়ারি মাসে শেষবার কলকাতায় আসেন দিব্য । সে সময় বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন তিনি । বিয়ে করে আবার ইজরায়েল ফিরে যান । এবার মহালয়ার দিন দুপুরে ইজরাইল থেকে দিল্লি হয়ে কলকাতায় ফিরলেন দিব্য মুখোপাধ্যায় ।

আরও পড়ুন: ইজরায়লের এয়ার স্ট্রাইকে খতম হামাসের বায়ুসেনা প্রধান মুরাদ আবু মুরাদ

কলকাতা বিমানবন্দরে তাঁকে নিতে এসেছিলেন তাঁর বাবা, মা, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা । তাঁর বাবা ও স্ত্রী জানান, দিব্য ফিরে আসায় তারা যথেষ্টই খুশি । তবে চাকরির প্রয়োজনে তাঁকে আবারও ইসরাইলে যেতে দিতে কোন আপত্তি নেই তাঁদের । নিজের আতঙ্কের কথা শোনালেও কাজের জন্য আবার ইজরায়েলে যেতে আপত্তি নেই দিব্যরও ।

যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে বাড়ি ফিরলেন দিব্য মুখ্যোপাধ্যায়

দমদম, 14 অক্টোবর: ছেলে আটকে যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলে ৷ চিন্তার ভাঁজ পড়েছিল পরিবারের কপালে ৷ অবশেষে দুঃস্বপ্নের দিন শেষ ৷ শনিবার বাড়ি ফিরলেন উত্তর 24 পরগনার খড়দার বাসিন্দা দিব্য মুখোপাধ্যায় । এ দিন ইজরায়েল থেকে প্রথমে দিল্লি ৷ তারপর সেখান থেকে কলকাতায় ফিরলেন তিনি ৷ বিমানবন্দরে দাঁড়িয়ে যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলে থাকাকালীন নিজের অভিজ্ঞতার কথা শোনালেন দিব্য । কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দিব্য বলেন, "7 অক্টোবরের দিনটা ভয়ানক ছিল ৷ কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছিল ৷ তবে একের পর এক হামলার পর ভারত সরকার ঠিক করল আমাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে ৷ তখন আমি বিন্দুমাত্র দেরি না করে ঠিক করলাম ভারতে ফিরে আসব ৷"

তাঁর কথায়, তিনি সেন্ট্রাল ইজরায়েলে থাকেন ৷ ভোর সাড়ে 6টা নাগাদ সাইরেন আওয়াজ শুনে দিব্যর ঘুম ভাঙে ৷ ইজরায়েলে সাইরেন বাজা মানে আপনি যেখানেই থাকুন দেড় মিনিটের মধ্যে কাছের কোনও সেল্টার সেন্টারে পৌঁছে যেতে হবে ৷ সাড়ে 6 টা থেকে 9টা 40 পর্যন্ত সাইরেন বাজে ৷ তারপরেই একের পর এক মৃত্যুর খবর আস্তে শুরু করে ৷ তিনি বলেন, "যে কয়েকদিন আমরা ইজরায়েলে ছিলাম কোনওভাবে ইন্টারনেট, জল বা খাবার নিয়ে কোন সমস্যা হয়নি আমাদের ।"

খড়দার বাসিন্দা দিব্য মুখোপাধ্যায় 2022 সালের ফেব্রুয়ারি মাসে পোস্ট ডক্টরেট রিসার্চ করতে ইজরায়েলে যান । 2023 -এর জানুয়ারি মাসে শেষবার কলকাতায় আসেন দিব্য । সে সময় বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন তিনি । বিয়ে করে আবার ইজরায়েল ফিরে যান । এবার মহালয়ার দিন দুপুরে ইজরাইল থেকে দিল্লি হয়ে কলকাতায় ফিরলেন দিব্য মুখোপাধ্যায় ।

আরও পড়ুন: ইজরায়লের এয়ার স্ট্রাইকে খতম হামাসের বায়ুসেনা প্রধান মুরাদ আবু মুরাদ

কলকাতা বিমানবন্দরে তাঁকে নিতে এসেছিলেন তাঁর বাবা, মা, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা । তাঁর বাবা ও স্ত্রী জানান, দিব্য ফিরে আসায় তারা যথেষ্টই খুশি । তবে চাকরির প্রয়োজনে তাঁকে আবারও ইসরাইলে যেতে দিতে কোন আপত্তি নেই তাঁদের । নিজের আতঙ্কের কথা শোনালেও কাজের জন্য আবার ইজরায়েলে যেতে আপত্তি নেই দিব্যরও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.