ETV Bharat / state

Nimta Mandir Theft : নিমতায় মন্দিরের তালা ভেঙে চুরি

কালীমন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য় ৷ সোনার গয়নার পাশাপাশি চুরি গিয়েছে রুপোর বাসনপত্র ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার নিমতার একটি কালীমন্দিরে (Nimta Kali Temple Theft)।

Uttar 24 Parganas Crime News
নিমতায় মন্দিরের তালা ভেঙে চুরি, ঘটনাস্থলে পুলিশ
author img

By

Published : May 26, 2022, 12:14 PM IST

Updated : May 26, 2022, 12:26 PM IST

নিমতা, 26 মে : সিসিটিভি-র সংযোগ বিচ্ছিন্ন করে মন্দিরের তালা ভেঙে ঠাকুরের যাবতীয় সোনার গয়না চুরি করে পালাল চোরেরা (Nimta Kali Temple Theft)। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার নিমতার একটি কালীমন্দিরে । বুধবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । মন্দির কর্তৃপক্ষের দাবি, সোনার গয়নার পাশাপাশি চোরেরা মন্দির থেকে রুপোর বাসনপত্রও নিয়ে পালিয়েছে । কোনও জিনিস অবশিষ্ট রাখেনি সেখানে ।

আরও পড়ুন : villagers block road after theft in temple : মন্দিরে চুরি, ক্ষোভে পথ অবরোধ

জানা গিয়েছে, মন্দিরের পাঁচটি তালার সবক'টিই এদিন ছিল ভাঙা অবস্থায় । গ্যাস কাটার এবং শাবলও পড়েছিল মন্দির চত্বরে । তা দেখে এলাকার বাসিন্দাদের ধারণা, পড়ে থাকা যন্ত্র দিয়েই চোরেরা তালা ভেঙে প্রবেশ করে মন্দিরের ভিতরে ।

নিমতায় মন্দিরের তালা ভেঙে চুরি, ঘটনাস্থলে পুলিশ

খবর পেয়ে নিমতা থানার পুলিশ ঘটনাস্থলে এসে চুরির বিষয়টি খতিয়ে দেখেন । কথা বলেন বাসিন্দাদের সঙ্গেও । পরে চোরেদের ফেলে যাওয়া কাটার ও শাবল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । মন্দির সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরেদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে হচ্ছে পুলিশের তরফ থেকে । সব মিলিয়ে নিমতার ওই মন্দির থেকে লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়েছে বলে জানা গিয়েছে ।

নিমতা, 26 মে : সিসিটিভি-র সংযোগ বিচ্ছিন্ন করে মন্দিরের তালা ভেঙে ঠাকুরের যাবতীয় সোনার গয়না চুরি করে পালাল চোরেরা (Nimta Kali Temple Theft)। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার নিমতার একটি কালীমন্দিরে । বুধবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । মন্দির কর্তৃপক্ষের দাবি, সোনার গয়নার পাশাপাশি চোরেরা মন্দির থেকে রুপোর বাসনপত্রও নিয়ে পালিয়েছে । কোনও জিনিস অবশিষ্ট রাখেনি সেখানে ।

আরও পড়ুন : villagers block road after theft in temple : মন্দিরে চুরি, ক্ষোভে পথ অবরোধ

জানা গিয়েছে, মন্দিরের পাঁচটি তালার সবক'টিই এদিন ছিল ভাঙা অবস্থায় । গ্যাস কাটার এবং শাবলও পড়েছিল মন্দির চত্বরে । তা দেখে এলাকার বাসিন্দাদের ধারণা, পড়ে থাকা যন্ত্র দিয়েই চোরেরা তালা ভেঙে প্রবেশ করে মন্দিরের ভিতরে ।

নিমতায় মন্দিরের তালা ভেঙে চুরি, ঘটনাস্থলে পুলিশ

খবর পেয়ে নিমতা থানার পুলিশ ঘটনাস্থলে এসে চুরির বিষয়টি খতিয়ে দেখেন । কথা বলেন বাসিন্দাদের সঙ্গেও । পরে চোরেদের ফেলে যাওয়া কাটার ও শাবল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । মন্দির সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরেদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে হচ্ছে পুলিশের তরফ থেকে । সব মিলিয়ে নিমতার ওই মন্দির থেকে লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়েছে বলে জানা গিয়েছে ।

Last Updated : May 26, 2022, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.