ETV Bharat / state

Kali Puja 2021 : গাড়ির টায়ার দিয়ে তৈরি হচ্ছে বাগদার হেলেঞ্চা সবুজ সংঘের কালীপুজো মণ্ডপ - কালীপুজো

শান্তিপুরের 15 জন শিল্পী রাত-দিন এক করে এই মণ্ডপ তৈরির কাজ করেছেন।

Kali Puja 2021
গাড়ির টায়ার দিয়ে তৈরি হচ্ছে বাগদার হেলেঞ্চা সবুজ সংঘের কালীপুজো মণ্ডপ
author img

By

Published : Oct 31, 2021, 10:10 PM IST

বাগদা, 31 অক্টোবর : দুর্গাপুজো শেষ৷ সামনেই কালীপুজো ৷ তাই সর্বত্র জোর কদমে চলছে কালীপুজোর মণ্ডপ তৈরির কাজ। উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা সবুজ সংঘের পুজো এবছর 33 তম বর্ষে পড়ছে ৷ এবার এই পুজোর ভাবনা,"দস্যু রাজার দেশে, মা এসেছে হেসে।"

গাড়ির টায়ার, মশারি, শোলার ফুল-প্রজাপতি দিয়ে তৈরি হচ্ছে এই পুজোর মণ্ডপ ৷ তৈরি হচ্ছে নানা পশু,পাখির মডেল৷ মণ্ডপকে আকর্ষণীয় করতে মণ্ডপের ভিতরে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন রঙের এলইডি আলো। করোনা পরিস্থিতিতে মায়ের মূর্তির মাধ্যমে সচেতনতা বার্তা দেওয়ার চেষ্টা করছেন পুজো উদ্যোক্তারা। শান্তিপুরের 15 জন শিল্পী রাত-দিন এক করে এই মণ্ডপ তৈরির কাজ করেছেন। প্রায় কুড়ি দিন ধরে চলছে এই মণ্ডপ তৈরি কাজ। মণ্ডপ শিল্পী মন্টু রায় বলেন, "হাতে মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে। ফলে এখন রাতদিন কাজ চলছে। আশা করি আর 4-5 দিনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করা যাবে।

গাড়ির টায়ার দিয়ে তৈরি হচ্ছে বাগদার হেলেঞ্চা সবুজ সংঘের কালীপুজো মণ্ডপ

আরও পড়ুন : Kali Puja 2021: কালীপুজোয় লাগে না কোনও পুরোহিত, হয় পাঁঠাবলি

পুজো উদ্যোক্তারা বিশ্বাস করেন, সবার আগে জীবন, তারপরে আনন্দ উৎসব। তাই সমস্ত রকম সরকারি নির্দেশ মেনে পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। ক্লাব সম্পাদক প্রবীর কীর্তনীয়া বলেন, "হাইকোর্টে এবং রাজ্য সরকারের যে সমস্ত নির্দেশ রয়েছে, সমস্ত নির্দেশিকা মেনে পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। মণ্ডপের উপরের দিক এবং দু'দিক খোলা রাখা হয়েছে ৷ মণ্ডপের ভিতরে যথেষ্ট খোলা জায়গা রাখা হচ্ছে , যাতে দর্শনার্থীরা সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিমা দর্শন করতে পারেন।"

বাগদা, 31 অক্টোবর : দুর্গাপুজো শেষ৷ সামনেই কালীপুজো ৷ তাই সর্বত্র জোর কদমে চলছে কালীপুজোর মণ্ডপ তৈরির কাজ। উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা সবুজ সংঘের পুজো এবছর 33 তম বর্ষে পড়ছে ৷ এবার এই পুজোর ভাবনা,"দস্যু রাজার দেশে, মা এসেছে হেসে।"

গাড়ির টায়ার, মশারি, শোলার ফুল-প্রজাপতি দিয়ে তৈরি হচ্ছে এই পুজোর মণ্ডপ ৷ তৈরি হচ্ছে নানা পশু,পাখির মডেল৷ মণ্ডপকে আকর্ষণীয় করতে মণ্ডপের ভিতরে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন রঙের এলইডি আলো। করোনা পরিস্থিতিতে মায়ের মূর্তির মাধ্যমে সচেতনতা বার্তা দেওয়ার চেষ্টা করছেন পুজো উদ্যোক্তারা। শান্তিপুরের 15 জন শিল্পী রাত-দিন এক করে এই মণ্ডপ তৈরির কাজ করেছেন। প্রায় কুড়ি দিন ধরে চলছে এই মণ্ডপ তৈরি কাজ। মণ্ডপ শিল্পী মন্টু রায় বলেন, "হাতে মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে। ফলে এখন রাতদিন কাজ চলছে। আশা করি আর 4-5 দিনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করা যাবে।

গাড়ির টায়ার দিয়ে তৈরি হচ্ছে বাগদার হেলেঞ্চা সবুজ সংঘের কালীপুজো মণ্ডপ

আরও পড়ুন : Kali Puja 2021: কালীপুজোয় লাগে না কোনও পুরোহিত, হয় পাঁঠাবলি

পুজো উদ্যোক্তারা বিশ্বাস করেন, সবার আগে জীবন, তারপরে আনন্দ উৎসব। তাই সমস্ত রকম সরকারি নির্দেশ মেনে পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। ক্লাব সম্পাদক প্রবীর কীর্তনীয়া বলেন, "হাইকোর্টে এবং রাজ্য সরকারের যে সমস্ত নির্দেশ রয়েছে, সমস্ত নির্দেশিকা মেনে পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। মণ্ডপের উপরের দিক এবং দু'দিক খোলা রাখা হয়েছে ৷ মণ্ডপের ভিতরে যথেষ্ট খোলা জায়গা রাখা হচ্ছে , যাতে দর্শনার্থীরা সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিমা দর্শন করতে পারেন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.