ETV Bharat / state

"মা, তু কিতনি আচ্ছি হ্যায়", বড়মার স্মরণসভায় কৈলাসের গান - binapani devi

আজ বড়মা বীণাপানি দেবীর নিয়মভঙ্গের অনুষ্ঠানে গান গাইলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়।

কৈলাস বিজয়বর্গীয়
author img

By

Published : Mar 17, 2019, 10:35 PM IST

ঠাকুরনগর, ১৭ মার্চ : আজ বড়মা বীণাপানি দেবীর নিয়মভঙ্গের অনুষ্ঠানে গান গাইলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকও।

বড়মার ছবিতে মাল্যদান করে কৈলাস বলেন, "সন্তানের কাছে মা পৃথিবীর অমূল্য সম্পদ। মায়ের মৃত্যু মানুষের জীবনে সবচেয়ে দুঃখদায়ক ঘটনা। ওই দুঃখ সহ্য করা যায় না। মায়ের অভাব দুনিয়ার আর কিছু দিয়ে পূরণ করা যায় না।"

এরপর কৈলাস আবেগপ্রবণ হয়ে বড়মা বীণাপাণিদেবীর স্মৃতিতে গেয়ে ওঠেন "ও মা, তু কিতনি আচ্ছি হ্যায়। তু কিতনি ভোলি হ্যায়। তু কিতনি প্যায়েরি হ্যায়। ও মা...।"

তিনি আরও বলেন, "প্রতিবেশী দেশের হিন্দু, মুসলিম, শিখ, ইহুদি, খ্রিস্টান যে কোনও ধর্মের লোকজন বিতারিত হয়ে আমাদের দেশে এলে তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এজন্য সরকার NRC আনা হয়েছে। গতকালই ৫ হাজার লোককে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে।"

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "কোটি কোটি ভক্তের অন্তরে রয়েছেন মতুয়া মা।" শান্তনু ঠাকুরকে কটাক্ষ করে তিনি বলেন, "কেউ যদি মনে করেন তিনি তাঁর নিজের মর্জিতে মতুয়াদের চালাবেন, তাহলে তিনি তা পারবেন না। ভক্তরা তাঁকে চালাতে দেবে না।"

শান্তনু ঠাকুরের রাজনীতি মুক্ত ঠাকুরবাড়ি গড়ার আহ্বানকে কটাক্ষ করে জ্যোতিপ্রিয় বলেন, "বড়মার স্বামী প্রমথরঞ্জন ঠাকুর মন্ত্রী, বিধায়ক ও সাংসদ ছিলেন। এই বাড়ির বড় বউমা ও বড় ছেলে বিধায়ক হয়েছিলেন। ছোটো ছেলে মন্ত্রী হয়েছিলেন। সেদিন তো ভাবেননি। সেদিন তো তাঁরা বলেননি, আমার মন্ত্রী হওয়া উচিত নয়, আমার রাজনীতি করা উচিত নয়। ওনার (শান্তনু ঠাকুরের) জেঠিমা ভোটে দাঁড়িয়েছেন বলেই যত সমস্যা তৈরি হচ্ছে। আগে তাঁদের নিজের মুখ ভালো করে আয়নায় দেখা উচিত। "

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.