কচুয়া, 26 অগাস্ট : কচুয়া কাণ্ডে মন্দির কমিটির বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ ৷ মন্দির সংস্কারে একগুচ্ছ পরিকল্পনার কথাও জানাল প্রশাসন ৷
বৃহস্পতিবার রাতে বসিরহাট কচুয়া লোকনাথ মন্দিরে ভিড়ের চাপে দর্শনার্থীদের মৃত্যুর পরেই নড়েচড়ে বসে প্রশাসন। জন্মাষ্টমীর উৎসব কাটতেই রবিবার তড়িঘড়ি এ বিষয় নিয়ে মন্দির কমিটির সঙ্গে বৈঠক করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার মন্দির কমিটির সঙ্গে বৈঠকের পর লোকনাথ মন্দিরের উন্নয়ন নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানান তিনি।
আগামী দিনে লোকনাথ মন্দিরের কোনও অনুষ্ঠানে দুর্ঘটনা এড়াতে সংলগ্ন রাস্তা করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী ৷ এছাড়াও মন্ত্রী বলেন, "রাস্তা চওড়া করতে আগামীকালই জেলার আধিকারিক ও জেলার অতিরিক্ত জেলা শাসক আসবেন। রাস্তা চওড়া করতে এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন সরকারি আধিকারিকরা। আগামী এক বছরের মধ্যে এই এলাকার সামগ্রিক চিত্রটাই বদলে যাবে ৷ "
বৈঠক শেষে কথা বলতে গেলে সরকারের উদ্যোগে এলাকার সমস্ত উন্নয়ন করা হবে বলে মন্দির কমিটিকে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান মন্দির কমিটির সম্পাদক। লোকনাথ মন্দির এলাকার উন্নয়নের বার্তা দিলেও আগামীদিনে চাকলার লোকনাথ মন্দির কমিটির সঙ্গে কচুয়ার লোকনাথ মন্দির কমিটির একটা কোটেশন কমিটি তৈরি করেই কাজ হবে বলে জানা মন্ত্রী।
লোকনাথ মন্দিরে দুর্ঘটনায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান জ্যোতিপ্রিয় বাবু ৷ এদিনের বৈঠকে খাদ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সম্পাদক তুষারকান্তি বসাক, হিসাবরক্ষক সুবীর মল্লিক ছাড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ, বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান তুষার সিংহ, বসিরহাট থানার IC প্রেমাশিস চট্টরাজ ৷