ETV Bharat / state

Jyotiraditya Scindia: "পশ্চিমবঙ্গের সরকার দুর্নীতির সরকার" রাজ্য সফরে এসে কড়া আক্রমণ সিন্ধিয়ার - পশ্চিমবঙ্গের সরকারকে দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছে তৃণমূল

রাজ্য সফরে এসে দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে কড়া আক্রমণ করলেন জ্যোতিরাদিত্য মাধব সিন্ধিয়া। পার্থর গ্রেফতারির দিন রাজ্যে এসে তাঁর মন্তব্য,"পশ্চিমবঙ্গের সরকার দুর্নীতির সরকার" (Jyotiraditya Scindia Slams State Govt on SSC Scam) ৷

Jyotiraditya Scindia
রাজ্য সফরে এসে তৃণমূলকে কড়া আক্রমণ করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
author img

By

Published : Jul 23, 2022, 5:20 PM IST

দক্ষিণেশ্বর, 23 জুলাই: রাজ্য সফরে এসে দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দক্ষিণেশ্বর মন্দিরে শনিবার পুজো দিতে আসেন তিনি ৷ পরে সেখান থেকে আলমবাজার এলাকায় শ্যামের মন্দির দর্শন করেন ৷ নবনির্মিত দক্ষিণেশ্বর মেট্রোরেল স্টেশনেও যান। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে ঘটে চলা 'দুর্নীতি' নিয়ে সরব হন (Jyotiraditya Scindia Slams State Govt on SSC Scam) ৷

তিনি বলেন,"পশ্চিমবঙ্গের সরকার দুর্নীতির সরকার। এখান থেকে নানা রকম দুর্নীতির খবর আসতেই থাকে ৷ সাধারণ মানুষের পয়সা নিয়ে যেভাবে শিক্ষা-সহ বিভিন্ন খাতে দুর্নীতির হচ্ছে তা সবাই সবটা জানতে পারছে।' অন্য প্রসঙ্গে তিনি বলেন, "আমার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ায় সৌভাগ্য হল। এখানে শ্যামের মন্দিরও দর্শন করলাম। আজ সারাদিন উন্নয়নের কাজ-কর্ম নিয়ে ব্যস্ত থাকব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব শুধু সারা দেশে নয় গোটা বিশ্বে কীর্তিমান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে 2014 থেকে 2022-এর মধ্যে মেট্রোরেল সম্প্রসারণে রেকর্ড করেছে নরেন্দ্র মোদিজীর সরকারই।"

রাজ্যে ঘটে চলা দুর্নীতি নিয়ে মুখ খোলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

আরও পড়ুন: ‘অন্যের খারাপদিনে মজা দেখব এমন মানুষ আমি নই, আমি শিশির অধিকারী’

উল্লেখ্য, দীর্ঘ প্রায় 27 ঘণ্টা ম্যারাথন জেরার পর এদিন সকালে ইডি আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ ইডি সূত্রে খবর, এসএসসি দুর্নীতিকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী-মডেল অর্পিতাও । তাঁকেও গ্রেফতার করা হয়েছে ৷ দক্ষিণ কলকাতায় তাঁর ডায়মন্ড সিটি সাউথের আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ 21 কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে বিভিন্ন সরকারি কাগজপত্রে সই করানো হয়েছে। কেন তিনি সই করেছেন তা জানতে চাইলে পার্থ দাবি করেন, "তাঁর এখন কিছু মনে নেই ৷" এমনকী অনেক প্রশ্নের উত্তরে অসঙ্গতিও পাওয়া গিয়েছে ৷

দক্ষিণেশ্বর, 23 জুলাই: রাজ্য সফরে এসে দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দক্ষিণেশ্বর মন্দিরে শনিবার পুজো দিতে আসেন তিনি ৷ পরে সেখান থেকে আলমবাজার এলাকায় শ্যামের মন্দির দর্শন করেন ৷ নবনির্মিত দক্ষিণেশ্বর মেট্রোরেল স্টেশনেও যান। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে ঘটে চলা 'দুর্নীতি' নিয়ে সরব হন (Jyotiraditya Scindia Slams State Govt on SSC Scam) ৷

তিনি বলেন,"পশ্চিমবঙ্গের সরকার দুর্নীতির সরকার। এখান থেকে নানা রকম দুর্নীতির খবর আসতেই থাকে ৷ সাধারণ মানুষের পয়সা নিয়ে যেভাবে শিক্ষা-সহ বিভিন্ন খাতে দুর্নীতির হচ্ছে তা সবাই সবটা জানতে পারছে।' অন্য প্রসঙ্গে তিনি বলেন, "আমার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ায় সৌভাগ্য হল। এখানে শ্যামের মন্দিরও দর্শন করলাম। আজ সারাদিন উন্নয়নের কাজ-কর্ম নিয়ে ব্যস্ত থাকব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব শুধু সারা দেশে নয় গোটা বিশ্বে কীর্তিমান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে 2014 থেকে 2022-এর মধ্যে মেট্রোরেল সম্প্রসারণে রেকর্ড করেছে নরেন্দ্র মোদিজীর সরকারই।"

রাজ্যে ঘটে চলা দুর্নীতি নিয়ে মুখ খোলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

আরও পড়ুন: ‘অন্যের খারাপদিনে মজা দেখব এমন মানুষ আমি নই, আমি শিশির অধিকারী’

উল্লেখ্য, দীর্ঘ প্রায় 27 ঘণ্টা ম্যারাথন জেরার পর এদিন সকালে ইডি আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ ইডি সূত্রে খবর, এসএসসি দুর্নীতিকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী-মডেল অর্পিতাও । তাঁকেও গ্রেফতার করা হয়েছে ৷ দক্ষিণ কলকাতায় তাঁর ডায়মন্ড সিটি সাউথের আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ 21 কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে বিভিন্ন সরকারি কাগজপত্রে সই করানো হয়েছে। কেন তিনি সই করেছেন তা জানতে চাইলে পার্থ দাবি করেন, "তাঁর এখন কিছু মনে নেই ৷" এমনকী অনেক প্রশ্নের উত্তরে অসঙ্গতিও পাওয়া গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.