হাবড়া, 17 মে: রেশন নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। খাদ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র রাজ্যের বরাদ্দ রেশন সামগ্রী দিচ্ছে না। তবে, যে কারণে আজ হাবড়ার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মন্ত্রী, লকডাউনের জেরে বন্ধ থাকা বাজারগুলো কবে খুলবে, তা নিয়ে অবশ্য কোনও সিদ্ধান্ত হল না আজও।
লকডাউনের জেরে বন্ধ রয়েছে উত্তর 24 পরগনার হাবরার বিভিন্ন বাজার। চতুর্থ দফা লকডাউন শুরু হওয়ার আগে রবিবার হাবড়ারর ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন স্থানীয় বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও, মন্ত্রীর বৈঠকেও মিলল না কোনও দিশা। বরং, মহকুমা শাসকের সিদ্ধান্তের উপর গোটা বিষয়টি ছেড়ে দেওয়া হয় আজ। এদিন হাবড়ার কলতান অনুষ্ঠানগৃহে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করেন খাদ্যমন্ত্রী। সেখানে ব্যবসায়ী সংগঠনগুলির পক্ষ থেকে বারবার বাজারগুলিকে খোলার দাবি জানানো হয়। যদিও যে সব দোকান খোলা রয়েছে অনেক ক্ষেত্রে সেইসব ব্যবসায়ীরা সামাজিক দূরত্ব সঠিকভাবে মানছেন না বলেও অভিযোগ রয়েছে। রবিবারের বৈঠক শেষে মন্ত্রী বলেন, "আমরা ব্যবসায়ীদের পাশে আছি, থাকব। কিন্তু সবাইকে এটাও মাথায় রাখতে হবে, আগামী দু'সপ্তাহের মধ্যে কোরোনা বিপজ্জনক রেখায় পৌঁছে যাব। তাই, কষ্ট হলেও কঠিন সিদ্ধান্তকে আমাদের মেনে নিতে হবে। বাজার খোলা বা বন্ধ রাখার ব্যাপারে সোমবার মহকুমাশাসক তাপস বিশ্বাস সিদ্ধান্ত নেবেন।"
এদিকে, আজ বিভিন্ন বিষয়ে ফের কেন্দ্রের সমালোচনা করেন মন্ত্রী। বলেন, "প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ব্যাঙ্কগুলি ব্যবসায়ীদের ঋণ শোধ করার বিষয়ে আগামী কয়েক মাস চাপ দেবে না। কিন্তু, বাস্তবে তার প্রয়োগ হল না। এসব মিথ্যাচার।"
এরপরই রেশন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন খাদ্যমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, "কেন্দ্রের লাগাতার বঞ্চনা অব্যাহত। এমনকী রেশনের প্রাপ্য বরাদ্দও দিচ্ছে না। সব ক্ষেত্রে বড় বড় কথা আর মিথ্যাচার চালানো হচ্ছে। তারপরেও রাজ্য সরকার বরাবরের মতো দুস্থদের পাশে রয়েছে।"