ETV Bharat / state

হাবড়ায় দুর্গত এলাকা পরিদর্শন জ্যোতিপ্রিয়র, ভর্ৎসনা পঞ্চায়েত সদস্যকে - after effect of amphan

শুক্রবার ও গতকাল পরপর দু'দিন হাবড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক । কথা বলেছেন দুর্গতদের সঙ্গে । ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন ।

minister
মন্ত্রী
author img

By

Published : May 24, 2020, 7:51 AM IST

হাবড়া, 24 মে: নিজের বিধানসভা কেন্দ্র হাবড়ায় শুক্র ও শনিবার পরপর দু'দিন দুর্গত এলাকা পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । মন্ত্রীকে সামনে পেয়ে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ জানালেন বাসিন্দারা । অভিযোগ পেয়ে প্রকাশ্যেই পঞ্চায়েত সদস্যকে ভর্ৎসনা করেন মন্ত্রী ।

বুধবার ঝড়ের দিন থেকে বসিরহাটে কন্ট্রোল রুমে ছিলেন খাদ্যমন্ত্রী । শুক্রবার বসিরহাটে প্রশাসনিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠক শেষ হতেই জ্যোতিপ্রিয় সোজা চলে যান নিজের বিধানসভা কেন্দ্র হাবড়ায় । শুক্রবার ও গতকাল পরপর দু'দিন হাবড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন । স্থানীয় কুমড়া কাশিপুর পঞ্চায়েতের বয়ারঘাটা ভারতীনগর কলোনি এলাকা আমফানের তাণ্ডবে লন্ডভন্ড । ক্ষতি হয়েছে 180টি পরিবারের । সেখানে খাদ্যমন্ত্রীকে দেখে স্থানীয়রা পঞ্চায়েত সদস্য গোপাল মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় তাঁদের নাম নেই বলে মন্ত্রীকে অভিযোগ করেন ।

aa
দুর্গতদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী

বাসিন্দাদের ক্ষোভ বুঝতে পেরে মন্ত্রী গাড়িতে বসেই বলেন, "গোপাল কোথায়?" গোপালবাবু এগিয়ে আসতেই জ্যোতিপ্রিয় ভর্ৎসনা করে বলেন, "পঞ্চায়েত সদস্য হিসেবে মানুষের কাজ সবার আগে করতে হবে । মানুষের পাশে দাঁড়াতে হবে।" পঞ্চায়েত সদস্য কিছু বলার চেষ্টা করেন । কিন্তু জ্যোতিপ্রিয় তাঁকে সাফ বলেন, "ঘূর্ণিঝড়ের পর ইচ্ছা করলে আমি সন্দেশখালি-মিনাখাঁয় পড়ে থাকতে পারতাম । কিন্তু আমি তা করিনি । আমি হাবড়ার বিধায়ক। তাই, সেখান থেকে আগে হাবড়ায় চলে এসেছি । তোমরা কেন পাড়ার লোকগুলির পাশে থাকতে পারবে না? আমি কোনও কথা শুনব না । দুর্যোগের সময় মানুষের পাশে আগে থাকতে হবে ।" গতকালও মন্ত্রী হাবড়ার 24টি ওয়ার্ড ঘুরে দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেছেন । ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।

হাবড়া, 24 মে: নিজের বিধানসভা কেন্দ্র হাবড়ায় শুক্র ও শনিবার পরপর দু'দিন দুর্গত এলাকা পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । মন্ত্রীকে সামনে পেয়ে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ জানালেন বাসিন্দারা । অভিযোগ পেয়ে প্রকাশ্যেই পঞ্চায়েত সদস্যকে ভর্ৎসনা করেন মন্ত্রী ।

বুধবার ঝড়ের দিন থেকে বসিরহাটে কন্ট্রোল রুমে ছিলেন খাদ্যমন্ত্রী । শুক্রবার বসিরহাটে প্রশাসনিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠক শেষ হতেই জ্যোতিপ্রিয় সোজা চলে যান নিজের বিধানসভা কেন্দ্র হাবড়ায় । শুক্রবার ও গতকাল পরপর দু'দিন হাবড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন । স্থানীয় কুমড়া কাশিপুর পঞ্চায়েতের বয়ারঘাটা ভারতীনগর কলোনি এলাকা আমফানের তাণ্ডবে লন্ডভন্ড । ক্ষতি হয়েছে 180টি পরিবারের । সেখানে খাদ্যমন্ত্রীকে দেখে স্থানীয়রা পঞ্চায়েত সদস্য গোপাল মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় তাঁদের নাম নেই বলে মন্ত্রীকে অভিযোগ করেন ।

aa
দুর্গতদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী

বাসিন্দাদের ক্ষোভ বুঝতে পেরে মন্ত্রী গাড়িতে বসেই বলেন, "গোপাল কোথায়?" গোপালবাবু এগিয়ে আসতেই জ্যোতিপ্রিয় ভর্ৎসনা করে বলেন, "পঞ্চায়েত সদস্য হিসেবে মানুষের কাজ সবার আগে করতে হবে । মানুষের পাশে দাঁড়াতে হবে।" পঞ্চায়েত সদস্য কিছু বলার চেষ্টা করেন । কিন্তু জ্যোতিপ্রিয় তাঁকে সাফ বলেন, "ঘূর্ণিঝড়ের পর ইচ্ছা করলে আমি সন্দেশখালি-মিনাখাঁয় পড়ে থাকতে পারতাম । কিন্তু আমি তা করিনি । আমি হাবড়ার বিধায়ক। তাই, সেখান থেকে আগে হাবড়ায় চলে এসেছি । তোমরা কেন পাড়ার লোকগুলির পাশে থাকতে পারবে না? আমি কোনও কথা শুনব না । দুর্যোগের সময় মানুষের পাশে আগে থাকতে হবে ।" গতকালও মন্ত্রী হাবড়ার 24টি ওয়ার্ড ঘুরে দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেছেন । ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.