হাবড়া,17 মে : মুখ্যমন্ত্রীর নামে সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করার অভিযোগ এক BJP কর্মীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ওই BJP কর্মীর নামে লিখিত অভিযোগ দায়ের হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের তদন্তে গেলে সাব ইনস্পেক্টর রাখহরি ঘোষ নামে এক পুলিশ অফিসার ও এক কনস্টেবলকে মেরে মাথা ফাটিয়ে দেয় অভিযুক্ত BJP কর্মীর পরিবারের সদস্যরা। পরে অবশ্য ওই BJP কর্মী ও তার বাবাকে পুলিশ গ্রেপ্তার করে। আপাতত অভিযুক্ত বাবা-ছেলে পুলিশি হেপাজতে রয়েছে।
রবিবার হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থানায় গিয়ে আক্রান্ত পুলিশ অফিসার রাখহরির সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে ব্যক্তিগত কথাও বলেন। পরে থানা থেকে বেরোনোর সময় মন্ত্রী পুলিশকর্মীদের উপর আক্রমণের কড়া নিন্দা করেন। তিনি থানার IC গৌতম মিত্রকে পরামর্শ দিয়েছেন, আক্রান্ত পুলিশ অফিসারকে এক সপ্তাহের জন্য যেন থানার ভিতরে ডিউটি দেওয়া হয়। পরে তিনি BJP-র উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন , ''BJP-র নিশানা হল পুলিশ। পুলিশের গাঁয়ে হাত দিলে আর রেয়াত করা হবে না। কড়া পদক্ষেপ হবে।''
মন্ত্রী বলেন, "আমরা 34 বছর বিরোধী দল করেছি। আমরা কখনও পুলিশের উপর আক্রমণ করিনি। BJP অন্য রাস্তায় হাঁটছে। পুলিশের উপর আক্রমণ করছে। আমরা তা মানব না। পুলিশের উপর হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"