বারাসত, 17 মে: রেশনের সামগ্রী নিয়ে বিস্তর অভিযোগ ওঠার পরই সরেজমিনে তা খতিয়ে দেখতে এবার মাঠে নামলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । পরিদর্শন করলেন রেশন দোকান । যাচাই করেন রেশনের চাল ও আটার গুণগত মান । কথাও বলেন গ্রাহকদের সঙ্গে। রেশন সামগ্রীর গুণগত মান যাচাই করে সন্তোষ প্রকাশ করেন তিনি । সেই সঙ্গে, রেশনের চাল ও আটার মান নিয়ে কোনওরকম আপস করা হবে না বলেও ডিলারদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।
আজ সকালে জেলাসদর বারাসতের চারটি ও মধ্যমগ্রামের একটি রেশন দোকানে আচমকাই যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন রেশন ডিলাররা । তাঁদের সামনেই রেশনের চাল ও আটার মান খতিয়ে দেখা হয় । পরে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী ।
এদিকে রেশন সামগ্রী নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করেছে । কোথাও রেশনের সামগ্রী কম দেওয়ার অভিযোগ উঠছে । আবার কোথাও উঠেছে রেশনের সামগ্রী পাচারের অভিযোগ । অভিযোগ আসার পর বেশ কয়েকজন রেশন ডিলারের লাইসেন্স বাতিল, গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ করা হয়েছে রাজ্য সরকারের তরফে ।
এতকিছুর পরও রেশন নিয়ে ক্ষোভ কমেনি, বরং বেড়েছে । বিরোধীরাও এই ইশুতে প্রতিনিয়ত রাজ্য সরকারকে নিশানা করে চলেছেন । এই পরিস্থিতিতে রেশনের গুণগত মান যাচাই করতে মাঠে নামলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । আচমকাই হানা দিলেন রেশন দোকানে ।
প্রথমে বারাসতের বামনগাছির কাছে একটি রেশন দোকানে যান তিনি । সেখান থেকে আসেন কাজিপাড়ার একটি রেশন দোকানে । এরপর বারাসত ডাকবাংলোর কাছে আরও দু'টি ও মধ্যমগ্রামের একটি রেশন দোকানে যান । প্রতিটি দোকানে সরকারের দেওয়া রেশনের চাল ও আটার মান ঠিকঠাক আছে কি না তা যাচাই করে দেখা হয় । নিজেই সেই কাজের তদারকি করেন খাদ্যমন্ত্রী ।
তিনি বলেন, "বারাসতের চারটি ও মধ্যমগ্রামের একটি রেশন দোকানে সবকিছু খতিয়ে দেখা হয়েছে । সেখানে ব্যবস্থাপনা সবকিছু ঠিকঠাক আছে । খুব সুন্দরভাবে চলছে সেখানকার রেশন ব্যবস্থা । গ্রাহকরাও খুব সন্তুষ্ট । ব্যবস্থাপনা নিয়ে কেউ কোনও অভিযোগ করেননি আমার কাছে ।" তিনি আরও বলেন,"কেন্দ্রীয় সরকারের চালের থেকে রাজ্য সরকারের পাঠানো রেশনের চাল গুণগত দিক থেকে অনেক ভালো । গ্রাহকরাও রাজ্য সরকারের দেওয়া চালের প্রশংসা করেছে । সরকার লকডাউনে গরিব, নিম্নবিত্ত মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে বদ্ধপরিকর । এখানে কোনওরকম আপস করা হবে না ।"
যদিও, খাদ্যমন্ত্রীর রেশন দোকানে পরিদর্শনকে কটাক্ষ করে BJP-র বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন, "এসব লোক দেখানো ছাড়া আর কিছু নয় । চাপে পড়ে খাদ্যমন্ত্রী হয়তো রেশন দোকানে ভিজ়িট করলেন । কিন্তু, রেশন নিয়ে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে সব জায়গায় তা কি তিনি ভাঙতে পারবেন? ওনার দলের কাউন্সিলররাই তো রেশনের সামগ্রী তুলে নিয়ে চলে যাচ্ছেন । আগে সেসব দুর্নীতি নিয়ে ব্যবস্থা নিন খাদ্যমন্ত্রী । তারপর উনি রেশন দোকানে গিয়ে ভিজ়িট করলে তখন কেউ আঙুল তুলবেন না । "