ETV Bharat / state

CID-কে CBI-র উপরে বসানো উচিত, মন্তব্য জ্যোতিপ্রিয়র

author img

By

Published : Oct 12, 2020, 7:35 AM IST

হাবড়ায় একটি সরকারি অনুষ্ঠানে এসে টিটাগড়ের BJP নেতা খুনের প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "CID যে কাজ করছে , তা CBI কোনওদিন করতে পারবে না । BJP নেতা মণীশ শুক্লার খুন নিয়ে অর্জুন সিং এক এক সময় এক এক রকম কথা বলছেন । CID তদন্ত করছে । আসল সত্যটা বেরিয়ে আসবে । "

Jyotipriya Mallick
জ্যোতিপ্রিয় মল্লিক

হাবড়া , 12 অক্টোবর : "CID ভারতবর্ষের মডেল । চ্যাম্পিয়নের মতো কাজ করছে । CID-কে CBI-র উপরে বসিয়ে দেওয়া উচিত । " গতকাল উত্তর 24 পরগনার হাবড়ায় একটি সরকারি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । BJP নেতা মণীশ শুক্লা খুনের তদন্তে রাজ্যের গোয়েন্দা সংস্থার কাজের তিনি ভূয়সী প্রশংসা করেন।

অর্জুন সিং-কে আক্রমণ করে তিনি বলেন , " সমাজবিরোধী নিয়ে যে চলবে , সেই সমাজবিরোধীদের রিভলভার একদিন তার দিকেই ঘুরে যাবে । অর্জুন সিং সমাজবিরোধী নিয়ে ঘুরেছেন । সেই সমাজবিরোধীদের রিভলভারটা একদিন তাঁর দিকেই ঘুরে যাবে । এটা বিহার , উত্তরপ্রদেশের সংস্কৃতি ।" তারপরই টিটাগড়ের BJP নেতা খুনের প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, "CID যে কাজ করছে , তা CBI কোনওদিন করতে পারবে না । BJP নেতা মণীশ শুক্লার খুন নিয়ে অর্জুন সিং এক এক সময় এক এক রকম কথা বলছেন । CID তদন্ত করছে । আসল সত্যটা বেরিয়ে আসবে । "

তিনি আরও বলেন , "মণীশের প্রকৃত খুনি ব্যারাকপুরে ঘুরে বেড়াচ্ছে না তো ? তিনি (অর্জুন সিং) গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে গেলেন । তার দশ মিনিটের মধ্যেই মারা গেলেন মানুষটা । ঘটনার তদন্ত চলছে । সত্য অবশ্যই উদ্ঘাটন হবে । মণীশ খুনে তথ্য জোগাড় করছে CID। প্রত্যেককে ধরে ধরে চিহ্নিত করা হবে । প্রকৃত দোষী অবশ্যই ধরা পড়বে । আমি একজন আইনজীবী । সেই বিশ্বাস থেকে বলছি, দোষীরা অবশ্যই ধরা পড়বে । CID চমৎকার কাজ করছে । "

CID-কে CBI-র উপরে বসানো উচিত, মন্তব্য জ্যোতিপ্রিয়র

গতকালের অনুষ্ঠানে হাবড়া, মছলন্দপুর ও গোবরডাঙার দু' শোর বেশি পুজো কমিটিকে রাজ্য সরকারের 50 হাজার টাকা সাহায্যের চেক তুলে দেওয়া হয় । খাদ্যমন্ত্রী নিজে পুজো উদ্যোক্তাদের হাতে সেই চেক তুলে দিয়েছেন ।

হাবড়া , 12 অক্টোবর : "CID ভারতবর্ষের মডেল । চ্যাম্পিয়নের মতো কাজ করছে । CID-কে CBI-র উপরে বসিয়ে দেওয়া উচিত । " গতকাল উত্তর 24 পরগনার হাবড়ায় একটি সরকারি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । BJP নেতা মণীশ শুক্লা খুনের তদন্তে রাজ্যের গোয়েন্দা সংস্থার কাজের তিনি ভূয়সী প্রশংসা করেন।

অর্জুন সিং-কে আক্রমণ করে তিনি বলেন , " সমাজবিরোধী নিয়ে যে চলবে , সেই সমাজবিরোধীদের রিভলভার একদিন তার দিকেই ঘুরে যাবে । অর্জুন সিং সমাজবিরোধী নিয়ে ঘুরেছেন । সেই সমাজবিরোধীদের রিভলভারটা একদিন তাঁর দিকেই ঘুরে যাবে । এটা বিহার , উত্তরপ্রদেশের সংস্কৃতি ।" তারপরই টিটাগড়ের BJP নেতা খুনের প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, "CID যে কাজ করছে , তা CBI কোনওদিন করতে পারবে না । BJP নেতা মণীশ শুক্লার খুন নিয়ে অর্জুন সিং এক এক সময় এক এক রকম কথা বলছেন । CID তদন্ত করছে । আসল সত্যটা বেরিয়ে আসবে । "

তিনি আরও বলেন , "মণীশের প্রকৃত খুনি ব্যারাকপুরে ঘুরে বেড়াচ্ছে না তো ? তিনি (অর্জুন সিং) গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে গেলেন । তার দশ মিনিটের মধ্যেই মারা গেলেন মানুষটা । ঘটনার তদন্ত চলছে । সত্য অবশ্যই উদ্ঘাটন হবে । মণীশ খুনে তথ্য জোগাড় করছে CID। প্রত্যেককে ধরে ধরে চিহ্নিত করা হবে । প্রকৃত দোষী অবশ্যই ধরা পড়বে । আমি একজন আইনজীবী । সেই বিশ্বাস থেকে বলছি, দোষীরা অবশ্যই ধরা পড়বে । CID চমৎকার কাজ করছে । "

CID-কে CBI-র উপরে বসানো উচিত, মন্তব্য জ্যোতিপ্রিয়র

গতকালের অনুষ্ঠানে হাবড়া, মছলন্দপুর ও গোবরডাঙার দু' শোর বেশি পুজো কমিটিকে রাজ্য সরকারের 50 হাজার টাকা সাহায্যের চেক তুলে দেওয়া হয় । খাদ্যমন্ত্রী নিজে পুজো উদ্যোক্তাদের হাতে সেই চেক তুলে দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.