ETV Bharat / state

kankinara Jute Mill Closed: শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হল কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিল - Kankinara latest news

শ্রমিক অসন্তোষের(Dissatisfied) জেরে বন্ধ হল কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিল(kankinara nafar chandra jute mill closed )। মিল খোলার দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকরা ৷ ঘটনাস্থলে যান ভাটপাড়া থানার পুলিশ ও র‍্যাফ।

Jute Mill Closed
শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হল কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিল
author img

By

Published : Nov 29, 2021, 9:14 AM IST

কাঁকিনাড়া , 29 নভেম্বর: দীর্ঘদিন ধরে শ্রমিক অসন্তোষের(Dissatisfied) জেরে বন্ধ হয়ে গেল কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিল (kankinara nafar chandra jute mill closed )। রবিবার মিলের গেটে উত্তেজনার সৃষ্টি হয় ৷ বিক্ষোভ দেখান শ্রমিকরা ৷ ঘটনাস্থলে যান ভাটপাড়া থানার পুলিশ ও র‍্যাফ। শ্রমিকদের অভিযোগ, কিছুদিন যাবৎ কর্তৃপক্ষ ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিল। এরফলে মিলের শ্রমিকরা কাজ পাচ্ছিলেন না। এছাড়াও চিন থেকে নতুন মেশিন নিয়ে আসা হয়েছে । সেখানে কাজ না জানা শ্রমিকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করতে বাধ্য করা হচ্ছে। সেই কাজ না পারার দোহাই দিয়ে বাইরের লোক দিয়ে কাজ করাচ্ছে কর্তৃপক্ষ।

এই অভিযোগে শ্রমিকরা গত কয়েকদিন ধরে আন্দোলন করলে কর্তৃপক্ষ গতকাল রাত থেকে মিল বন্ধ করে দেওয়ার নোটিশ দেয়। এর ফলে সমস্যায় পড়েছেন কারখানার প্রায় তিন হাজার শ্রমিক। এখন শ্রমিকরা সংসার চালানো নিয়ে মুশকিলে পড়লেন ৷ তবে কারখানা খোলার বিষয়ে আশা রাখছেন তাঁরা ৷

শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হল কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিল

আরও পড়ুন: রাজধানী এক্সপ্রেসের টিকিট জাল করে পুলিশের জালে এক

যদিও ঘটনার কথা জানার পর জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জানান, আমারা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছি। আশা করছি শীঘ্রই সমস্যা মিটে যাবে। শ্রমিকরা আবার কাজে যোগ দিতে পারবেন ৷

কাঁকিনাড়া , 29 নভেম্বর: দীর্ঘদিন ধরে শ্রমিক অসন্তোষের(Dissatisfied) জেরে বন্ধ হয়ে গেল কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিল (kankinara nafar chandra jute mill closed )। রবিবার মিলের গেটে উত্তেজনার সৃষ্টি হয় ৷ বিক্ষোভ দেখান শ্রমিকরা ৷ ঘটনাস্থলে যান ভাটপাড়া থানার পুলিশ ও র‍্যাফ। শ্রমিকদের অভিযোগ, কিছুদিন যাবৎ কর্তৃপক্ষ ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিল। এরফলে মিলের শ্রমিকরা কাজ পাচ্ছিলেন না। এছাড়াও চিন থেকে নতুন মেশিন নিয়ে আসা হয়েছে । সেখানে কাজ না জানা শ্রমিকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করতে বাধ্য করা হচ্ছে। সেই কাজ না পারার দোহাই দিয়ে বাইরের লোক দিয়ে কাজ করাচ্ছে কর্তৃপক্ষ।

এই অভিযোগে শ্রমিকরা গত কয়েকদিন ধরে আন্দোলন করলে কর্তৃপক্ষ গতকাল রাত থেকে মিল বন্ধ করে দেওয়ার নোটিশ দেয়। এর ফলে সমস্যায় পড়েছেন কারখানার প্রায় তিন হাজার শ্রমিক। এখন শ্রমিকরা সংসার চালানো নিয়ে মুশকিলে পড়লেন ৷ তবে কারখানা খোলার বিষয়ে আশা রাখছেন তাঁরা ৷

শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হল কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিল

আরও পড়ুন: রাজধানী এক্সপ্রেসের টিকিট জাল করে পুলিশের জালে এক

যদিও ঘটনার কথা জানার পর জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জানান, আমারা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছি। আশা করছি শীঘ্রই সমস্যা মিটে যাবে। শ্রমিকরা আবার কাজে যোগ দিতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.