ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর নীরব থেকে হিংসাকে সমর্থন জুগিয়েছেন, অভিযোগ নাড্ডার - জেপি নাড্ডা

ভোট পরবর্তীতে পশ্চিমবঙ্গে হিংসা অব্যাহত ৷ রাজ্যজুড়ে ভাঙচুর, বোমাবাজি, পিটিয়ে খুনের মতো ঘটনা ঘটেছে গত দু-তিন ধরে ৷ এই পরিস্থিতিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷ মমতা নীরব থেকে হিংসাকে সমর্থন করছেন বলে অভিযোগ করলেন নাড্ডা ৷

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিংসায় সমর্থনের অভিযোগ আনলেন জেপি নাড্ডা ৷
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিংসায় সমর্থনের অভিযোগ আনলেন জেপি নাড্ডা ৷
author img

By

Published : May 5, 2021, 11:03 PM IST

বিধাননগর, 5 মে: রাজ্যে ভোট পরবর্তী হিংসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন জেপি নাড্ডা ৷ মুখ্যমন্ত্রী নীরব থেকে হিংসাকে বকলমে সমর্থন জুগিয়েছেন বলে অভিযোগ তাঁর । বুধবার সন্ধ্যায় নিউটাউনের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন থেকে এই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা । তাঁর অভিযোগ, বিজেপির নিচুতলার কর্মী এবং মহিলারা সবথেকে বেশি আক্রমণের শিকার হয়েছেন । হিন্দুদের ঘরবাড়ি লুট হয়েছে অথচ মুখ্যমন্ত্রী কোনও ব্যবস্থা নেননি ।

রাজ্যে হিংসার বাতাবরণ তৈরির জন্য মমতাকে দায়ী করার পাশাপাশি এদিন মানবাধিকারের বুলি আওড়ানো বুদ্ধিজীবীদেরও একহাত নিলেন বিজেপি সভাপতি । তিনি এদিন সরাসরি বুদ্ধিজীবী এবং মানবাধিকার কর্মীদের দিকে প্রশ্ন ছুড়ে বলেন, "যখন স্টেট স্পনসর্ড হিংসা হচ্ছে তখন মানবাধিকারের চ্যাম্পিয়নরা কোথায় ? তাঁরা কেন এই দৃশ্য দেখতে পাচ্ছেন না । পক্ষপাতমূলক প্রতিবাদ কেন করেন তাঁরা । হাজারো বাড়িঘর ভাঙচুর হয়েছে । নিচুতলার হাজারো কর্মীরা ঘরছাড়া । পাটি অফিস ধুলিস্যাৎ করে দেওয়া হচ্ছে । মহিলারা ধর্ষিত হচ্ছেন । মানুষ খুন হচ্ছেন । অথচ মানবাধিকার নিয়ে যাঁরা কথা বলেন তাঁরা এখন মুখে কুলুপ এঁটেছে ৷"

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিংসায় সমর্থনের অভিযোগ আনলেন জেপি নাড্ডা ৷

গণনার পরবর্তী হিংসাকে বিভাজনের সময় হিংসার সঙ্গে তুলনা করে এদিন ফের বিজেপি সভাপতি বলেন, 1946 সালের 16 আগস্ট কলকাতায় যে হিংসা হয়েছিল সেই ধরনের হিংসার পুনরাবৃত্তি হয়েছে । নরসংহার দেখেও মুখ্যমন্ত্রী চুপ থেকেছেন । নীরব থেকেছেন । তাঁর নীরবতা এই হিংসাকে সমর্থন জুগিয়েছে । প্রত্যেক মুহূর্তে মৃত্যু মিছিল বাড়ছে । বাড়ছে আক্রান্তের সংখ্যাও । অথচ কোনও ব্যবস্থাই নেয়নি রাজ্য সরকার । বিজেপি এর বিরুদ্ধে নির্ণায়ক লড়াই লড়বে । বিজেপি নেতৃত্ব চুপ থাকবে না । তার এমএলএ-এমপিরা মাঠে নামবেন এবং প্রতিবাদ জানাবেন ।

আরও পড়ুন: নিরাপত্তার দাবিতে সপরিবার কাঁকসা থানার দ্বারস্থ বিজেপি কর্মীরা

বিধাননগর, 5 মে: রাজ্যে ভোট পরবর্তী হিংসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন জেপি নাড্ডা ৷ মুখ্যমন্ত্রী নীরব থেকে হিংসাকে বকলমে সমর্থন জুগিয়েছেন বলে অভিযোগ তাঁর । বুধবার সন্ধ্যায় নিউটাউনের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন থেকে এই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা । তাঁর অভিযোগ, বিজেপির নিচুতলার কর্মী এবং মহিলারা সবথেকে বেশি আক্রমণের শিকার হয়েছেন । হিন্দুদের ঘরবাড়ি লুট হয়েছে অথচ মুখ্যমন্ত্রী কোনও ব্যবস্থা নেননি ।

রাজ্যে হিংসার বাতাবরণ তৈরির জন্য মমতাকে দায়ী করার পাশাপাশি এদিন মানবাধিকারের বুলি আওড়ানো বুদ্ধিজীবীদেরও একহাত নিলেন বিজেপি সভাপতি । তিনি এদিন সরাসরি বুদ্ধিজীবী এবং মানবাধিকার কর্মীদের দিকে প্রশ্ন ছুড়ে বলেন, "যখন স্টেট স্পনসর্ড হিংসা হচ্ছে তখন মানবাধিকারের চ্যাম্পিয়নরা কোথায় ? তাঁরা কেন এই দৃশ্য দেখতে পাচ্ছেন না । পক্ষপাতমূলক প্রতিবাদ কেন করেন তাঁরা । হাজারো বাড়িঘর ভাঙচুর হয়েছে । নিচুতলার হাজারো কর্মীরা ঘরছাড়া । পাটি অফিস ধুলিস্যাৎ করে দেওয়া হচ্ছে । মহিলারা ধর্ষিত হচ্ছেন । মানুষ খুন হচ্ছেন । অথচ মানবাধিকার নিয়ে যাঁরা কথা বলেন তাঁরা এখন মুখে কুলুপ এঁটেছে ৷"

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিংসায় সমর্থনের অভিযোগ আনলেন জেপি নাড্ডা ৷

গণনার পরবর্তী হিংসাকে বিভাজনের সময় হিংসার সঙ্গে তুলনা করে এদিন ফের বিজেপি সভাপতি বলেন, 1946 সালের 16 আগস্ট কলকাতায় যে হিংসা হয়েছিল সেই ধরনের হিংসার পুনরাবৃত্তি হয়েছে । নরসংহার দেখেও মুখ্যমন্ত্রী চুপ থেকেছেন । নীরব থেকেছেন । তাঁর নীরবতা এই হিংসাকে সমর্থন জুগিয়েছে । প্রত্যেক মুহূর্তে মৃত্যু মিছিল বাড়ছে । বাড়ছে আক্রান্তের সংখ্যাও । অথচ কোনও ব্যবস্থাই নেয়নি রাজ্য সরকার । বিজেপি এর বিরুদ্ধে নির্ণায়ক লড়াই লড়বে । বিজেপি নেতৃত্ব চুপ থাকবে না । তার এমএলএ-এমপিরা মাঠে নামবেন এবং প্রতিবাদ জানাবেন ।

আরও পড়ুন: নিরাপত্তার দাবিতে সপরিবার কাঁকসা থানার দ্বারস্থ বিজেপি কর্মীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.