ETV Bharat / state

জোর করে মধ্যমগ্রামে বনধ সফলের চেষ্টা , ছবি তুলতে গেলে সাংবাদিকদের হেনস্থার অভিযোগ - কৃষক বিক্ষোভ

কৃষি আইনের বিরোধিতায় একাধিক কৃষক সংগঠনের ডাকা ভারত বনধ সফল করতে বিক্ষোভ দেখায় বাম ও কংগ্রেস । সেখানে বনধ সফল করতে রীতিমতো গায়ের জোরে গাড়ি আটকানোর চেষ্টা হয় বলে অভিযোগ । সেই ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার হন সাংবাদিকরা ।

Madhyamgram
সাংবাদিক হেনস্থা
author img

By

Published : Dec 8, 2020, 3:22 PM IST

মধ্যমগ্রাম , 8 ডিসেম্বর : জোর করে গাড়ি থামিয়ে বনধ সফলের চেষ্টা । আর সেই ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের হেনস্থা ও তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল বনধ সমর্থকদের বিরুদ্ধে । মধ্যমগ্রামের চৌমাথার যশোর রোডের ঘটনা । পরে পুলিশ বনধ সমর্থকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি ।

কৃষি আইনের বিরোধিতায় একাধিক কৃষক সংগঠনের ডাকা ভারত বনধ সফল করতে বিক্ষোভ দেখায় বাম ও কংগ্রেস । উত্তর 24 পরগনা জেলায় কোথাও গায়ের জোরে রেল ও সড়ক অবরোধ হয় । আবার কোথাও ধর্মঘটের সমর্থনে মিছিল কিংবা খোশমেজাজে রাস্তার উপর ফুটবল খেলা কিছুই বাদ যায়নি । এরই মধ্যে মধ্যমগ্রামের চৌমাথায় যশোর রোডে রীতিমতো গায়ের জোরে গাড়ি আটকানোর চেষ্টা হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন , যাদবপুরে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ালেন সুজন


পুলিশ, চিকিৎসকের গাড়ি থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়ি কিছুই ছাড় পায়নি । সেই ছবিই ক্যামেরাবন্দী করছিলেন চিত্র সাংবাদিকরা । আর তাতেই বনধ সমর্থকরা সাংবাদিকদের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেওয়ার পাশাপাশি দুর্ব্যবহার ও হেনস্থাও করেন বলে অভিযোগ । ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় যশোর রোডে । এরপরই পুলিশ বনধ সমর্থকদের সরিয়ে দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় ।

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি করা হয়েছে সাংবাদিকদের তরফে । তবে এখনও পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত কাউকেই আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি বলে খবর ।

আরও পড়ুন , লাইভ : সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভ চলাকালীন মৃত এক কৃষক

মধ্যমগ্রাম , 8 ডিসেম্বর : জোর করে গাড়ি থামিয়ে বনধ সফলের চেষ্টা । আর সেই ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের হেনস্থা ও তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল বনধ সমর্থকদের বিরুদ্ধে । মধ্যমগ্রামের চৌমাথার যশোর রোডের ঘটনা । পরে পুলিশ বনধ সমর্থকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি ।

কৃষি আইনের বিরোধিতায় একাধিক কৃষক সংগঠনের ডাকা ভারত বনধ সফল করতে বিক্ষোভ দেখায় বাম ও কংগ্রেস । উত্তর 24 পরগনা জেলায় কোথাও গায়ের জোরে রেল ও সড়ক অবরোধ হয় । আবার কোথাও ধর্মঘটের সমর্থনে মিছিল কিংবা খোশমেজাজে রাস্তার উপর ফুটবল খেলা কিছুই বাদ যায়নি । এরই মধ্যে মধ্যমগ্রামের চৌমাথায় যশোর রোডে রীতিমতো গায়ের জোরে গাড়ি আটকানোর চেষ্টা হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন , যাদবপুরে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ালেন সুজন


পুলিশ, চিকিৎসকের গাড়ি থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়ি কিছুই ছাড় পায়নি । সেই ছবিই ক্যামেরাবন্দী করছিলেন চিত্র সাংবাদিকরা । আর তাতেই বনধ সমর্থকরা সাংবাদিকদের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেওয়ার পাশাপাশি দুর্ব্যবহার ও হেনস্থাও করেন বলে অভিযোগ । ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় যশোর রোডে । এরপরই পুলিশ বনধ সমর্থকদের সরিয়ে দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় ।

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি করা হয়েছে সাংবাদিকদের তরফে । তবে এখনও পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত কাউকেই আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি বলে খবর ।

আরও পড়ুন , লাইভ : সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভ চলাকালীন মৃত এক কৃষক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.