ETV Bharat / state

রাস্তা খননের সময় বাইকে লোডার পড়ে মৃত দম্পতি - JCB loader falls on bike couple's death

রাস্তায় কাজ চলাকালীন JCB লোডার বাইক আরোহীর উপর পড়ে মৃত্যু 2 । গুরুতর আহত 1 ।

husband wife dead
দম্পতির মৃত্যু
author img

By

Published : Feb 28, 2020, 9:17 PM IST

মিনাখাঁ, 28 ফেব্রুয়ারি: রাস্তার কাজ চলার সময়ে JCB-র লোডার পড়ে মৃত্যু দম্পতির । গুরুতর জখম আরও এক । আজ সন্ধ্যায় উত্তর 24 পরগনার অন্তর্গত মিনাখাঁর বকচরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মৃতদের নাম জাহাঙ্গির মোল্লা (32) ও হাসমিরা বিবি (27) । বছর বারোর কিশোরকে বসিরহাট জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । নাম আরশাদুল শেখ । ওই কিশোর সম্পর্কে মৃতের ভাগ্নে । জানা গেছে, জাহাঙ্গির, হাসমিরা আত্মীয়কে নিয়ে বাইকে হাসনাবাদ থেকে চৈতলের দিকে যাচ্ছিলেন । বকচরা এলাকার মালঞ্চ রোডের ধারে JCB দিয়ে রাস্তা খননের কাজ চলছিল । রাস্তার ওই অংশটি পার হওয়ার সময় JCB-র লোডারটি বাইকের উপর পড়ে । ঘটনাস্থানেই মৃত্যু হয় জাহাঙ্গির ও তাঁর বিবির ।

দুর্ঘটনার জেরে মালঞ্চ রোডে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে । মৃতদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান । রাস্তা খননের কাজ চললেই পথচারীদের যানবাহন চলাচলে সতর্কতা জারি করা হল না কেন এই দাবিও ওঠে ৷ খবর পেয়ে পুলিশ এসে দম্পতির মৃতদেহ উদ্ধার করে ৷ বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ ৷

মিনাখাঁ, 28 ফেব্রুয়ারি: রাস্তার কাজ চলার সময়ে JCB-র লোডার পড়ে মৃত্যু দম্পতির । গুরুতর জখম আরও এক । আজ সন্ধ্যায় উত্তর 24 পরগনার অন্তর্গত মিনাখাঁর বকচরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মৃতদের নাম জাহাঙ্গির মোল্লা (32) ও হাসমিরা বিবি (27) । বছর বারোর কিশোরকে বসিরহাট জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । নাম আরশাদুল শেখ । ওই কিশোর সম্পর্কে মৃতের ভাগ্নে । জানা গেছে, জাহাঙ্গির, হাসমিরা আত্মীয়কে নিয়ে বাইকে হাসনাবাদ থেকে চৈতলের দিকে যাচ্ছিলেন । বকচরা এলাকার মালঞ্চ রোডের ধারে JCB দিয়ে রাস্তা খননের কাজ চলছিল । রাস্তার ওই অংশটি পার হওয়ার সময় JCB-র লোডারটি বাইকের উপর পড়ে । ঘটনাস্থানেই মৃত্যু হয় জাহাঙ্গির ও তাঁর বিবির ।

দুর্ঘটনার জেরে মালঞ্চ রোডে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে । মৃতদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান । রাস্তা খননের কাজ চললেই পথচারীদের যানবাহন চলাচলে সতর্কতা জারি করা হল না কেন এই দাবিও ওঠে ৷ খবর পেয়ে পুলিশ এসে দম্পতির মৃতদেহ উদ্ধার করে ৷ বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.