ETV Bharat / state

Cyber Crime: ক্রেডিট কার্ড প্রতারণায় বিধাননগর পুলিশের জালে জামতারা গ্যাংয়ের মাসিউল - বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ

এক ক্রেডিট কার্ড প্রতারণা মামলায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ গ্রেফতার করল জামতারা গ্যাংয়ের (Jamtara gang) সদস্য মাসিউলকে ৷ বুধবার তাঁকে বিধাননগর আদালতে তোলা হবে ৷

Jamtara gang
জামতারা গ্যাং
author img

By

Published : Feb 15, 2023, 9:01 PM IST

বিধাননগর, 15 ফেব্রুয়ারি: ক্রেডিট কার্ড প্রতারণায় (credit card fraud case) গ্রেফতার জামতারা গ্যাংয়ের অন্যতম মূল পাণ্ডা (Jamtara gang member arrested) । কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে জামতারা গ্যাংয়ের অ্যাকাউন্ট হোল্ডারকে । তাঁর নাম মাসিউল সরকার ৷ হেয়ার স্ট্রিট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । মাসিউলকে আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দারা ।

পুলিশ সূত্রে খবর, 2022 সালের মার্চ মাসে সল্টলেকের এবি ব্লকের এক প্রৌঢ় বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের কাছে প্রতারণার অভিযোগ করেন ৷ জানান, তিনি একটি প্রাইভেট ব্যাংকের ক্রেডিট কার্ড নেন । তার কাস্টমার কেয়ার নম্বরের জন্যে তিনি অনলাইনে সার্চ করেন । সেখান থেকে ক্রেডিট কার্ড সংস্থার কর্মী হিসাবে একজন ফোন করেন । সেখান থেকে তাঁর ক্রেডেন্সিয়াল নিয়ে ব্যাংক থেকে 2 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় । তদন্ত শুরু করে পুলিশ ৷ আধিকারিকরা জানতে পারেন এই চক্র জামতারা গ্যাংয়ের । জানা যায়, অভিযোগকারীকে ফোন করে নিজেদের জালে জড়ায় জামতারা গ্যাংয়ের সদস্যরা । এরপরই টাকার উৎসের হদিস করে পুলিশ । সেই সূত্র ধরে পুলিশ মাসিউল নামে এই ব্যক্তির খোঁজ পায় ।

অবশেষে মঙ্গলবার সূত্র মারফত খবর পেয়ে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের হেয়ার স্ট্রিট এলাকা থেকে মাসিউল সরকারকে গ্রেফতার করে পুলিশ । আজ তাঁকে বিধাননগর আদালতে তোলা হবে । পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে সূত্রের খবর । প্রতারণার যে টাকা ওই ব্যক্তির অ্যাকাউন্টে গেছিল, সেই সূত্র ধরেই খোঁজ পাওয়া যায় মাসিউলের । ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে ক্রমেই এই রাজ্যে প্রতারণার জাল বিস্তার করছে জামতারা গ্যাং।

পুলিশ সূত্রের খবর, জামতারা এলাকায় রীতিমতো প্রত্যেকটি পরিবার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে । এর আগে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ও একাধিকবার জামতারায় গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে এই রাজ্যে এনেছে । মূলত এই জামতারা সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় বয়স্ক থেকে শুরু করে পড়ুয়াদের নিজেদের সাইবার অপরাধের শিকার বানায় । জামতারা গাংয়ের প্রতারণার ফাঁদে যাতে সাধারণ মানুষ না পড়ে, তার জন্য বিভিন্ন সময় কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের তরফে একাধিকবার প্রচার অভিযান চালানো হয়েছে । তাও মানুষ এই প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন ।

আরও পড়ুন: শহরে ফের সক্রিয় জামতারা গ্যাং ! চারজনের গ্রেফতারির ঘটনায় অনুমান গোয়েন্দাদের

বিধাননগর, 15 ফেব্রুয়ারি: ক্রেডিট কার্ড প্রতারণায় (credit card fraud case) গ্রেফতার জামতারা গ্যাংয়ের অন্যতম মূল পাণ্ডা (Jamtara gang member arrested) । কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে জামতারা গ্যাংয়ের অ্যাকাউন্ট হোল্ডারকে । তাঁর নাম মাসিউল সরকার ৷ হেয়ার স্ট্রিট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । মাসিউলকে আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দারা ।

পুলিশ সূত্রে খবর, 2022 সালের মার্চ মাসে সল্টলেকের এবি ব্লকের এক প্রৌঢ় বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের কাছে প্রতারণার অভিযোগ করেন ৷ জানান, তিনি একটি প্রাইভেট ব্যাংকের ক্রেডিট কার্ড নেন । তার কাস্টমার কেয়ার নম্বরের জন্যে তিনি অনলাইনে সার্চ করেন । সেখান থেকে ক্রেডিট কার্ড সংস্থার কর্মী হিসাবে একজন ফোন করেন । সেখান থেকে তাঁর ক্রেডেন্সিয়াল নিয়ে ব্যাংক থেকে 2 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় । তদন্ত শুরু করে পুলিশ ৷ আধিকারিকরা জানতে পারেন এই চক্র জামতারা গ্যাংয়ের । জানা যায়, অভিযোগকারীকে ফোন করে নিজেদের জালে জড়ায় জামতারা গ্যাংয়ের সদস্যরা । এরপরই টাকার উৎসের হদিস করে পুলিশ । সেই সূত্র ধরে পুলিশ মাসিউল নামে এই ব্যক্তির খোঁজ পায় ।

অবশেষে মঙ্গলবার সূত্র মারফত খবর পেয়ে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের হেয়ার স্ট্রিট এলাকা থেকে মাসিউল সরকারকে গ্রেফতার করে পুলিশ । আজ তাঁকে বিধাননগর আদালতে তোলা হবে । পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে সূত্রের খবর । প্রতারণার যে টাকা ওই ব্যক্তির অ্যাকাউন্টে গেছিল, সেই সূত্র ধরেই খোঁজ পাওয়া যায় মাসিউলের । ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে ক্রমেই এই রাজ্যে প্রতারণার জাল বিস্তার করছে জামতারা গ্যাং।

পুলিশ সূত্রের খবর, জামতারা এলাকায় রীতিমতো প্রত্যেকটি পরিবার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে । এর আগে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ও একাধিকবার জামতারায় গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে এই রাজ্যে এনেছে । মূলত এই জামতারা সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় বয়স্ক থেকে শুরু করে পড়ুয়াদের নিজেদের সাইবার অপরাধের শিকার বানায় । জামতারা গাংয়ের প্রতারণার ফাঁদে যাতে সাধারণ মানুষ না পড়ে, তার জন্য বিভিন্ন সময় কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের তরফে একাধিকবার প্রচার অভিযান চালানো হয়েছে । তাও মানুষ এই প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন ।

আরও পড়ুন: শহরে ফের সক্রিয় জামতারা গ্যাং ! চারজনের গ্রেফতারির ঘটনায় অনুমান গোয়েন্দাদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.