ETV Bharat / state

গাড়ির সামনে ফের জয় শ্রীরাম ধ্বনি, মেজাজ হারালেন মমতা - mamata

বৃহস্পতিবার জগদ্দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে উঠল জয় শ্রী রাম ধ্বনি । ধ্বনি শুনেই গাড়ি থেকে নামেন মমতা ।

মমতা
author img

By

Published : May 30, 2019, 7:35 PM IST

Updated : May 31, 2019, 8:23 AM IST

নৈহাটি, 30 মে : মেদিনীপুরের চন্দ্রকোনার পুনরাবৃত্তি হল উত্তর ২৪ পরগনায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে উঠল জয় শ্রী রাম ধ্বনি । বৃহস্পতিবার জগদ্দলে এই ঘটনা ঘটে । কিছুক্ষণ পর নৈহাটিতেও একই ঘটনা ঘটে ।

নৈহাটিতে ঘরছাড়াদের ঘরে ফেরানোর জন্য বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের । সেখানে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দেয় । ধ্বনি শুনেই গাড়ি থেকে নামেন মমতা । যারা ধ্বনি দিচ্ছিল, তাদের উদ্দেশে মমতা বলেন, "আয় আয় এদিকে আয় । কার কী বলার আছে সামনে আয় । বুকের পাটা থাকে তো সামনে এসে বল । সব ক্রিমিনাল ! "

নিজের সঙ্গে থাকা এক আধিকারিককে মমতা বলেন, "জায়গাটার নাম লিখে রাখো । পুরো নাকা চেকিং হবে । বাড়ি টু বাড়ি... । এত বড় সাহস !"

দেখুন ভিডিয়ো

তারপর সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে । সাহস কত বড়, BJP-র ফেট্টি বেঁধে আমাকে গালাগালি করছে । দে আর নট বেঙ্গল লোকাল পিপল । উই উইল টেক অ্যাকশন । এরা সব আউটসাইডার । "

সাংবাদিকরা প্রশ্ন করেন, "আপনি কি পুলিশকে ব্যবস্থা নিতে বলবেন ?" উত্তরে মমতা বলেন, "পুলিশ পুলিশের কাজ করবে ।" মমতার কনভয়ের সামনে আজ শুধু জয় শ্রীরাম ধ্বনি নয়, নরেন্দ্র মোদির সমর্থনেও স্লোগান দেওয়া হয় ।

নৈহাটি, 30 মে : মেদিনীপুরের চন্দ্রকোনার পুনরাবৃত্তি হল উত্তর ২৪ পরগনায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে উঠল জয় শ্রী রাম ধ্বনি । বৃহস্পতিবার জগদ্দলে এই ঘটনা ঘটে । কিছুক্ষণ পর নৈহাটিতেও একই ঘটনা ঘটে ।

নৈহাটিতে ঘরছাড়াদের ঘরে ফেরানোর জন্য বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের । সেখানে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দেয় । ধ্বনি শুনেই গাড়ি থেকে নামেন মমতা । যারা ধ্বনি দিচ্ছিল, তাদের উদ্দেশে মমতা বলেন, "আয় আয় এদিকে আয় । কার কী বলার আছে সামনে আয় । বুকের পাটা থাকে তো সামনে এসে বল । সব ক্রিমিনাল ! "

নিজের সঙ্গে থাকা এক আধিকারিককে মমতা বলেন, "জায়গাটার নাম লিখে রাখো । পুরো নাকা চেকিং হবে । বাড়ি টু বাড়ি... । এত বড় সাহস !"

দেখুন ভিডিয়ো

তারপর সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে । সাহস কত বড়, BJP-র ফেট্টি বেঁধে আমাকে গালাগালি করছে । দে আর নট বেঙ্গল লোকাল পিপল । উই উইল টেক অ্যাকশন । এরা সব আউটসাইডার । "

সাংবাদিকরা প্রশ্ন করেন, "আপনি কি পুলিশকে ব্যবস্থা নিতে বলবেন ?" উত্তরে মমতা বলেন, "পুলিশ পুলিশের কাজ করবে ।" মমতার কনভয়ের সামনে আজ শুধু জয় শ্রীরাম ধ্বনি নয়, নরেন্দ্র মোদির সমর্থনেও স্লোগান দেওয়া হয় ।

sample description
Last Updated : May 31, 2019, 8:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.