ETV Bharat / state

Jagaddal Bomb Recovered: জগদ্দলের রুস্তম গুমটি এলাকায় বোমা উদ্ধার ! - Bomb recovered

উত্তর 24 পরগনার জগদ্দল থানা এলাকায় খুনের ঘটনা ঘটেছে ক'দিন আগেই ৷ তারপর পুলিশ মাঝে মাঝেই ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছে ৷ তাতেই এবার মিলল বোমা (Jagaddal Bomb Recovered) ৷

Bomb in Jagaddal
জগদ্দলে বোমা
author img

By

Published : Jul 20, 2022, 7:47 AM IST

জগদ্দল, 20 জুলাই: রুস্তম গুমটি এলাকায় উদ্ধার বোমা । কয়েকদিন আগে উত্তর 24 পরগনার জগদ্দলের এই এলাকায় এক যুবক খুন হন ৷ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ বোমাবাজি ও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় । মঙ্গলবার ভোররাতে তল্লাশি চালিয়ে এলাকা থেকে ছ'টি বোমা উদ্ধার করেছে জগদ্দল থানার পুলিশ । একটি বিস্কুট কারখানার সামনে থেকে বোমাগুলি পাওয়া যায় । কে বা কারা এই বোমাগুলি রেখেছিল, তার তদন্ত শুরু করেছে জগদ্দল পুলিশ (Jagaddal Police recovers bomb from rustam gumti area in Uttar 24 Parganas) ।

ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর বলেন, "যে জায়গায় খুন হয়েছিল, সেখানে বারে বারে তল্লাশি চালানো হচ্ছিল ৷ ওই জায়গা থেকেই মঙ্গলবার রাতে বোমা পাওয়া গিয়েছে ৷"

আরও পড়ুন: জগদ্দলে খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এল

শুক্রবার, 15 জুলাই রুস্তম গুমটি অঞ্চলে রিজওয়ান আলি নামের এক যুবককে ভর সন্ধেয় গুলি করে খুন করে দুষ্কৃতীরা (Jagaddal Shootout) ৷ এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে । তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

স্বভাবত খুনের ঘটনায় শনিবার এলাকা থমথমে ৷ বন্ধ সমস্ত দোকান ৷ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে জগদ্দল থানার পুলিশ-সহ ব়্যাফ । ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, "বেশ কিছুদিন ধরেই অঞ্চলে সমাজবিরোধীদের দৌরাত্ম্য বেড়েছে, ফলে 15 দিনের মধ্যেই ভাটপাড়া জগদ্দল অঞ্চলে তিন যুবক প্রাণ হারান । পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে হবে ।"

জগদ্দল, 20 জুলাই: রুস্তম গুমটি এলাকায় উদ্ধার বোমা । কয়েকদিন আগে উত্তর 24 পরগনার জগদ্দলের এই এলাকায় এক যুবক খুন হন ৷ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ বোমাবাজি ও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় । মঙ্গলবার ভোররাতে তল্লাশি চালিয়ে এলাকা থেকে ছ'টি বোমা উদ্ধার করেছে জগদ্দল থানার পুলিশ । একটি বিস্কুট কারখানার সামনে থেকে বোমাগুলি পাওয়া যায় । কে বা কারা এই বোমাগুলি রেখেছিল, তার তদন্ত শুরু করেছে জগদ্দল পুলিশ (Jagaddal Police recovers bomb from rustam gumti area in Uttar 24 Parganas) ।

ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর বলেন, "যে জায়গায় খুন হয়েছিল, সেখানে বারে বারে তল্লাশি চালানো হচ্ছিল ৷ ওই জায়গা থেকেই মঙ্গলবার রাতে বোমা পাওয়া গিয়েছে ৷"

আরও পড়ুন: জগদ্দলে খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এল

শুক্রবার, 15 জুলাই রুস্তম গুমটি অঞ্চলে রিজওয়ান আলি নামের এক যুবককে ভর সন্ধেয় গুলি করে খুন করে দুষ্কৃতীরা (Jagaddal Shootout) ৷ এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে । তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

স্বভাবত খুনের ঘটনায় শনিবার এলাকা থমথমে ৷ বন্ধ সমস্ত দোকান ৷ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে জগদ্দল থানার পুলিশ-সহ ব়্যাফ । ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, "বেশ কিছুদিন ধরেই অঞ্চলে সমাজবিরোধীদের দৌরাত্ম্য বেড়েছে, ফলে 15 দিনের মধ্যেই ভাটপাড়া জগদ্দল অঞ্চলে তিন যুবক প্রাণ হারান । পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.