বিধাননগর, 7 অক্টোবর: নিউটাউনের আবাসনে মদ্যপান করিয়ে যুবতীকে গণধর্ষণের অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে ৷ পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে পার্টি ছিল নিউটাউনের এক আবাসনের ফ্ল্যাটে। ওই পার্টিতেই অভিযোগকারী যুবতীকে মদ্যপান করিয়ে ধর্ষণ করে তিন যুবক। অভিযোগ, বন্ধুদের সঙ্গে সেই পার্টিতে মদ্যপান করার পর আইটি কর্মী ওই যুবতীকে গণধর্ষণ করা হয়। শনিবার সকালে টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতী। ইতিমধ্যেই তিন জন আইটি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। একজনকে এন্টালি থেকে অপর দু'জনকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
টেকনো সিটি থানার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে শাপুরজি অবসনের যে ফ্ল্যাটে এই ধর্ষণের ঘটনা ঘটেছিল সেই ফ্ল্যাট পুলিশের তরফ থেকে সিল করে দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে, আবাসনের মধ্যে এবং বাইরে সমস্ত সিসিটিভি ক্যামেরার ভিডিয়ো পুলিশ খতিয়ে দেখছে ৷ গত 6 তারিখ সন্ধ্যায় শাপুরজির এই আবাসনের মধ্যে কারা কারা এসেছিলেন এবং ওই ফ্ল্যাটে কারা কারা ঢুকেছিলেন তাও খতিয়ে দেখছে পুলিশ ৷
এছাড়া পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, শাপুরজির অবসানের ওই ফ্ল্যাটে ঘটনার দিন মধ্যরাত পর্যন্ত পার্টি চলেছিল ৷ এই ঘটনার অভিযোগ টেকনো সিটি থানায় দায়ের হওয়ার পর তৎপর হয়েছে পুলিশ ৷ ইতিমধ্যে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে ৷ আগামিকাল রবিবার এই তিন অভিযুক্তকে পুলিশ বারাসাত আদালতে পেশ করবে বলে খবর ৷ পুলিশের তরফ থেকে সাতদিনের পুলিশি হেফাজত চাওয়া হবে বলেও জানা যাচ্ছে ৷ পুলিশ মনে করছে, এই তিন অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে কি না, তা জানা যাবে ৷