ETV Bharat / state

দত্তপুকুরে আইএসএফ কর্মীকে বোমা মেরে খুন , অভিযুক্ত তৃণমূল - হাসানুর রহমান

দত্তপুকুরে আইএসএফ কর্মীকে বোমা মেরে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ খুনের পিছনে রাজনৈতিক কোনও উদ্দেশ্য রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ । যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসক শিবিরের ।

দত্তপুকুরে আইএসএফ কর্মীকে বোমা মেরে খুন , অভিযুক্ত তৃণমূল
দত্তপুকুরে আইএসএফ কর্মীকে বোমা মেরে খুন , অভিযুক্ত তৃণমূল
author img

By

Published : May 3, 2021, 1:08 PM IST

দত্তপুকুর, 3 মে : বোমা ছুড়ে আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । মৃতের নাম হাসানুর রহমান (40) । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার দত্তপুকুরে । খুনের পিছনে রাজনৈতিক কোনও উদ্দেশ্য রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ । যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসক শিবিরের ।


পরিবারের তরফে জানা গেছে , মৃত হাসানুর রহমানের বাড়ি দত্তপুকুরের কদম্বগাছি পঞ্চায়েতের উলা গ্রামে । গ্রামেই ফুচকা বিক্রি করতেন তিনি । পরিবারে স্ত্রী ছাড়াও তিন মেয়ে রয়েছে হাসানুরের । ভোটের আগে আইএসএফের সঙ্গে যুক্ত হন তিনি ৷ তারপর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে তাঁর পরিবার ।

আজ সকালে বাড়ির পাশে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন ওই আইএসএফ কর্মী । তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ । দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে প্রাণপণে দৌড় লাগান তিনি । দুষ্কৃতীরা হাসানুরের পিছু ধাওয়া করে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা ছোড়ে বলে স্থানীয় সূত্রে খবর ।

তাঁর গায়ে লেগে একটি বোমা ফেটে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আইএসএফ কর্মী হাসানুর রহমানের । পরে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশেই একটি পাট ক্ষেতের মধ্যে । বোমার আঘাতে ওই আইএসএফ কর্মীর ডান হাতের একাংশ উড়ে যায় । এলাকার লোকজন জড়ো হওয়ার আগেই ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতীরা ।

এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারাসতের এসডিপিও সত্যব্রত চক্রবর্তী ।আসে দত্তপুকুর থানার পুলিশ । তাদের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয় ৷

পুলিশ ঘটনার তদন্তে নামলেও এখনও দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হয়নি । এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ আধিকারিকরা ।


খুনের ঘটনা জানাজানি হতেই এলাকায় আইএসএফের নেতা ও কর্মীরা জড়ো হতে শুরু করেন । ফলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয় ।

আরও পড়ুন : বেলেঘাটায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, কাঠগড়ায় তৃণমূল

দত্তপুকুর, 3 মে : বোমা ছুড়ে আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । মৃতের নাম হাসানুর রহমান (40) । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার দত্তপুকুরে । খুনের পিছনে রাজনৈতিক কোনও উদ্দেশ্য রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ । যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসক শিবিরের ।


পরিবারের তরফে জানা গেছে , মৃত হাসানুর রহমানের বাড়ি দত্তপুকুরের কদম্বগাছি পঞ্চায়েতের উলা গ্রামে । গ্রামেই ফুচকা বিক্রি করতেন তিনি । পরিবারে স্ত্রী ছাড়াও তিন মেয়ে রয়েছে হাসানুরের । ভোটের আগে আইএসএফের সঙ্গে যুক্ত হন তিনি ৷ তারপর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে তাঁর পরিবার ।

আজ সকালে বাড়ির পাশে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন ওই আইএসএফ কর্মী । তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ । দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে প্রাণপণে দৌড় লাগান তিনি । দুষ্কৃতীরা হাসানুরের পিছু ধাওয়া করে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা ছোড়ে বলে স্থানীয় সূত্রে খবর ।

তাঁর গায়ে লেগে একটি বোমা ফেটে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আইএসএফ কর্মী হাসানুর রহমানের । পরে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশেই একটি পাট ক্ষেতের মধ্যে । বোমার আঘাতে ওই আইএসএফ কর্মীর ডান হাতের একাংশ উড়ে যায় । এলাকার লোকজন জড়ো হওয়ার আগেই ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতীরা ।

এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারাসতের এসডিপিও সত্যব্রত চক্রবর্তী ।আসে দত্তপুকুর থানার পুলিশ । তাদের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয় ৷

পুলিশ ঘটনার তদন্তে নামলেও এখনও দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হয়নি । এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ আধিকারিকরা ।


খুনের ঘটনা জানাজানি হতেই এলাকায় আইএসএফের নেতা ও কর্মীরা জড়ো হতে শুরু করেন । ফলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয় ।

আরও পড়ুন : বেলেঘাটায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, কাঠগড়ায় তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.