বসিরহাট , 30 নভেম্বর : ফের প্রকাশ্যে এল BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব । বিক্ষুব্ধ গোষ্ঠী দলীয় কার্যালয়ের তালা ভেঙে সেখানে অন্য তালা ঝুলিয়ে দেয় । শুধু তাই-ই নয়, দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন । যদিও পরে বিক্ষোভ অবস্থান তুলে নেওয়া হয়।
কয়েকদিন ধরে BJP-র বসিরহাট সাংগঠনিক জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব চলছে । তারই জের দেখা গেল রবিবারও । বসিরহাট টাউনহল সংলগ্ন দলের জেলা কার্যালয়ের সামনে হাতে পদ্মফুল আঁকা ঝান্ডা হাতে নিয়ে আন্দোলন শুরু করেন BJP-র বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা-কর্মীরা । মুখে কালো কাপড় বেঁধে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান । তারপর তাঁরা কার্যালয়ের তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেন ।
বিক্ষুব্ধ শিবিরের নেতা দুলাল রায় বলেন, "দলের জেলা সভাপতি তারক ঘোষ প্রশান্ত কিশোরের কাছ থেকে টাকা নিয়ে দলকে তৃণমূল কংগ্রেসের কাছে বিক্রি করে দিচ্ছেন । তারই প্রতিবাদে BJP-র জেলা দলীয় কার্যালয়ের তালা ভেঙে নতুন করে তালা ঝোলানো হয়েছে ।"
বসিরহাট জেলা কমিটির বিভিন্ন পদ থেকে তিনজনকে সাসপেন্ড করা হয়েছিল । তারপর থেকে বসিরহাটে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে । বসিরহাট জেলার সহ-সভাপতি দুলাল রায়, বসিরহাট যুব মোর্চা সাধারণ সম্পাদক বিট্টু কর্মকার, সহ-সভাপতি বিশ্বনাথ মণ্ডল-এই তিনজনকে অক্টোবরের 27 তারিখে সাসপেন্ড করা হয় । বিক্ষুব্ধরা জেলা সভাপতি তারক ঘোষের অপসারণের দাবি তোলেন । যদিও তারকবাবু বলেন, "যাঁরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছেন, তাঁরা কেউ দলের নন । তাঁরা দল থেকে আগেই বহিষ্কৃত হয়েছেন । গোলমাল করার জন্যই তাঁরা এসব করছেন । "