ETV Bharat / state

আমফান ক্ষতিপূরণে স্বজনপোষণের অভিযোগ, দেগঙ্গায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

author img

By

Published : Aug 19, 2020, 4:20 PM IST

আমফান ক্ষতিপূরণ নিয়ে এবার দেগঙ্গায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল ৷ দেগঙ্গার এক নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে দলেরই একাংশ হামলা চালায় বলে অভিযোগ ৷ অভিযুক্ত যদিও জানিয়েছেন, তিনি আমফানের টাকা নিয়ে দুর্নীতি করেননি ৷ স্বজনপোষণের সঙ্গে জড়িত নন ৷ দলেরই একাংশ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে হামলা চালিয়েছে ৷

inner clash between TMC at deganga for corruption on amphan relief
আমফান ক্ষতিপূরণে দুর্নীতি, দেগঙ্গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

দেগঙ্গা, 19 অগাস্ট : আমফানের ক্ষতিপূরণ নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল৷ দূর্নীতির কারণে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে ৷ সোমবার রাতে দেগঙ্গার বেলিয়াঘাটা এলাকার ঘটনা ৷ দেগঙ্গার এক নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে এই হামলা চলে ৷ তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ ৷ এখনও পর্যন্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি৷ যদিও ওই সদস্য সোহরাব মল্লিকের আমফানের ক্ষতিপূরণ নিয়ে তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷

সোহরাব মল্লিকের অভিযোগ, দলের কয়েকজন তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে ৷ বাড়ির অন্দরে ভাঙচুর চালায় ৷ জানলা ভেঙে চম্পট দেয় হামলাকারীরা ৷ তাঁর কথায়, "আমফান ক্ষতিপূরণ নিয়ে মিথ্যে অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে ৷ আমার কোনও নিকট আত্মীয় কিংবা কাছের মানুষের নাম আমফান ক্ষতিপূরণের তালিকায় দেওয়া হয়নি ৷ ফলে ক্ষতিপূরণের টাকা পাওয়ার প্রশ্নই ওঠে না ৷ এই নিয়ে প্রথম থেকেই দলের কয়েকজন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে ৷ বদনাম করতেই পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে ৷ গোটা ঘটনা পুলিশকে জানিয়েছি ৷ জেলা নেতৃত্বকেও বিষয়টি জানাব৷"

দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, "মঙ্গলবার দুপুরে সোহরাব মণ্ডল দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে ৷ সোহরাবের বাড়ির CCTV ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷ অভিযুক্তরা ধরা না পরা পর্যন্ত তদন্ত জারি থাকবে ৷"

প্রসঙ্গত, আমফান ক্ষতিপূরণের সরকারি টাকা বণ্টন নিয়ে দেগঙ্গায় সবথেকে বেশি ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে ৷ দেগঙ্গার বিভিন্ন পঞ্চায়েত ও BDO অফিস ঘেরাও করে একধিকবার বিক্ষোভ দেখিয়েছে বিক্ষোভকারীরা ৷ পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে সরব হয়েছে দলের একাধিক কর্মীরা ৷ একাধিকবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ৷

দেগঙ্গা, 19 অগাস্ট : আমফানের ক্ষতিপূরণ নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল৷ দূর্নীতির কারণে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে ৷ সোমবার রাতে দেগঙ্গার বেলিয়াঘাটা এলাকার ঘটনা ৷ দেগঙ্গার এক নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে এই হামলা চলে ৷ তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ ৷ এখনও পর্যন্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি৷ যদিও ওই সদস্য সোহরাব মল্লিকের আমফানের ক্ষতিপূরণ নিয়ে তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷

সোহরাব মল্লিকের অভিযোগ, দলের কয়েকজন তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে ৷ বাড়ির অন্দরে ভাঙচুর চালায় ৷ জানলা ভেঙে চম্পট দেয় হামলাকারীরা ৷ তাঁর কথায়, "আমফান ক্ষতিপূরণ নিয়ে মিথ্যে অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে ৷ আমার কোনও নিকট আত্মীয় কিংবা কাছের মানুষের নাম আমফান ক্ষতিপূরণের তালিকায় দেওয়া হয়নি ৷ ফলে ক্ষতিপূরণের টাকা পাওয়ার প্রশ্নই ওঠে না ৷ এই নিয়ে প্রথম থেকেই দলের কয়েকজন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে ৷ বদনাম করতেই পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে ৷ গোটা ঘটনা পুলিশকে জানিয়েছি ৷ জেলা নেতৃত্বকেও বিষয়টি জানাব৷"

দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, "মঙ্গলবার দুপুরে সোহরাব মণ্ডল দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে ৷ সোহরাবের বাড়ির CCTV ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷ অভিযুক্তরা ধরা না পরা পর্যন্ত তদন্ত জারি থাকবে ৷"

প্রসঙ্গত, আমফান ক্ষতিপূরণের সরকারি টাকা বণ্টন নিয়ে দেগঙ্গায় সবথেকে বেশি ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে ৷ দেগঙ্গার বিভিন্ন পঞ্চায়েত ও BDO অফিস ঘেরাও করে একধিকবার বিক্ষোভ দেখিয়েছে বিক্ষোভকারীরা ৷ পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে সরব হয়েছে দলের একাধিক কর্মীরা ৷ একাধিকবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.