খড়দা, 26 এপ্রিল : লুকিয়ে রাখা বোমা ফেটে আহত হলেন এক বৃদ্ধ (Injured 1 in Hidden Bomb at Khardaha) ৷ ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা 6টি বোমা উদ্ধার করেছে খড়দা থানার পুলিশ ৷ খড়দা থানার অন্তর্গত টিটাগড় পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের হেলাপট্টি এলাকার ঘটনা ৷
একটি ভগ্ন শীতলা মন্দিরের ধ্বংসাবশেষ সরাতে গিয়ে লুকোনো বোমা ফেটে আহত এক বৃদ্ধ । আহতকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । বৃদ্ধের নাম তিলকধারী প্রসাদ । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আরও বেশ কয়েকটি বোমা ৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । কে বা কারা এরকম জনবহুল এলাকায় বোমা লুকিয়ে রেখে গেল তা নিয়ে ধন্দে খড়দা (Khardaha News) থানার পুলিশ ।
আহত তিলকধারী প্রসাদের পরিবারের লোকজন এই ঘটনায় খুবই আতঙ্কিত । এই ঘটনা নিয়ে পরিবারের বক্তব্য, বেশ কয়েকদিন ধরেই মন্দির সংস্কারের কাজ চলছিল ৷ এই ক'দিন কিছু হয়নি হঠাৎ আজ এই বোমা এল কোথা থেকে ? একটি নয়, একাধিক বোমা ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ।
আরও পড়ুন : Teenager Death Controversy : মৃত ঘোষণার পরও জলে ডোবা কিশোর ‘বেঁচে’, অবশেষে মৃত্যু