ETV Bharat / state

বাংলাদেশে 200 মেট্রিক টন অক্সিজেন পাঠাল ভারত

author img

By

Published : Jul 25, 2021, 7:26 AM IST

Updated : Jul 25, 2021, 10:58 AM IST

এর আগে বাংলাদেশকে (Bangladesh) কোভিড-19 ভ্যাকসিন (Covid-19 Vaccine) পাঠিয়েছিল মোদি সরকার (Central Government) ৷ এবার বাংলাদেশে করোনা অতিমারি মোকাবিলায় অক্সিজেন পাঠাল ভারত ৷ তবে প্রতিবেশী দেশে তা দ্রুত পৌঁছাতে এই প্রথম ট্রেনে গেল মেডিক্য়াল অক্সিজেন (Liquid Medical Oxygen) ৷

ট্রেনে অক্সিজেন যাচ্ছে বাংলাদেশে
ট্রেনে অক্সিজেন যাচ্ছে বাংলাদেশে

বনগাঁ, 25 জুলাই : আবারও সৌহার্দ্যের নজির গড়ল ভারত-বাংলাদেশ (India-Bangledesh) । করোনা অতিমারিতে প্রতিবেশী বাংলাদেশকে রেলপথে জরুরি ভিত্তিতে মেডিক্যাল অক্সিজেন (Liquid Medical Oxygen) পাঠাল ভারত (India) । শনিবার রাত সাড়ে 10 টা নাগাদ বনগাঁ স্টেশন (Bangaon Junction) থেকে অক্সিজেন বোঝাই বিশেষ ট্রেন পেট্রাপোল (Petrapole) দিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ।

ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখনও রয়েছে ৷ পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশের অতিমারি পরিস্থিতিও উদ্বেগজনক । নতুন করে কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে হাসিনা সরকার । দেখা দিয়েছে অক্সিজেনের অভাব । অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু খবরও পাওয়া যাচ্ছে । এই সংকটে বাংলাদেশে অক্সিজেন পাঠিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত ।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশের বিদেশমন্ত্রীদের দ্বিপাক্ষিক আলোচনায় ‘রোহিঙ্গা সমস্যা’

এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, "আমাদের কাছে যা খবর আছে, বাংলাদেশে করোনার প্রকোপ ব্যাপক ৷ বাংলাদেশে সাধারণ মানুষের উপরে এই করোনা প্রচণ্ড ভাবে এফেক্ট করছে ৷ এটা প্রতিরোধ করার জন্য আর পাঁচটা জিনিসের মধ্যে অক্সিজেনটা বিশেষ জরুরি ৷" বেনাপোল-পেট্রাপোল দিয়ে প্রতিদিনই 8-10টা করে অক্সিজেনের ট্যাঙ্কার বাংলাদেশে যাচ্ছে ৷ কিন্তু তিনি জানান যে এই অক্সিজেন বাংলাদেশের জন্য পর্যাপ্ত মনে হচ্ছে না ৷ এ প্রসঙ্গে ভারত সরকারের সিদ্ধান্ত, "অতিরিক্ত অক্সিজেন পাঠিয়ে বাংলাদেশকে সেফ করার প্রয়োজন আছে", বললেন কার্তিক ৷ সেই জন্য শনিবার একটা রেকে অর্থাৎ রেলের মাধ্যমে, ওয়াগনে চাপিয়ে এই অক্সিজেন সিলিন্ডার পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে ৷ সড়কপথ বাদ দিয়ে এই প্রথম রেলপথে ভারত থেকে অক্সিজেন সিলিন্ডার বাংলাদেশে পাঠানো হল বলে জানিয়েছেন ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক ৷ ভারত সরকার ভেবেছে জরুরি ভিত্তিতে অক্সিজেন দেওয়ার প্রয়োজন আছে ৷ তাই বাংলাদেশে দ্রুত অক্সিজেন পৌঁছে দিতে রেলকে ব্যবহার করা হল এই প্রথম ৷ তিনি জানান যে, শনিবার রাতেই বাংলাদেশে বিশেষ ট্রেনটি পৌঁছে যাবে ৷ "করোনা প্রোটেকশন দিতে বাংলাদেশের সবচেয়ে কাছের দেশ ভারত ৷ আজ প্রথম একটি ট্রেনে 200 মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশে গিয়েছে", বললেন পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক ৷

বনগাঁ-পেট্রাপোল দিয়ে বাংলাদেশে ট্রেনে পাঠানো হল অক্সিজেন

ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের । করোনা আবহে এর আগে ভারত সরকার বাংলাদেশকে ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করেছিল । অন্যদিকে আমের মৌসুমে মোদি এবং মমতাকে বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙা আম পাঠিয়েছিলেন হাসিনা । করোনা আবহে অক্সিজেন দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ফলে দু'দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মত নাগরিক সমাজের ।

বনগাঁ, 25 জুলাই : আবারও সৌহার্দ্যের নজির গড়ল ভারত-বাংলাদেশ (India-Bangledesh) । করোনা অতিমারিতে প্রতিবেশী বাংলাদেশকে রেলপথে জরুরি ভিত্তিতে মেডিক্যাল অক্সিজেন (Liquid Medical Oxygen) পাঠাল ভারত (India) । শনিবার রাত সাড়ে 10 টা নাগাদ বনগাঁ স্টেশন (Bangaon Junction) থেকে অক্সিজেন বোঝাই বিশেষ ট্রেন পেট্রাপোল (Petrapole) দিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ।

ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখনও রয়েছে ৷ পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশের অতিমারি পরিস্থিতিও উদ্বেগজনক । নতুন করে কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে হাসিনা সরকার । দেখা দিয়েছে অক্সিজেনের অভাব । অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু খবরও পাওয়া যাচ্ছে । এই সংকটে বাংলাদেশে অক্সিজেন পাঠিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত ।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশের বিদেশমন্ত্রীদের দ্বিপাক্ষিক আলোচনায় ‘রোহিঙ্গা সমস্যা’

এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, "আমাদের কাছে যা খবর আছে, বাংলাদেশে করোনার প্রকোপ ব্যাপক ৷ বাংলাদেশে সাধারণ মানুষের উপরে এই করোনা প্রচণ্ড ভাবে এফেক্ট করছে ৷ এটা প্রতিরোধ করার জন্য আর পাঁচটা জিনিসের মধ্যে অক্সিজেনটা বিশেষ জরুরি ৷" বেনাপোল-পেট্রাপোল দিয়ে প্রতিদিনই 8-10টা করে অক্সিজেনের ট্যাঙ্কার বাংলাদেশে যাচ্ছে ৷ কিন্তু তিনি জানান যে এই অক্সিজেন বাংলাদেশের জন্য পর্যাপ্ত মনে হচ্ছে না ৷ এ প্রসঙ্গে ভারত সরকারের সিদ্ধান্ত, "অতিরিক্ত অক্সিজেন পাঠিয়ে বাংলাদেশকে সেফ করার প্রয়োজন আছে", বললেন কার্তিক ৷ সেই জন্য শনিবার একটা রেকে অর্থাৎ রেলের মাধ্যমে, ওয়াগনে চাপিয়ে এই অক্সিজেন সিলিন্ডার পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে ৷ সড়কপথ বাদ দিয়ে এই প্রথম রেলপথে ভারত থেকে অক্সিজেন সিলিন্ডার বাংলাদেশে পাঠানো হল বলে জানিয়েছেন ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক ৷ ভারত সরকার ভেবেছে জরুরি ভিত্তিতে অক্সিজেন দেওয়ার প্রয়োজন আছে ৷ তাই বাংলাদেশে দ্রুত অক্সিজেন পৌঁছে দিতে রেলকে ব্যবহার করা হল এই প্রথম ৷ তিনি জানান যে, শনিবার রাতেই বাংলাদেশে বিশেষ ট্রেনটি পৌঁছে যাবে ৷ "করোনা প্রোটেকশন দিতে বাংলাদেশের সবচেয়ে কাছের দেশ ভারত ৷ আজ প্রথম একটি ট্রেনে 200 মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশে গিয়েছে", বললেন পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক ৷

বনগাঁ-পেট্রাপোল দিয়ে বাংলাদেশে ট্রেনে পাঠানো হল অক্সিজেন

ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের । করোনা আবহে এর আগে ভারত সরকার বাংলাদেশকে ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করেছিল । অন্যদিকে আমের মৌসুমে মোদি এবং মমতাকে বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙা আম পাঠিয়েছিলেন হাসিনা । করোনা আবহে অক্সিজেন দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ফলে দু'দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মত নাগরিক সমাজের ।

Last Updated : Jul 25, 2021, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.