দত্তপুকুর, 15 জুলাই: দলীয় বৈঠক চলাকালীন তৃণমূল পার্টি অফিসে পড়ল বোমা। অভিযোগের তীর এলাকার জয়ী নির্দল প্রার্থী আহম্মদ আলি মণ্ডলের বিরুদ্ধে ৷ ফাটল ধরেছে কার্যালয়ের দেওয়ালে। শুক্রবার রাতে উত্তর 24 পরগনার দত্তপুকুর সংলগ্ন শুড়িপুকুর এলাকার ঘটনা। বোমা ছুড়ে পালানোর সময় পার্টি অফিসের পাশে একটি ব্যাগে বেশ কিছু তাজা বোমা রেখে যায় দুষ্কৃতীরা । তা ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ ঘটনার পর থেকে কার্যত ক্ষোভে ফুঁসছেন শাসাকদলের সমর্থকরা ৷
তৃণমূলের অভিযোগ, পার্টি অফিস লক্ষ্য করে এদিন দু’টি বোমা ছোড়া হয় । এরপর রাতের অন্ধকারে গা ঢাকা দেয় হামলাকারীরা । ঘটনায় এলাকার জয়ী নির্দল প্রার্থীর হাত থাকতে পারে বলে অনুমান শাসক শিবিরের। অভিযোগ অস্বাকীর করে পালটা শাসকদলের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন জয়ী নির্দল প্রার্থী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, 34 নম্বর জাতীয় সড়কের পাশে তৃণমূলের একটি কার্যালয় রয়েছে । 21 জুলাইয়ের সমাবেশের জমায়েত নিয়ে সেখানে বৈঠক চলছিল ৷ বৈঠকে সমর্থকদের নিয়ে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ আশরাফ গাজী ৷ অভিযোগ, বৈঠক যখন শেষের মুখে ঠিক তখনই পরপর দুটি বোমা ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । তার জেরে কার্যালয়ের দেওয়াল ফেটে গিয়েছে । পার্টি অফিস থেকে মাত্র কয়েক হাত দূরেই পড়ে রয়েছে একটি ব্যাগ। তার ভিতর থরেথরে সাজানো তাজা বোমা । এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
সূত্রের খবর, শেষ হওয়া নির্বাচনে পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের 37 নম্বর আসনটি হাতছাড়া হয়েছে তৃণমূলের । সেখানে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হন নির্দল প্রার্থী আহম্মদ আলি মণ্ডল । তিনিও এক সময়ে তৃণমূল করতেন ৷ তবে পঞ্চায়েত নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ৷ গ্রাম পঞ্চায়েতের আরও একটি আসনে জিতেছেন শাসকদলেরই বিক্ষুব্ধ আরও এক নির্দল প্রার্থী ।
আরও পড়ুন : তৃণমূলের বিজয় মিছিলে আবির ছোড়া নিয়ে ঝামেলা, ছেলেকে বাঁচাতে এসে মৃত্যু মায়ের
এই বিষয়ে আশরাফ গাজী বলেন, "তৃণমূল কংগ্রেসের কেউ এই কাজের সঙ্গে যুক্ত নয়। আমি নিশ্চিত ঘটনার সঙ্গে জড়িত আইএসএফের সমর্থন নিয়ে জেতা নির্দল প্রার্থী ও তাঁর লোকজন । পুলিশ তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তি দিক সেটাই চাই আমরা। সেই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা যায় তারও ব্যবস্থা হোক ।"
আরও পড়ুন : পঞ্চায়েত ভোট মিটতেই পুর এলাকায় সংঘর্ষ, তৃণমূলের মহিলা কাউন্সিলরকে 'মার'
এদিকে, 37 নম্বর বুথের জয়ী নির্দল প্রার্থীর বিরুদ্ধে প্রাণে মারার হুমকি-সহ একাধিক অভিযোগ এনে সরব হয়েছেন ওই বুথরেই পরাজিত তৃণমূল প্রার্থী শ্রীপদ দাস । অন্যদিকে, তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছেন জয়ী নির্দল প্রার্থী আহম্মদ আলি মণ্ডল । তাঁর দাবি, তিনি এখনও তৃণমূল সমর্থক ৷