মধ্যমগ্রাম, 28 জুন : স্করপিও গাড়ির সামনে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল । গাড়ির মাথায় রয়েছে নীলবাতি । মধ্যমগ্রামে মদ্যপ অবস্থায় সেই গাড়ি নিয়ে অন্য এক গাড়িতে ধাক্কা মারার পর চালককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে । পুলিশ স্করপিওর তিন মদ্যপ আরোহীকে আটক করে । গাড়ি থেকে উদ্ধার হয়েছে মদের বোতল ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মধ্যমগ্রাম-সোদপুর রোড ধরে মধ্যমগ্রাম চৌমাথার দিকে আসছিল নীলবাতি দেওয়া একটি স্করপিও গাড়ি । গাড়ির সামনে ছিল পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার । চালক সহ গাড়িতে ছিলেন মোট চারজন । গাড়ির পিছনের সিটে থাকা তিন আরোহী মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।
মধ্যমগ্রাম চৌমাথার কাছে সিগনালে দাঁড়ানো একটি সুইফ্ট ডিজ়ায়ার গাড়িতে স্করপিওটি ধাক্কা দেয় বলে অভিযোগ । এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । অভিযোগ, সেই সময় স্করপিওতে থাকা মদ্যপ তিন যুবক বাইরে এসে সুইফ্ট ডিজ়ায়ার গাড়ির চালককে হুঁশিয়ারি দেন । সেই সময় চৌমাথায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ দু‘টি গাড়িকে আটক করে মধ্যমগ্রাম থানায় নিয়ে যায় ।
আরও পড়ুন : করোনায় প্রভাবিত ক্ষেত্রগুলির জন্য 1.1 লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা কেন্দ্রের
পরে লিখিত অভিযোগ পেয়ে স্করপিও গাড়ির তিন মদ্যপ আরোহীকে আটক করে মধ্যমগ্রাম থানার পুলিশ । পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয় । এদিকে অন্য গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগে স্করপিওর চালককে গ্রেফতার করা হয়েছে । পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, তিন যুবকের বিরুদ্ধে আলাদা মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । নীলবাতি লাগানো স্করপিও গাড়িটি আদৌ কোনও সরকারি গাড়ি কি না তা খতিয়ে দেখা হচ্ছে । এই গাড়িটি ওই মদ্যপ যুবকেরা কীভাবে পেলেন তাও খতিয়ে দেখা হচ্ছে । গাড়িটি যদি সরকারি না হয়, তাহলে সরকারি স্টিকার ওই গাড়িতে কে বা কারা লাগিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে । এদিকে চালক ও আরোহীসহ সুইফ্ট ডিজ়ায়ার গাড়িটি পরে ছেড়ে দেওয়া হয় ।