ETV Bharat / state

মধ্যমগ্রামে নীলবাতির গাড়ি নিয়ে অন্য গাড়িতে ধাক্কা, তিন মদ্যপের বিরুদ্ধে মামলা

মধ্যমগ্রাম চৌমাথার কাছে সিগনালে দাঁড়ানো একটি সুইফ্ট ডিজ়ায়ার গাড়িতে স্করপিওটি ধাক্কা দেয় বলে অভিযোগ । এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । অভিযোগ, সেই সময় স্করপিও তে থাকা মদ্যপ তিন যুবক বাইরে এসে সুইফ্ট ডিজ়ায়ার গাড়ির চালককে হুঁশিয়ারি দেন। সেই সময় চৌমাথায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ দু‘টি গাড়িকে আটক করে মধ্যমগ্রাম থানায় নিয়ে যায় ।

MADHYAMGrAM
MADHYAMGrAM
author img

By

Published : Jun 28, 2021, 5:16 PM IST

মধ্যমগ্রাম, 28 জুন : স্করপিও গাড়ির সামনে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল । গাড়ির মাথায় রয়েছে নীলবাতি । মধ্যমগ্রামে মদ্যপ অবস্থায় সেই গাড়ি নিয়ে অন্য এক গাড়িতে ধাক্কা মারার পর চালককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে । পুলিশ স্করপিওর তিন মদ্যপ আরোহীকে আটক করে । গাড়ি থেকে উদ্ধার হয়েছে মদের বোতল ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মধ্যমগ্রাম-সোদপুর রোড ধরে মধ্যমগ্রাম চৌমাথার দিকে আসছিল নীলবাতি দেওয়া একটি স্করপিও গাড়ি । গাড়ির সামনে ছিল পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার । চালক সহ গাড়িতে ছিলেন মোট চারজন । গাড়ির পিছনের সিটে থাকা তিন আরোহী মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।

মধ্যমগ্রাম চৌমাথার কাছে সিগনালে দাঁড়ানো একটি সুইফ্ট ডিজ়ায়ার গাড়িতে স্করপিওটি ধাক্কা দেয় বলে অভিযোগ । এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । অভিযোগ, সেই সময় স্করপিওতে থাকা মদ্যপ তিন যুবক বাইরে এসে সুইফ্ট ডিজ়ায়ার গাড়ির চালককে হুঁশিয়ারি দেন । সেই সময় চৌমাথায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ দু‘টি গাড়িকে আটক করে মধ্যমগ্রাম থানায় নিয়ে যায় ।

আরও পড়ুন : করোনায় প্রভাবিত ক্ষেত্রগুলির জন্য 1.1 লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

পরে লিখিত অভিযোগ পেয়ে স্করপিও গাড়ির তিন মদ্যপ আরোহীকে আটক করে মধ্যমগ্রাম থানার পুলিশ । পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয় । এদিকে অন্য গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগে স্করপিওর চালককে গ্রেফতার করা হয়েছে । পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, তিন যুবকের বিরুদ্ধে আলাদা মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । নীলবাতি লাগানো স্করপিও গাড়িটি আদৌ কোনও সরকারি গাড়ি কি না তা খতিয়ে দেখা হচ্ছে । এই গাড়িটি ওই মদ্যপ যুবকেরা কীভাবে পেলেন তাও খতিয়ে দেখা হচ্ছে । গাড়িটি যদি সরকারি না হয়, তাহলে সরকারি স্টিকার ওই গাড়িতে কে বা কারা লাগিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে । এদিকে চালক ও আরোহীসহ সুইফ্ট ডিজ়ায়ার গাড়িটি পরে ছেড়ে দেওয়া হয় ।

মধ্যমগ্রাম, 28 জুন : স্করপিও গাড়ির সামনে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল । গাড়ির মাথায় রয়েছে নীলবাতি । মধ্যমগ্রামে মদ্যপ অবস্থায় সেই গাড়ি নিয়ে অন্য এক গাড়িতে ধাক্কা মারার পর চালককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে । পুলিশ স্করপিওর তিন মদ্যপ আরোহীকে আটক করে । গাড়ি থেকে উদ্ধার হয়েছে মদের বোতল ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মধ্যমগ্রাম-সোদপুর রোড ধরে মধ্যমগ্রাম চৌমাথার দিকে আসছিল নীলবাতি দেওয়া একটি স্করপিও গাড়ি । গাড়ির সামনে ছিল পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার । চালক সহ গাড়িতে ছিলেন মোট চারজন । গাড়ির পিছনের সিটে থাকা তিন আরোহী মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।

মধ্যমগ্রাম চৌমাথার কাছে সিগনালে দাঁড়ানো একটি সুইফ্ট ডিজ়ায়ার গাড়িতে স্করপিওটি ধাক্কা দেয় বলে অভিযোগ । এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । অভিযোগ, সেই সময় স্করপিওতে থাকা মদ্যপ তিন যুবক বাইরে এসে সুইফ্ট ডিজ়ায়ার গাড়ির চালককে হুঁশিয়ারি দেন । সেই সময় চৌমাথায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ দু‘টি গাড়িকে আটক করে মধ্যমগ্রাম থানায় নিয়ে যায় ।

আরও পড়ুন : করোনায় প্রভাবিত ক্ষেত্রগুলির জন্য 1.1 লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

পরে লিখিত অভিযোগ পেয়ে স্করপিও গাড়ির তিন মদ্যপ আরোহীকে আটক করে মধ্যমগ্রাম থানার পুলিশ । পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয় । এদিকে অন্য গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগে স্করপিওর চালককে গ্রেফতার করা হয়েছে । পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, তিন যুবকের বিরুদ্ধে আলাদা মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । নীলবাতি লাগানো স্করপিও গাড়িটি আদৌ কোনও সরকারি গাড়ি কি না তা খতিয়ে দেখা হচ্ছে । এই গাড়িটি ওই মদ্যপ যুবকেরা কীভাবে পেলেন তাও খতিয়ে দেখা হচ্ছে । গাড়িটি যদি সরকারি না হয়, তাহলে সরকারি স্টিকার ওই গাড়িতে কে বা কারা লাগিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে । এদিকে চালক ও আরোহীসহ সুইফ্ট ডিজ়ায়ার গাড়িটি পরে ছেড়ে দেওয়া হয় ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.