বারাসত, 19 জুন : পরিবারতন্ত্র নিয়ে বারবার শাসকদলকে খোঁচা দিয়ে থাকে বিরোধীরা । এবার দলের মধ্যে যে পরিবারতন্ত্র রয়েছে তা কার্যত স্বীকার করে নিলেন পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিল গিরি । তিনি বলেন, "এটা শুধু আমাদের দলেই নয় । দেশের সব রাজনৈতিক দলের মধ্যেই পরিবারতন্ত্র রয়েছে । আমার ছেলে যদি যোগ্য হয়, রাজনৈতিক চেতনাসম্পন্ন হয়, ভালো সংগঠক হয় তাহলে তাঁকে দলে নিলে তাতে দলের কোনও ক্ষতি হয় না ।" তবে পাশাপাশি তিনি এও বলেন, "কিন্তু সবাইকে নিয়ে চললেই ভালো হয় । পূর্ব মেদিনীপুরেও পরিবারতন্ত্র রয়েছে । তবে এখন আমরা সবাই মিলে সংগঠনটা শক্তিশালী করবার চেষ্টা করছি । "
আজ দুপুরে বারাসত বিশেষ আদালতে পুরোনো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসেন তিনি । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভা নির্বাচনে দলের বিপর্যয়ের কারণ হিসাবে অখিলবাবু বলেন, "দলের নিচু স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত নেতা-কর্মীদের আচার-আচরণ, চলা-ফেরা, কথা-বার্তা মানুষের সাথে ব্যবহার অনেকখানি খারাপ হয়ে গেছিল ।" মেদিনীপুর ও জঙ্গলমহলে এবার তৃণমূলের ফল খারাপ হয়েছে । এপ্রসঙ্গে অখিলবাবুর বক্তব্য, "একথা ঠিক যে পূর্ব মেদিনীপুরের দুই লোকসভাকেন্দ্রে ভোট কিছু সংখ্যায় কমেছে । মানুষ হয়তো ভেবেছে দিল্লিতে তো একটা স্থায়ী সরকার তৈরি করতে হবে । ন্যাশনাল পার্টি দু'টোই একটা BJP আর একটা কংগ্রেস । " তবে এই অবস্থায় দলকে আবার ঘুরে দাঁড়াতে হলে কী করতে হবে? এর উত্তরে অখিলবাবু বলেন, "বুথ লেভেল থেকে সংগঠন সাজিয়ে আনতে হবে । আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি । বিধানসভা ভিত্তিক সংগঠন MLA-কে চেয়ারম্যান করে ব্লক কমিটি, জেলা কমিটি নতুন করে ঢেলে সাজাতে হবে । সংগঠনের কাজে যাতে সবাই বেশি করে মনযোগ দেয় সেদিকটাও দেখতে হবে । যাঁদের যোগ্যতা আছে, যাঁদের দিয়ে যে কাজ করা যাবে তাঁদের সেই দায়িত্ব দিতে হবে । " তিনি আরও বলেন, " মানুষ ঠকলেই শিক্ষা নেয় । মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন শিক্ষা নিয়ে সংগঠনের মেরামত করার চেষ্টা করছেন । আমরা 1 থেকে 34টা আসন পেয়েছিলাম । একইভাবে 22টা আসন থেকে আগামীতে 42 টা আসন পাব । এটা দিল্লির ভোট ছিল তাতে হয়তো আমাদের এখানে BJP কিছু বেশি সিট পেয়েছে । রাজ্যের ভোটে মানুষ আবার মমতা ব্যানার্জিকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেবেন । " কথা প্রসঙ্গে তিনি এও স্বীকার করেন, "এই নির্বাচনটা আমাদের একটা শিক্ষা দিয়েছে । আমরা বুঝতে পারিনি যে তলে তলে এতটা ক্ষত হয়েছে সংগঠনের । তবে আমরা শিক্ষা নিয়েছি । আগামী দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি । আর আমরা সফল হবই । "