বাগদা, 16 এপ্রিল : লকডাউন উপেক্ষা করে বেআইনিভাবে মাটি কাটার কাজ চলছিল । খবর পেয়েই তা বন্ধ করে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি । পরে পুলিশ এসে গ্রেপ্তার করে ট্রাক্টর চালককে । আটক করা হয় মাটি কাটার মেশিন ও ট্রাক্টরটিকে । উত্তর 24 পরগনার বাগদার কুরুলিয়ার ঘটনা ।
আজ সকালের দিকে বাগদার কুরুলিয়া গ্রামের একটি জমিতে হঠাৎই একটি মাটি কাটার মেশিন দিয়ে মাটি কাটা শুরু হয় । ঘটনাটি নজরে আসতেই গ্রামবাসীরা খবর দেয় পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়কে । তডিঘড়ি ঘটনাস্থানে পৌঁছান গোপা রায়। চালককে জিজ্ঞাসাবাদ করে কোনও উত্তর পাওয়া যায়নি । কোনও সরকারি অনুমতিপত্রও দেখাতে পারেনি সে ।
তারপরই ওই মাটি কাটার মেশিন ও ট্রাক্টরটিকে আটকে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে খবর দেন পঞ্চায়েত সমিতির সভাপতি । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের একাংশের তরফে জানা যায়, অভিজিৎ পাল নামে এক ব্যক্তি এই মাটি কাটার কাজটি করাচ্ছিলেন । সরকারিভাবে যে কোনও অনুমতি নেওয়া হয়নি, সেকথাও স্বীকার করেন তিনি ।
পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাদেবী বলেন, "লকডাউন চলছে। তার মাঝেই বেআইনিভাবে মাটি কাটা হচ্ছিল। চাষিরা আমাকে খবর দেওয়ার পর আমি ঘটনাস্থানে যাই। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ।"