ETV Bharat / state

বাগদায় বেআইনিভাবে মাটি কাটা আটকালেন পঞ্চায়েত সমিতির সভাপতি - illegal soil excavation in bagda

বেআইনিভাবে মাটি কাটার খবর পেয়ে আটকালেন পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় । বাগদার কুরুলিয়ার ঘটনা ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 16, 2020, 10:22 PM IST

বাগদা, 16 এপ্রিল : লকডাউন উপেক্ষা করে বেআইনিভাবে মাটি কাটার কাজ চলছিল । খবর পেয়েই তা বন্ধ করে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি । পরে পুলিশ এসে গ্রেপ্তার করে ট্রাক্টর চালককে । আটক করা হয় মাটি কাটার মেশিন ও ট্রাক্টরটিকে । উত্তর 24 পরগনার বাগদার কুরুলিয়ার ঘটনা ।

আজ সকালের দিকে বাগদার কুরুলিয়া গ্রামের একটি জমিতে হঠাৎই একটি মাটি কাটার মেশিন দিয়ে মাটি কাটা শুরু হয় । ঘটনাটি নজরে আসতেই গ্রামবাসীরা খবর দেয় পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়কে । তডিঘড়ি ঘটনাস্থানে পৌঁছান গোপা রায়। চালককে জিজ্ঞাসাবাদ করে কোনও উত্তর পাওয়া যায়নি । কোনও সরকারি অনুমতিপত্রও দেখাতে পারেনি সে ।

তারপরই ওই মাটি কাটার মেশিন ও ট্রাক্টরটিকে আটকে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে খবর দেন পঞ্চায়েত সমিতির সভাপতি । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের একাংশের তরফে জানা যায়, অভিজিৎ পাল নামে এক ব্যক্তি এই মাটি কাটার কাজটি করাচ্ছিলেন । সরকারিভাবে যে কোনও অনুমতি নেওয়া হয়নি, সেকথাও স্বীকার করেন তিনি ।

পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাদেবী বলেন, "লকডাউন চলছে। তার মাঝেই বেআইনিভাবে মাটি কাটা হচ্ছিল। চাষিরা আমাকে খবর দেওয়ার পর আমি ঘটনাস্থানে যাই। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ।"

বাগদা, 16 এপ্রিল : লকডাউন উপেক্ষা করে বেআইনিভাবে মাটি কাটার কাজ চলছিল । খবর পেয়েই তা বন্ধ করে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি । পরে পুলিশ এসে গ্রেপ্তার করে ট্রাক্টর চালককে । আটক করা হয় মাটি কাটার মেশিন ও ট্রাক্টরটিকে । উত্তর 24 পরগনার বাগদার কুরুলিয়ার ঘটনা ।

আজ সকালের দিকে বাগদার কুরুলিয়া গ্রামের একটি জমিতে হঠাৎই একটি মাটি কাটার মেশিন দিয়ে মাটি কাটা শুরু হয় । ঘটনাটি নজরে আসতেই গ্রামবাসীরা খবর দেয় পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়কে । তডিঘড়ি ঘটনাস্থানে পৌঁছান গোপা রায়। চালককে জিজ্ঞাসাবাদ করে কোনও উত্তর পাওয়া যায়নি । কোনও সরকারি অনুমতিপত্রও দেখাতে পারেনি সে ।

তারপরই ওই মাটি কাটার মেশিন ও ট্রাক্টরটিকে আটকে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে খবর দেন পঞ্চায়েত সমিতির সভাপতি । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের একাংশের তরফে জানা যায়, অভিজিৎ পাল নামে এক ব্যক্তি এই মাটি কাটার কাজটি করাচ্ছিলেন । সরকারিভাবে যে কোনও অনুমতি নেওয়া হয়নি, সেকথাও স্বীকার করেন তিনি ।

পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাদেবী বলেন, "লকডাউন চলছে। তার মাঝেই বেআইনিভাবে মাটি কাটা হচ্ছিল। চাষিরা আমাকে খবর দেওয়ার পর আমি ঘটনাস্থানে যাই। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.