ভাটপাড়া, 26 মার্চ : বগটুইয়ের গণহত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো বেআইনি অস্ত্র উদ্ধারে জোর তৎপরতা শুরু করে দেয় রাজ্য প্রশাসন। সেরকমই গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার অন্তর্গত কাঁকিনাড়া সাধুর মাঠ এলাকায় পুলিশ হানা দেয় ৷ সেখান থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ (Illegal Arms Recovery in Bhatapara) ।
ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে এগুলি কাজে লাগানো হত বলে পুলিশের সন্দেহ। যে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে, তাদের নাম বাপটু সরকার ও অখিল মজুমদার । অন্যদিকে একই রাতে জগদ্দলের গোলঘর জিলিপি মাঠের ধারে একটি বটগাছের ফাঁক-ফোকর থেকে আটটি বোমা উদ্ধার হয়েছে জগদ্দল পুলিশের তৎপরতায় (Illegal Arms Recovery in Jagatdal) ৷
এরপর ফের শুক্রবার ভোরের দিকে শ্যামনগর প্রভাতী সংঘ মাঠ থেকে আগ্নেয়াস্ত্র-সহ তিনজনকে পুলিশ পাকড়াও করেছে । পুলিশ জানিয়েছে, অস্ত্র ও বোমা উদ্ধারে এহেন তল্লাশি অভিযান জারি থাকবে ।
আরও পড়ুন : আসানসোল উপনির্বাচনের আগে নাকা চেকিংয়ে উদ্ধার প্রায় সাড়ে চার লক্ষ টাকা
মূলত বোমাবাজি, আগ্নেয়াস্ত্র উদ্ধারে বারবারই খবরের শিরোনামে এসেছে ভাটপাড়া ৷ ব্যারাকপুর লোকসভা এলাকায় 2019-এর পর থেকে ভাটপাড়া, জগদ্দল এলাকায় বোমাবাজি প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছিল। পুলিশি এই অভিযানে সমাজবিরোধীরা শায়েস্তা হয় কিনা, তাই এখন দেখার ৷