বনগাঁ, 24 নভেম্বর : তৃণমূল আর জিতবে না । তৃণমূলের দশা ছোটো এক টাকার কয়েনের মতো । সরকার বাতিল করেনি । কিন্তু, মানুষ নিচ্ছে না । মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিকেলে নরেন্দ্র মোদি ও অমিত শাহের বাড়িতে গিয়ে বলবেন, বাসন মেজে দেব । আমাকে একটা মন্ত্রী বানিয়ে দিন । সোমবার উত্তর 24 পরগনার বনগাঁয় দলীয় সভায় ঠিক এই ভাষাতেই তৃণমূল নেত্রীকে আক্রমণ করলেন CPI(M) নেতা শতরূপ ঘোষ ।
এদিন তিনি 26 নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বামপন্থী গণসংগঠনের ডাকা ধর্মঘটে রাস্তায় নামার জন্য সকলকে আহ্বান জানান । আক্রমণ হলে পালটা আক্রমণের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘নারদ-কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে সাধারণ মানুষকে বলেছিলেন, আপনাদের বাড়িতে আমি বাসন মেজে দেব । তবু আমাদের হারাবেন না । 2021 সালে বিধানসভা নির্বাচনে দুপুরবেলায় হেরে বিকেলবেলায় দিল্লিতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের কাছে গিয়ে তিনি বলবেন, আপনাদের বাড়িতে বাসন মেজে দেব । আমাকে একটা মন্ত্রী বানিয়ে দিন ।’’
এদিন উত্তর 24 পরগনার বনগাঁ বাটার মোড়ের সভা থেকে তৃণমূল ও BJP-কে আক্রমণ করেন শতরূপ । তিনি কখনও নরেন্দ্র মোদির সরকার, তো কখনও বাংলার সরকারের বিরুদ্ধে সরব হন। গুজরাতে অমিত শাহর ছেলে জয় শাহ ও বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে তিনি কটাক্ষ করেন। ধর্মঘট সফল করতে সমর্থকদের আহ্বান জানান । সেই সময় আক্রমণ এলে, পালটা আক্রমণের হুঁশিয়ারিও দেন । পুলিশ মিথ্যা মামলা করলে আগামী তিন মাস পরে সরকার পরিবর্তন হওয়ার পরেই মিছিল করে থানায় গিয়ে কেসের ফাইল নিয়ে নদীতে নিক্ষেপ করা হবে বলেও দাবি করেন তিনি ।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শতরূপ। ধর্মঘটে যদি সরকার বিরোধিতা করে সেই প্রসঙ্গে তিনি বলেন, ওরা যেমন ভাবে বিরোধিতা করবে, আমরা তেমনভাবে বিরোধিতা করব। স্লোগানে বিরোধিতা করলে আমরা স্লোগানে বিরোধিতা করব। লাঠি নিয়ে বিরোধিতা করলে আমরা ডান্ডা মেরে বিরোধিতা করব ।
শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, ‘‘উনি নন্দীগ্রামে বলেছিলেন, মেদিনীপুরের লাল ঝান্ডা ধরার মতো একটা হাতকে রাখবেন না। কিন্তু এখন মেদিনীপুরে লাল ঝান্ডা উঠছে। আর শুভেন্দু অধিকারী তৃণমূলের পতাকা ছাড়ছেন । শুভেন্দু অধিকারী তৃণমূলে থাক বা BJP-তে যাক এটা বড় কথা নয় । শুভেন্দু অধিকারী নারদ-সারদার টাকা চুরি করেছেন । আমাদের কর্মীদের মেরেছেন । আগামী বছর আমরা সরকারে এলে শুভেন্দু জেলে যাবেন ।