ETV Bharat / state

সন্ত্রাসবাদী হলে আমরা বন্দুক হাতে তুলে নিতাম : মুকুল রায়

রবিবার বারাসতের নবপল্লিতে BJP-র কর্মীসভা ছিল। সেই সভায় প্রধান বক্তা ছিলেন মুকুল রায়। পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, BJP সন্ত্রাসবাদী দল হলে আমরা বন্দুক জোগাড় করতাম।

Mukul Roy
মুকুল রায়
author img

By

Published : Mar 15, 2020, 9:37 PM IST

Updated : Mar 15, 2020, 9:52 PM IST

বারাসত,15 মার্চ : BJP সন্ত্রাসবাদী দল হলে তাঁরা বন্দুক জোগাড় করতেন । রবিবার উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে এমন মন্তব্য করলেন BJP নেতা মুকুল রায়। সঙ্গে তিনি সংযোজন করলেন, আসন্ন পৌরভোটে তৃণমূল সন্ত্রাস করলেও তাঁরা পালটা সন্ত্রাস করবেন না। মানুষের উপরেই ভরসা রাখবেন।

রবিবার বারাসতের নবপল্লিতে BJP-র কর্মীসভা ছিল। সভায় প্রধান বক্তা ছিলেন মুকুল। সেখানে তিনি বলেন, যখন কোরোনা মহামারী তখন রাজ্য নির্বাচন কমিশন বৈঠক ডাকছে। ভোট কীভাবে হবে সেটাই আলোচ্য বিষয়। আমি ভোট পিছিয়ে দেওয়ার দাবি তুললেই তৃণমূল বলবে, BJP ভয়ে পালিয়ে যাচ্ছে। মানুষ বাঁচলে তবেই তো গণতন্ত্র বাঁচবে। কোরোনা মোকাবিলা নিয়ে রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। তারপরই রাজ্য সরকারের প্রশংসা করে মুকুল বলেন, কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারও বেশ কয়েকটা ভালো পদক্ষেপ নিয়েছে। স্কুল, কলেজ ছুটি দিয়েছে। সভা-সমিতি নিষিদ্ধ ঘোষণা করেছে। ক্রিকেট খেলা বন্ধ করেছে। " BJP-তে গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল বলেন, "প্রত্যেকটি দলেই গোষ্ঠীকোন্দল আছে। এটা থাকে। এটা সাধারণ ব্যাপার।"

মুকুল রায়

আব্বাস সিদ্দিকির দলকে মৌলবাদী শক্তি আখ্যা দিয়ে মুকুল এদিন তিনি বলেন, "মৌলবাদী শক্তি আসন্ন পৌর নির্বাচনে আদতে কোনও প্রভাব ফেলতে পারবে না।" আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুকুলের বক্তব্যের বেশিরভাগটা জুড়ে ছিল কোরোনা ভাইরাসের মতো মহামারীর মধ্যে আসন্ন পৌরসভা নির্বাচন ৷ তিনি প্রশ্ন তুলেছেন, "নির্বাচন কমিশন কী করে এই সংকটকালে নির্বাচনী বৈঠক ডাকল ?"

মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য CPI(M) ও কংগ্রেসের সঙ্গে আঁতাত করছেন বলে মুকুল এদিন তাঁর পুরোনো অবস্থানে অটল থাকলেন। তিনি বলেন, 'তৃণমূল 42টা আসনে প্রার্থী দিতে পারে। প্রধানমন্ত্রী হতে গেলে 270 জন সাংসদ লাগে। 42 দিয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় না। তাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে CPI(M) ও কংগ্রেসের সঙ্গে আঁতাত করে চলতে হয়।'

এদিন BJP-র কর্মীসভায় ছিলেন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়-সহ জেলা কমিটির পদাধিকারী ও বিভিন্ন মণ্ডল কমিটির সভাপতিরা ৷

বারাসত,15 মার্চ : BJP সন্ত্রাসবাদী দল হলে তাঁরা বন্দুক জোগাড় করতেন । রবিবার উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে এমন মন্তব্য করলেন BJP নেতা মুকুল রায়। সঙ্গে তিনি সংযোজন করলেন, আসন্ন পৌরভোটে তৃণমূল সন্ত্রাস করলেও তাঁরা পালটা সন্ত্রাস করবেন না। মানুষের উপরেই ভরসা রাখবেন।

রবিবার বারাসতের নবপল্লিতে BJP-র কর্মীসভা ছিল। সভায় প্রধান বক্তা ছিলেন মুকুল। সেখানে তিনি বলেন, যখন কোরোনা মহামারী তখন রাজ্য নির্বাচন কমিশন বৈঠক ডাকছে। ভোট কীভাবে হবে সেটাই আলোচ্য বিষয়। আমি ভোট পিছিয়ে দেওয়ার দাবি তুললেই তৃণমূল বলবে, BJP ভয়ে পালিয়ে যাচ্ছে। মানুষ বাঁচলে তবেই তো গণতন্ত্র বাঁচবে। কোরোনা মোকাবিলা নিয়ে রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। তারপরই রাজ্য সরকারের প্রশংসা করে মুকুল বলেন, কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারও বেশ কয়েকটা ভালো পদক্ষেপ নিয়েছে। স্কুল, কলেজ ছুটি দিয়েছে। সভা-সমিতি নিষিদ্ধ ঘোষণা করেছে। ক্রিকেট খেলা বন্ধ করেছে। " BJP-তে গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল বলেন, "প্রত্যেকটি দলেই গোষ্ঠীকোন্দল আছে। এটা থাকে। এটা সাধারণ ব্যাপার।"

মুকুল রায়

আব্বাস সিদ্দিকির দলকে মৌলবাদী শক্তি আখ্যা দিয়ে মুকুল এদিন তিনি বলেন, "মৌলবাদী শক্তি আসন্ন পৌর নির্বাচনে আদতে কোনও প্রভাব ফেলতে পারবে না।" আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুকুলের বক্তব্যের বেশিরভাগটা জুড়ে ছিল কোরোনা ভাইরাসের মতো মহামারীর মধ্যে আসন্ন পৌরসভা নির্বাচন ৷ তিনি প্রশ্ন তুলেছেন, "নির্বাচন কমিশন কী করে এই সংকটকালে নির্বাচনী বৈঠক ডাকল ?"

মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য CPI(M) ও কংগ্রেসের সঙ্গে আঁতাত করছেন বলে মুকুল এদিন তাঁর পুরোনো অবস্থানে অটল থাকলেন। তিনি বলেন, 'তৃণমূল 42টা আসনে প্রার্থী দিতে পারে। প্রধানমন্ত্রী হতে গেলে 270 জন সাংসদ লাগে। 42 দিয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় না। তাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে CPI(M) ও কংগ্রেসের সঙ্গে আঁতাত করে চলতে হয়।'

এদিন BJP-র কর্মীসভায় ছিলেন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়-সহ জেলা কমিটির পদাধিকারী ও বিভিন্ন মণ্ডল কমিটির সভাপতিরা ৷

Last Updated : Mar 15, 2020, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.