ETV Bharat / state

COVID POSTMORTEM : মৃত শুভ্রজিৎ করোনা আক্রান্ত ছিল না, উল্লেখ আরটি-পিসিআর রিপোর্টে - Shubhrajit Chatterjee

করোনা আক্রান্ত ছিল না ইছাপুরের শুভ্রজিৎ চট্টোপাধ্যায় ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে ময়নাতদন্ত এবং আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷ গত বছর জুলাই মাসে বেলঘড়িয়ার এক নার্সিংহোম একটি সাদা কাগজে শুভ্রজিতের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে উল্লেখ করে দিয়েছিল ৷ যে ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভ্রজিতের মা ও বাবা ৷

icchapur-resident-shubhrajit-chatterjee-wasnt-covid-19-positive-mention-in-rtpcr-report
ইছাপুরের বাসিন্দা মৃত শুভ্রজিৎ করোনা আক্রান্ত ছিল না, উল্লেখ আরটি-পিসিআর রিপোর্টে
author img

By

Published : Aug 31, 2021, 6:10 PM IST

ব্যারাকপুর, 31 অগস্ট : করোনা আক্রান্ত ছিল না ইছাপুরের বাসিন্দা, দ্বাদশ শ্রেণির ছাত্র শুভ্রজিৎ চট্টোপাধ্যায় ৷ আরটি-পিসিআর রিপোর্ট আসার পর এমনটাই জানা গেল ৷ গত বছর 10 জুলাই অসুস্থ শুভ্রজিৎকে কামারহাটি ইএসআই থেকে বেলঘড়িয়ার এক নার্সিংহোমে ভর্তি করানো হয় ৷ সেখান থেকে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হয়ে কলকাতা মেডিক্যাল কলেজে অসুস্থ শুভ্রজিৎকে নিয়ে ঘুরতে হয় তাঁর মা বাবাকে ৷ যেখানে অভিযোগ উঠেছিল বেলঘড়িয়ার নার্সিংহোম করোনা পরীক্ষার জন্য রক্তের নমুনা নিয়েছিল এবং কয়েকঘণ্টা পরে সাদা কাগজে কোভিড পজিটিভ লিখে ভর্তি না করে ফেরত পাঠিয়ে দেয় ৷ পরবর্তী সময়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে 11 তারিখ ভোররাতে মৃত্যু হয় শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের ৷

কিন্তু, ছেলের মৃত্যু মেনে নিতে পারেননি শুভ্রজিতের মা ৷ তিনি ছেলের দেহ নিতে অস্বীকার করে, ময়নাতদন্তের দাবি জানান ৷ সেই মতো বেলঘড়িয়া থানায় কামারহাটি ইএসআই, বেলঘড়িয়ার নার্সিংহোম, সাগরদত্ত মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং বেলঘড়িয়া থানার ওসি রতন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যান ৷ সেখানে অভিযোগ দায়ের করা হলেও, বিষয়টি স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছিল ৷ সেখান বিষয়টিকে 304এ ধারায় মামলা দায়ের করা হয়েছিল ৷ কিন্তু, ওই ধারাটি মামলাকে লঘু করে দিয়েছিল ৷

আরও পড়ুন : Sourav Ganguly : করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, ভর্তি হাসপাতালে

সেই সময় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ওই পরিবারের পাশে দাঁড়ান ৷ তাঁরা কলকাতা হাইকোর্ট মামলাটিকে নিয়ে যান এবং বিনা পারিশ্রমিকে ওই মামলা লড়েন ৷ সেখানে রাজ্য সরকারের আইনজীবীর তরফে বিরোধিতা করা হলেও, হাইকোর্ট শুভ্রজিতের দেহের ময়নাতদন্ত, ভিসেরা পরীক্ষা এবং আরটি-পিসিআর সহ সমগ্র প্রক্রিয়াটি ভিডিয়োগ্রাফি করার নির্দেশ দেয় ৷ সেই আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট এসেছে ৷ যেখানে বলা হয়েছে, শুভ্রজিৎ চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত ছিলেন না ৷

আরও পড়ুন : Delta Plus AY-12 : উত্তরাখণ্ডে করোনা আক্রান্তের শরীরে ডেল্টা প্লাসের নতুন ভ্যারিয়্যান্ট

প্রসঙ্গত, শুভ্রজিৎ চট্টোপাধ্যায়কে কামারহাটি ইএসআইতে পরিকাঠামোর অভাব বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল ৷ এমনকি বেলঘড়িয়ার নার্সিংহোমে দীর্ঘক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল শুভ্রজিৎকে ৷ সেই সময় বেলঘড়িয়া থানায় খবর দেওয়া হলে, পুলিশ সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলে অভিযোগ করেছেন শুভ্রজিতের মা ৷ এমনকি সাগরদত্ত মেডিক্যাল কলেজ থেকেও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল ৷ এমনকি কলকাতা মেডিক্য়াল কলেজ ও হাসপাতালেও শুভ্রজিৎকে দীর্ঘক্ষণ বাইরে ফেলে রাখা হয়েছিল ৷ শেষে শুভ্রজিতের মা হাসপাতালের বাইরে আত্মহত্যার হুমকি দিলে কর্তৃপক্ষের টনক নড়ে ৷ এই ঘটনায় হাসপাতাল এবং পুলিশের বিরুদ্ধে স্বাস্থ্য দফতরের দ্বারস্থ হন তিনি ৷

ব্যারাকপুর, 31 অগস্ট : করোনা আক্রান্ত ছিল না ইছাপুরের বাসিন্দা, দ্বাদশ শ্রেণির ছাত্র শুভ্রজিৎ চট্টোপাধ্যায় ৷ আরটি-পিসিআর রিপোর্ট আসার পর এমনটাই জানা গেল ৷ গত বছর 10 জুলাই অসুস্থ শুভ্রজিৎকে কামারহাটি ইএসআই থেকে বেলঘড়িয়ার এক নার্সিংহোমে ভর্তি করানো হয় ৷ সেখান থেকে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হয়ে কলকাতা মেডিক্যাল কলেজে অসুস্থ শুভ্রজিৎকে নিয়ে ঘুরতে হয় তাঁর মা বাবাকে ৷ যেখানে অভিযোগ উঠেছিল বেলঘড়িয়ার নার্সিংহোম করোনা পরীক্ষার জন্য রক্তের নমুনা নিয়েছিল এবং কয়েকঘণ্টা পরে সাদা কাগজে কোভিড পজিটিভ লিখে ভর্তি না করে ফেরত পাঠিয়ে দেয় ৷ পরবর্তী সময়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে 11 তারিখ ভোররাতে মৃত্যু হয় শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের ৷

কিন্তু, ছেলের মৃত্যু মেনে নিতে পারেননি শুভ্রজিতের মা ৷ তিনি ছেলের দেহ নিতে অস্বীকার করে, ময়নাতদন্তের দাবি জানান ৷ সেই মতো বেলঘড়িয়া থানায় কামারহাটি ইএসআই, বেলঘড়িয়ার নার্সিংহোম, সাগরদত্ত মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং বেলঘড়িয়া থানার ওসি রতন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যান ৷ সেখানে অভিযোগ দায়ের করা হলেও, বিষয়টি স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছিল ৷ সেখান বিষয়টিকে 304এ ধারায় মামলা দায়ের করা হয়েছিল ৷ কিন্তু, ওই ধারাটি মামলাকে লঘু করে দিয়েছিল ৷

আরও পড়ুন : Sourav Ganguly : করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, ভর্তি হাসপাতালে

সেই সময় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ওই পরিবারের পাশে দাঁড়ান ৷ তাঁরা কলকাতা হাইকোর্ট মামলাটিকে নিয়ে যান এবং বিনা পারিশ্রমিকে ওই মামলা লড়েন ৷ সেখানে রাজ্য সরকারের আইনজীবীর তরফে বিরোধিতা করা হলেও, হাইকোর্ট শুভ্রজিতের দেহের ময়নাতদন্ত, ভিসেরা পরীক্ষা এবং আরটি-পিসিআর সহ সমগ্র প্রক্রিয়াটি ভিডিয়োগ্রাফি করার নির্দেশ দেয় ৷ সেই আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট এসেছে ৷ যেখানে বলা হয়েছে, শুভ্রজিৎ চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত ছিলেন না ৷

আরও পড়ুন : Delta Plus AY-12 : উত্তরাখণ্ডে করোনা আক্রান্তের শরীরে ডেল্টা প্লাসের নতুন ভ্যারিয়্যান্ট

প্রসঙ্গত, শুভ্রজিৎ চট্টোপাধ্যায়কে কামারহাটি ইএসআইতে পরিকাঠামোর অভাব বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল ৷ এমনকি বেলঘড়িয়ার নার্সিংহোমে দীর্ঘক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল শুভ্রজিৎকে ৷ সেই সময় বেলঘড়িয়া থানায় খবর দেওয়া হলে, পুলিশ সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলে অভিযোগ করেছেন শুভ্রজিতের মা ৷ এমনকি সাগরদত্ত মেডিক্যাল কলেজ থেকেও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল ৷ এমনকি কলকাতা মেডিক্য়াল কলেজ ও হাসপাতালেও শুভ্রজিৎকে দীর্ঘক্ষণ বাইরে ফেলে রাখা হয়েছিল ৷ শেষে শুভ্রজিতের মা হাসপাতালের বাইরে আত্মহত্যার হুমকি দিলে কর্তৃপক্ষের টনক নড়ে ৷ এই ঘটনায় হাসপাতাল এবং পুলিশের বিরুদ্ধে স্বাস্থ্য দফতরের দ্বারস্থ হন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.