ETV Bharat / state

উর্দি পরে তৃণমূলের হকার্স ইউনিয়নের মঞ্চে বারাসতের IC, বিতর্ক - IC of Barasat Police Station

বারাসতের হরিতলা কে বি বোস রোডে প্রয়াত প্রাক্তন কাউন্সিলরের স্মৃতিসভায় উর্দি পরেই হাজির বারাসত থানার IC ।

TMC at Barasat
বারাসত থানার IC
author img

By

Published : Nov 13, 2020, 11:01 PM IST

বারাসত, 13 নভেম্বর : প্রয়াত প্রাক্তন কাউন্সিলর প্রদ্যুত ভট্টাচার্যের স্মৃতিতে এক সভার আয়োজন হল বারাসতের হরিতলা মোড়ে ।সেই অনুষ্ঠানে উর্দি পরে মঞ্চে উঠে বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্য বিতর্ক বাড়ালেন ।

বারাসতের হরিতলা কে বি বোস রোডে প্রয়াত প্রদ্যুত ভট্টাচার্যের স্মরণে এক সভার আয়োজন করেছিল তৃণমূল পরিচালিত হকার্স ইউনিয়ন । গত বছর বাঁকুড়ার দেশের বাড়ি থেকে ফেরার পথে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বারাসতের দক্ষ প্রশাসক প্রদ্যুত ভট্টাচার্য ও তাঁর ভাইয়ের । তাঁর স্মৃতিতে আয়োজিত আজকের সভায় উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনার জেলা কো-অর্ডিনেটর নারায়ণ গোস্বামী, জেলার তৃণমূলের মুখপত্র রথীন ঘোষ-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা । অনুষ্ঠান মঞ্চ থেকে প্রদ্যুত ভট্টাচার্যের মাটির আবক্ষ মূর্তির উন্মোচন হয় ।

কিন্তু মঞ্চে কেন বারাসত থানার IC, তা নিয়ে বিতর্কের শেষ নেই । যদিও IC দাবি করেছেন, ওই অনুষ্ঠান অরাজনৈতিক । তবে রাজনৈতিক মহল বিষয়টি মোটেও ভালো ভাবে দেখছেন না । তাঁরা মনে করছেন এই ঘটনা নিন্দাজনক ।

তৃণমূল পরিচালিত হকার্স ইউনিয়নের মঞ্চে বারাসতের IC

BJP-র জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলছেন, "এই বিষয়ে অবাক হওয়ার কিছু নেই । পুলিশ আর তৃণমূল ভাই-ভাই । একে অপরের পরিপূরক ।" তিনি আরও বলেন, "কিছুদিন আগে একটি রক্তদান শিবিরে IC দত্তপুকুর মানস চক্রবর্তী উপস্থিত থাকার কারণে তাঁকে সাসপেনশনে যেতে হয়েছিল ।" তাহলে তাঁর (বারাসত থানার IC-র) কেন হবে না, এই নিয়েও তোলেন BJP জেলা সভাপতি ।

অন্যদিকে বারাসতের বামফ্রন্ট নেতা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, "দ্রুতই ওনাকে বামেদের অনুষ্ঠানে আমন্ত্রণ করব । আসতে পারবেন তো ?" তবে এই প্রসঙ্গে তৃণমূলের বেশ কয়েকজন নেতা জানান তাঁরা মঞ্চে IC-কে দেখেন নি।

বিষয়টি নিয়ে ফোনে যোগাযোগ করা হয়েছিলস বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । তিনি বলেন, "আমার কাছে এখনও খবরটি আসেনি । অভিযোগ খতিয়ে দেখব ।"

বারাসত, 13 নভেম্বর : প্রয়াত প্রাক্তন কাউন্সিলর প্রদ্যুত ভট্টাচার্যের স্মৃতিতে এক সভার আয়োজন হল বারাসতের হরিতলা মোড়ে ।সেই অনুষ্ঠানে উর্দি পরে মঞ্চে উঠে বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্য বিতর্ক বাড়ালেন ।

বারাসতের হরিতলা কে বি বোস রোডে প্রয়াত প্রদ্যুত ভট্টাচার্যের স্মরণে এক সভার আয়োজন করেছিল তৃণমূল পরিচালিত হকার্স ইউনিয়ন । গত বছর বাঁকুড়ার দেশের বাড়ি থেকে ফেরার পথে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বারাসতের দক্ষ প্রশাসক প্রদ্যুত ভট্টাচার্য ও তাঁর ভাইয়ের । তাঁর স্মৃতিতে আয়োজিত আজকের সভায় উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনার জেলা কো-অর্ডিনেটর নারায়ণ গোস্বামী, জেলার তৃণমূলের মুখপত্র রথীন ঘোষ-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা । অনুষ্ঠান মঞ্চ থেকে প্রদ্যুত ভট্টাচার্যের মাটির আবক্ষ মূর্তির উন্মোচন হয় ।

কিন্তু মঞ্চে কেন বারাসত থানার IC, তা নিয়ে বিতর্কের শেষ নেই । যদিও IC দাবি করেছেন, ওই অনুষ্ঠান অরাজনৈতিক । তবে রাজনৈতিক মহল বিষয়টি মোটেও ভালো ভাবে দেখছেন না । তাঁরা মনে করছেন এই ঘটনা নিন্দাজনক ।

তৃণমূল পরিচালিত হকার্স ইউনিয়নের মঞ্চে বারাসতের IC

BJP-র জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলছেন, "এই বিষয়ে অবাক হওয়ার কিছু নেই । পুলিশ আর তৃণমূল ভাই-ভাই । একে অপরের পরিপূরক ।" তিনি আরও বলেন, "কিছুদিন আগে একটি রক্তদান শিবিরে IC দত্তপুকুর মানস চক্রবর্তী উপস্থিত থাকার কারণে তাঁকে সাসপেনশনে যেতে হয়েছিল ।" তাহলে তাঁর (বারাসত থানার IC-র) কেন হবে না, এই নিয়েও তোলেন BJP জেলা সভাপতি ।

অন্যদিকে বারাসতের বামফ্রন্ট নেতা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, "দ্রুতই ওনাকে বামেদের অনুষ্ঠানে আমন্ত্রণ করব । আসতে পারবেন তো ?" তবে এই প্রসঙ্গে তৃণমূলের বেশ কয়েকজন নেতা জানান তাঁরা মঞ্চে IC-কে দেখেন নি।

বিষয়টি নিয়ে ফোনে যোগাযোগ করা হয়েছিলস বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । তিনি বলেন, "আমার কাছে এখনও খবরটি আসেনি । অভিযোগ খতিয়ে দেখব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.