ETV Bharat / state

ভাটপাড়ায় শান্তি ফেরাতে চাই; মদনকে হারিয়ে বললেন পবন - অর্জুন সিং

''আমি এখানে নতুন । রাজনীতিতে তেমন অভিজ্ঞতা নেই । মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছেন। তাঁদের ধন্যবাদ জানাই ।" ভোটে জিতে বললেন পবন সিং ।

পবন পুত্র
author img

By

Published : May 23, 2019, 4:37 PM IST

Updated : May 23, 2019, 4:58 PM IST

ভাটপাড়া, 23 মে : সব জল্পনার ইতি । ভাটপাড়া উপনির্বাচনে জয়ী হলেন BJP প্রার্থী পবন সিং । হারালেন তৃণমূলের মদন মিত্রকে ।

উপনির্বাচন ঘিরে প্রথম থেকেই উত্তপ্ত ছিল ভাটপাড়া । ভোটের দিন দিন তা চরমে ওঠে । তৃণমূল-BJP সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া । বহু মানুষ জখম হন । ঘরছাড়া অনেকে । নির্বাচন শেষ হলেও ভাটপাড়ার আকাশে এখনও অশান্তির কালো মেঘ । ভোটে জেতার পরই অশান্ত ভাটপাড়ায় শান্তি ফেরানোর বার্তা দিলেন অর্জুন-পুত্র পবন সিং।

আজ উপনির্বাচনে জয়ী হয়ে পবন বলেন, "নির্বাচনের সময় থেকে দাঙ্গা-সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া । এখনও বহু মানুষ ঘরছাড়া ।'' এরপরই পবন দাবি করেন, ভাটপাড়ায় শান্তি ফেরানোই তাঁর একমাত্র কাজ । শুধু তাই নয়, ঘরছাড়াদের দ্রুত ঘরে ফেরানোর ব্যবস্থা করবেন বলেও কথা দিয়েছেন অর্জুন-পুত্র ।

আগে ভাটপাড়ার বিধায়ক ছিলেন অর্জুন সিং । কিন্তু, তৃণমূল ছেড়ে তিনি BJP-তে যোগ দেন, প্রার্থী হন লোকসভায় । তাই ভাটপাড়ায় উপনির্বাচন । BJP প্রার্থী করে অর্জুন সিংয়ের ছেলে পবনকে । তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছিল মদন মিত্রকে । আজ জয়ের পর অর্জুন-পুত্রের স্বীকারোক্তি, ''আমি এখানে নতুন । রাজনীতিতে তেমন অভিজ্ঞতা নেই । মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছেন। তাঁদের ধন্যবাদ জানাই ।"

ভাটপাড়া, 23 মে : সব জল্পনার ইতি । ভাটপাড়া উপনির্বাচনে জয়ী হলেন BJP প্রার্থী পবন সিং । হারালেন তৃণমূলের মদন মিত্রকে ।

উপনির্বাচন ঘিরে প্রথম থেকেই উত্তপ্ত ছিল ভাটপাড়া । ভোটের দিন দিন তা চরমে ওঠে । তৃণমূল-BJP সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া । বহু মানুষ জখম হন । ঘরছাড়া অনেকে । নির্বাচন শেষ হলেও ভাটপাড়ার আকাশে এখনও অশান্তির কালো মেঘ । ভোটে জেতার পরই অশান্ত ভাটপাড়ায় শান্তি ফেরানোর বার্তা দিলেন অর্জুন-পুত্র পবন সিং।

আজ উপনির্বাচনে জয়ী হয়ে পবন বলেন, "নির্বাচনের সময় থেকে দাঙ্গা-সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া । এখনও বহু মানুষ ঘরছাড়া ।'' এরপরই পবন দাবি করেন, ভাটপাড়ায় শান্তি ফেরানোই তাঁর একমাত্র কাজ । শুধু তাই নয়, ঘরছাড়াদের দ্রুত ঘরে ফেরানোর ব্যবস্থা করবেন বলেও কথা দিয়েছেন অর্জুন-পুত্র ।

আগে ভাটপাড়ার বিধায়ক ছিলেন অর্জুন সিং । কিন্তু, তৃণমূল ছেড়ে তিনি BJP-তে যোগ দেন, প্রার্থী হন লোকসভায় । তাই ভাটপাড়ায় উপনির্বাচন । BJP প্রার্থী করে অর্জুন সিংয়ের ছেলে পবনকে । তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছিল মদন মিত্রকে । আজ জয়ের পর অর্জুন-পুত্রের স্বীকারোক্তি, ''আমি এখানে নতুন । রাজনীতিতে তেমন অভিজ্ঞতা নেই । মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছেন। তাঁদের ধন্যবাদ জানাই ।"

sample description
Last Updated : May 23, 2019, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.