ETV Bharat / state

"মুখ্যমন্ত্রীর ছবি দেখলে শক্তি পাই," বললেন BDO - BDO of Hasnabad

ত্রাণ বণ্টন কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন BDO । দাবি করলেন, মু্খ্যমন্ত্রীর ছবির সামনে দাঁড়ালে শক্তি পান তিনি ।

BDO
ব্লক উন্নয়ন আধিকারিক
author img

By

Published : Dec 2, 2019, 10:43 PM IST

হাসনাবাদ, 2 ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর ছবির সামনে দাঁড়ালে তিনি কাজ করার প্রেরণা পান । গতকাল একথা বলেন হাসনাবাদের BDO অরিন্দম মুখোপাধ্যায় । সরকারি আমলার এই মন্তব্যের জেরে শুরু হয়েছে বিতর্ক ।

গতকাল হাসনাবাদ মুরারিশা চৌমাথায় সরকারি ত্রাণ বণ্টন কর্মসূচি ছিল । সেখানে উপস্থিতি ছিলেন BDO অরিন্দম মুখোপাধ্যায় । ওই কর্মসূচিতে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেন তিনি বলেন, "সকালে মুখ্যমন্ত্রীর ছবি দেখলে এনার্জি পাই ।"

আজ সাংবাদিকরা ফের তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন । তিনি বলেন, "আপনি যে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করবেন তার জন্য শক্তি দরকার । প্রত্যেকটা মানুষেরই শক্তির একটা কেন্দ্রস্থল থাকে । কেউ প্রাণায়াম করেন, কেউ যোগা করেন । এটা সত্যি-মিথ্যের বিষয় নয় । এটা হচ্ছে অনুশীলনের বিষয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কর্মবীর । তাই ওনার ছবির সামনে দাঁড়ালে কর্মের অনুপ্রেরণা আপনিও পাবেন ।"

BDO গতকাল ত্রাণ বণ্টন কর্মসূচিতে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রীকে জনদরদি আখ্যা দিয়ে বলেন, "ছাত্র-ছাত্রীদের পাঁচ লিটার করে কেরোসিন দেওয়া হবে । পঞ্চায়েত স্তর থেকে এই বিলি বণ্টন হচ্ছে । পরীক্ষার্থীরা যাতে পড়াশোনা করতে সমস্যায় না পড়ে তার জন্য এটা করা হল । মনে রাখবেন এই ঘোষণাটাও ছিল মুখ্যমন্ত্রীর । তাঁরই মস্তিষ্ক প্রসূত এই ভাবনা । এত জনদরদী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আগে কখনও দেখিনি । আর পরে কখনও আসবে কি না আমার জানা নেই ।"

হাসনাবাদ, 2 ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর ছবির সামনে দাঁড়ালে তিনি কাজ করার প্রেরণা পান । গতকাল একথা বলেন হাসনাবাদের BDO অরিন্দম মুখোপাধ্যায় । সরকারি আমলার এই মন্তব্যের জেরে শুরু হয়েছে বিতর্ক ।

গতকাল হাসনাবাদ মুরারিশা চৌমাথায় সরকারি ত্রাণ বণ্টন কর্মসূচি ছিল । সেখানে উপস্থিতি ছিলেন BDO অরিন্দম মুখোপাধ্যায় । ওই কর্মসূচিতে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেন তিনি বলেন, "সকালে মুখ্যমন্ত্রীর ছবি দেখলে এনার্জি পাই ।"

আজ সাংবাদিকরা ফের তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন । তিনি বলেন, "আপনি যে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করবেন তার জন্য শক্তি দরকার । প্রত্যেকটা মানুষেরই শক্তির একটা কেন্দ্রস্থল থাকে । কেউ প্রাণায়াম করেন, কেউ যোগা করেন । এটা সত্যি-মিথ্যের বিষয় নয় । এটা হচ্ছে অনুশীলনের বিষয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কর্মবীর । তাই ওনার ছবির সামনে দাঁড়ালে কর্মের অনুপ্রেরণা আপনিও পাবেন ।"

BDO গতকাল ত্রাণ বণ্টন কর্মসূচিতে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রীকে জনদরদি আখ্যা দিয়ে বলেন, "ছাত্র-ছাত্রীদের পাঁচ লিটার করে কেরোসিন দেওয়া হবে । পঞ্চায়েত স্তর থেকে এই বিলি বণ্টন হচ্ছে । পরীক্ষার্থীরা যাতে পড়াশোনা করতে সমস্যায় না পড়ে তার জন্য এটা করা হল । মনে রাখবেন এই ঘোষণাটাও ছিল মুখ্যমন্ত্রীর । তাঁরই মস্তিষ্ক প্রসূত এই ভাবনা । এত জনদরদী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আগে কখনও দেখিনি । আর পরে কখনও আসবে কি না আমার জানা নেই ।"

Intro:মুখ্যমন্ত্রীর ছবির সামনে দাঁড়ালে আমি চার্জড হই, মন্তব্য হাসনাবাদের বিডিওর


হাসনাবাদঃ মুখ্যমন্ত্রী আমাদের ভগবান। আমি প্রতিদিন বিবেকানন্দ ও মুখ্যমন্ত্রীর ছবির সামনে দাঁড়াই। তাতে আমি প্রাণিত হই। আপনারাও দাঁড়াবেন। প্রেরণা পাবেন। একথা কোনও শাসক দলের নেতার নয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই বিতর্কিত মন্তব্য করলেন হাসনাবাদের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়ের। খোদ সরকারি আমলার এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

রবিবার হাসনাবাদ মুরারিশা চৌমাথায় সরকারি ত্রাণবণ্টন কর্মসূচি ছিল। সেখানে বক্তব্য রাখার সময় বিডিও অরিন্দম মুখোপাধ্যায় বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন। বসিরহাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, বুলবুলে ক্ষতিগ্রস্থ এলাকাগুলোর জন্য যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পানীয় জল ও ত্রাণ পৌঁছে দিতে হবে। সেই নির্দেশ মতো রবিবার একটি ত্রাণবণ্টন কর্মসূচি ছিল। সেখানে হাজির ছিলেন বিডিও। তিনি মঞ্চে বলেছেন, এই পরিস্থিতিতে যেভাবে মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা ভাগ্যবান । মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা কাজ করে যাচ্ছি দিনরাতে। ইতিমধ্যে জেলা শাসকের উদ্যোগে বিপর্যয় মোকাবেলা দলের ডিএম কিট দিচ্ছেন। পাশাপাশি বুলবুল বিধ্বস্ত সুন্দরবনের ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনার ক্ষতি না হয়। সামনে পরীক্ষা, তার জন্য কেরোসিন তেল ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীকে একদিকে ভগবানের সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে তাঁরই অনুপ্রেরণায় এই কাজ হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনদরদি মুখ্যমন্ত্রী আমি আগেই কেউ হননি। পরেও কেউ হবেন না। একজন বিডিওর মুখে এমন বক্তব্য শুনে তুমুল বিতর্ক শুরু হয়েছে।



1: অরিন্দম মুখার্জি, বিডিও হাসনাবাদBody:মুখ্যমন্ত্রীর ছবির সামনে দাঁড়ালে আমি চার্জড হই, মন্তব্য হাসনাবাদের বিডিওর


হাসনাবাদঃ মুখ্যমন্ত্রী আমাদের ভগবান। আমি প্রতিদিন বিবেকানন্দ ও মুখ্যমন্ত্রীর ছবির সামনে দাঁড়াই। তাতে আমি প্রাণিত হই। আপনারাও দাঁড়াবেন। প্রেরণা পাবেন। একথা কোনও শাসক দলের নেতার নয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই বিতর্কিত মন্তব্য করলেন হাসনাবাদের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়ের। খোদ সরকারি আমলার এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

রবিবার হাসনাবাদ মুরারিশা চৌমাথায় সরকারি ত্রাণবণ্টন কর্মসূচি ছিল। সেখানে বক্তব্য রাখার সময় বিডিও অরিন্দম মুখোপাধ্যায় বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন। বসিরহাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, বুলবুলে ক্ষতিগ্রস্থ এলাকাগুলোর জন্য যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পানীয় জল ও ত্রাণ পৌঁছে দিতে হবে। সেই নির্দেশ মতো রবিবার একটি ত্রাণবণ্টন কর্মসূচি ছিল। সেখানে হাজির ছিলেন বিডিও। তিনি মঞ্চে বলেছেন, এই পরিস্থিতিতে যেভাবে মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা ভাগ্যবান । মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা কাজ করে যাচ্ছি দিনরাতে। ইতিমধ্যে জেলা শাসকের উদ্যোগে বিপর্যয় মোকাবেলা দলের ডিএম কিট দিচ্ছেন। পাশাপাশি বুলবুল বিধ্বস্ত সুন্দরবনের ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনার ক্ষতি না হয়। সামনে পরীক্ষা, তার জন্য কেরোসিন তেল ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীকে একদিকে ভগবানের সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে তাঁরই অনুপ্রেরণায় এই কাজ হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনদরদি মুখ্যমন্ত্রী আমি আগেই কেউ হননি। পরেও কেউ হবেন না। একজন বিডিওর মুখে এমন বক্তব্য শুনে তুমুল বিতর্ক শুরু হয়েছে।



1: অরিন্দম মুখার্জি, বিডিও হাসনাবাদConclusion:মুখ্যমন্ত্রীর ছবির সামনে দাঁড়ালে আমি চার্জড হই, মন্তব্য হাসনাবাদের বিডিওর


হাসনাবাদঃ মুখ্যমন্ত্রী আমাদের ভগবান। আমি প্রতিদিন বিবেকানন্দ ও মুখ্যমন্ত্রীর ছবির সামনে দাঁড়াই। তাতে আমি প্রাণিত হই। আপনারাও দাঁড়াবেন। প্রেরণা পাবেন। একথা কোনও শাসক দলের নেতার নয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই বিতর্কিত মন্তব্য করলেন হাসনাবাদের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়ের। খোদ সরকারি আমলার এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

রবিবার হাসনাবাদ মুরারিশা চৌমাথায় সরকারি ত্রাণবণ্টন কর্মসূচি ছিল। সেখানে বক্তব্য রাখার সময় বিডিও অরিন্দম মুখোপাধ্যায় বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন। বসিরহাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, বুলবুলে ক্ষতিগ্রস্থ এলাকাগুলোর জন্য যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পানীয় জল ও ত্রাণ পৌঁছে দিতে হবে। সেই নির্দেশ মতো রবিবার একটি ত্রাণবণ্টন কর্মসূচি ছিল। সেখানে হাজির ছিলেন বিডিও। তিনি মঞ্চে বলেছেন, এই পরিস্থিতিতে যেভাবে মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা ভাগ্যবান । মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা কাজ করে যাচ্ছি দিনরাতে। ইতিমধ্যে জেলা শাসকের উদ্যোগে বিপর্যয় মোকাবেলা দলের ডিএম কিট দিচ্ছেন। পাশাপাশি বুলবুল বিধ্বস্ত সুন্দরবনের ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনার ক্ষতি না হয়। সামনে পরীক্ষা, তার জন্য কেরোসিন তেল ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীকে একদিকে ভগবানের সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে তাঁরই অনুপ্রেরণায় এই কাজ হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনদরদি মুখ্যমন্ত্রী আমি আগেই কেউ হননি। পরেও কেউ হবেন না। একজন বিডিওর মুখে এমন বক্তব্য শুনে তুমুল বিতর্ক শুরু হয়েছে।



1: অরিন্দম মুখার্জি, বিডিও হাসনাবাদ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.