হাসনাবাদ, 2 ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর ছবির সামনে দাঁড়ালে তিনি কাজ করার প্রেরণা পান । গতকাল একথা বলেন হাসনাবাদের BDO অরিন্দম মুখোপাধ্যায় । সরকারি আমলার এই মন্তব্যের জেরে শুরু হয়েছে বিতর্ক ।
গতকাল হাসনাবাদ মুরারিশা চৌমাথায় সরকারি ত্রাণ বণ্টন কর্মসূচি ছিল । সেখানে উপস্থিতি ছিলেন BDO অরিন্দম মুখোপাধ্যায় । ওই কর্মসূচিতে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেন তিনি বলেন, "সকালে মুখ্যমন্ত্রীর ছবি দেখলে এনার্জি পাই ।"
আজ সাংবাদিকরা ফের তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন । তিনি বলেন, "আপনি যে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করবেন তার জন্য শক্তি দরকার । প্রত্যেকটা মানুষেরই শক্তির একটা কেন্দ্রস্থল থাকে । কেউ প্রাণায়াম করেন, কেউ যোগা করেন । এটা সত্যি-মিথ্যের বিষয় নয় । এটা হচ্ছে অনুশীলনের বিষয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কর্মবীর । তাই ওনার ছবির সামনে দাঁড়ালে কর্মের অনুপ্রেরণা আপনিও পাবেন ।"
BDO গতকাল ত্রাণ বণ্টন কর্মসূচিতে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রীকে জনদরদি আখ্যা দিয়ে বলেন, "ছাত্র-ছাত্রীদের পাঁচ লিটার করে কেরোসিন দেওয়া হবে । পঞ্চায়েত স্তর থেকে এই বিলি বণ্টন হচ্ছে । পরীক্ষার্থীরা যাতে পড়াশোনা করতে সমস্যায় না পড়ে তার জন্য এটা করা হল । মনে রাখবেন এই ঘোষণাটাও ছিল মুখ্যমন্ত্রীর । তাঁরই মস্তিষ্ক প্রসূত এই ভাবনা । এত জনদরদী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আগে কখনও দেখিনি । আর পরে কখনও আসবে কি না আমার জানা নেই ।"